সোশ্যাল মিডিয়া ডেস্ক

১৩ ডিসেম্বর, ২০১৬ ১১:৪৯

ভিত্তিহীন সংবাদে কান দিবেন না

পর্নসাইটে প্রবেশকারীদের পরিচয় প্রকাশ করা হবে বলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছেন তিনি।

ভিত্তিহীন সংবাদে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম মঙ্গলবার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে  লিখেছেন- " ভিত্তিহীন সংবা‌দে কান দি‌বেন না। যে কোনো ব্য‌ক্তির ত‌থ্যের গোপনীয়তা রক্ষা করা আমা‌দের দা‌য়িত্ব। কোথাও কো‌নো তা‌লিকা তৈ‌রি করা হ‌চ্ছে না, প্রযু‌ক্তিগতভা‌বে করা সম্ভবও না। "


তারানা হালিম আরও লিখেন, পর্ণগ্রা‌ফি নিয়ন্ত্র‌ণে ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। তা‌দের রি‌পো‌র্ট এখনো হা‌তে পেলাম না। কা‌জেই সকলকে অ‌নু‌রোধ করি, ভি‌ত্তিহীন সংবা‌দের উপর নির্ভর ক‌রে পোস্ট ‌দেওয়া ঠিক না। কা‌রো ব্য‌ক্তিগত ত‌থ্যের গোপনীয়তা আইনত লঙ্গন করা যায় না - করার প্রশ্নই উ‌ঠে না। তাই ভি‌ত্তিহীন সংবা‌দে বিভ্রান্ত হ‌বেন না।

বাসসের সাথে আলাপকালে সোমবার (১২ ডিসেম্বর) বিকালে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী  পর্ন সাইটে প্রবেশকারীদের পরিচয় প্রকাশ করা হবে উল্লেখ করেন বলে খবর প্রকাশ করে বিভিন্ন সংবাদ মাধ্যম।

আপনার মন্তব্য

আলোচিত