এম. শাহরিয়ার আলম

০৬ নভেম্বর, ২০১৬ ০৩:১৬

নাসিরনগরের ঘটনা বিব্রতকর এবং লজ্জার

নাসিরনগরের ঘটনা বিব্রতকর এবং লজ্জার। ষড়যন্ত্র থাকতে পারে কিন্তু দায়িত্বশীলদের কাজ তা প্রতিহত করা, বিশেষ করে যেখানে ধর্মীয় উগ্রবাদের ইতিহাস রয়েছে।

শেখ হাসিনার সরকার কারও অবহেলা সহ্য করবেনা। কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে সে যেই হোক না কেন, তার আলামত ইতিমধ্যে পাওয়াও গেছে। এইক্ষেত্রে কিনা জানিনা তবে উসকানি দেবার জন্য যে কোন ধর্মের মানুষের একটি কাজই অনেক সময় যথেষ্ট (যদিও তা হওয়া উচিত নয়) হয়ে যায়।

বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে স্থানীয় সমাজ প্রধান এবং রাজনৈতিক দলের নেতাদের, সর্বোপরি প্রশাসনের দায়িত্বপ্রাপ্তদের, অবস্থার স্পর্শকাতরতা বুঝে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

আমরা পৃথিবীর এই অংশের মানুষ এইধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করেই পথ চলেছি, এমনকি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে একটি অসাম্প্রদায়িক সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনীয়তা অন্যতম নিয়ামক হিসেবে কাজ করেছে।

এই যাত্রা পথ কণ্টকাকীর্ণ তা আমাদের জানা কিন্তু কারও অবহেলায় তা আরও কঠিন হয়ে পড়লে তার জন্য যথাযথ ব্যবস্থা সরকার করবেন। কিন্তু সরকার বা প্রশাসনের দোষ খুঁজতে গিয়ে আমরা অপরাধীদের যেন আড়াল না করে ফেলি।

তবে একটা কথা না বললেই নয়, দায়িত্ব যাদের তাদের এইসব মূহুর্তে কথাবার্তাও ও আচার আচরণ অনেক সংযত হওয়া উচিত।
[ফেসবুক থেকে]

  • এম. শাহরিয়ার আলম : সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

আপনার মন্তব্য

আলোচিত