সিলেটটুডে ডেস্ক

০৭ জানুয়ারি, ২০২৪ ২৩:০০

হেরেছেন সংগীত শিল্পী ডলি সায়ন্তনী

পাবনা-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী ডলি সায়ন্তনী হেরে গেছেন।

রোববার (৭ জানুয়ারি) রাতে ঘোষিত ফলাফলে দেখা যায় ডলি সায়ন্তনী পেয়েছেন মাত্র ৪ হাজার ৩৮২ ভোট।

এই আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ কবির। তিনি পেয়েছেন ১ লাখ ৬৫ হজার ৮৪২ ভোট।

এরআগে রোববার দুপুরে জাল ভোটসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন ডলি সায়ন্তনী। পরে ভোটগ্রহণ শেষের এক ঘণ্টা আগে লিখিতভাবে জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানান।

নোঙ্গর প্রতীকের প্রার্থী ডলি সায়ন্তনী বলেন, “আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। ভোটারদের নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করা হয়েছে। আমি নিজের হাতে কয়েকটা ধরেছি। প্রিজাইডিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। এরপর ভোট বর্জন করি।”

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ডলি সায়ন্তনী নিজের ফেইসবুক পেইজে লাইভে এসে অভিযোগ করে বলেন, “সুজানগরের অধিকাংশ কেন্দ্রে ভোটারদের হাতে নৌকা প্রার্থীর ছবি ও প্রতীক সংবলিত কাগজ দেওয়া হচ্ছে। ভোটাররা সেই কাগজ হাতে কেন্দ্রে আসছেন। কেন্দ্র থেকে গ্রাম প্রধানেরা নৌকায় ভোট দিতে ও প্রকাশ্যে ব্যালট পেপার ভাঁজ করতে বলছেন। সুজানগরের মোহাম্মদীয়া দাখিল মাদরাসা, মানিকহাট, সুজানগর পৌর এলাকার অধিকাংশ এলাকায় নৌকার প্রার্থীর সমর্থকেরা জাল ভোট দিয়েছে। জোর করে ভোট কেটে নিয়েছে। নোঙ্গর মার্কার এজেন্ট বের করে দিয়েছে।”

আপনার মন্তব্য

আলোচিত