বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ প্রতিনিধি

৩০ ডিসেম্বর, ২০১৮ ১৮:৫১

বিশাল ব্যবধানে জয়ী নাহিদ

সিলেট-৬ আসনের ১৯১ কেন্দ্রের ফলাফলে ১ লক্ষ ৯৬ হাজার ১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সারা দেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঐক্যফ্রন্টের ফয়সল আহমদ চৌধুরী পেয়েছেন ১ লক্ষ ৮ হাজার ৮৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি ফয়সল আহমদ চৌধুরীর সাথে নুরুল ইসলাম নাহিদের ভোটের ব্যবধান ৮৭ হাজার ৯২৬ ভোটের।

বিয়ানীবাজার উপজেলার ৮৯ কেন্দ্রে নুরুল ইসলাম নাহিদের নৌকা পেয়েছে ৯৭ হাজার ৬০ ভোট এবং গোলাপগঞ্জ উপজেলার ১০২ কেন্দ্রে ৯৮ হাজার ৯৫৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের ফয়সল আহমদ চৌধুরীর ধানের শীষ বিয়ানীবাজার উপজেলায় পেয়েছে ৩৯ হাজার ৯০৫ ভোট এবং গোলাপগঞ্জ উপজেলার ১০২ কেন্দ্রে ৬৮ হাজার ১৮৪ ভোট।

আপনার মন্তব্য

আলোচিত