সিলেটটুডে অনলাইন ডেস্ক

২০ আগস্ট, ২০১৭ ১৩:২২

দুই মাসের পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন মার্ক জুকারবার্গ

বেশ ঘটা করে পিতৃত্বকালীন ছুটিতে যাওয়ার কথা প্রকাশ করলেন  ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ । দ্বিতীয় কন্যা সন্তান জন্মের জন্য এই দুই মাসের ছুটি নিচ্ছেন তিনি।

শুক্রবার (১৮ আগস্ট)  নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে একথা জানান তিনি।

পোস্টে বড় মেয়ের ছবি শেয়ার দিয়ে তিনি জানান, তার নতুন কন্যার জীবনের প্রথম মাস এবং ডিসেম্বর মাস তিনি পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন।

ফেসবুক তার সকল কর্মীদেরকে চার মাস মাতৃত্ব এবং পিতৃত্বের ছুটি প্রদান করে। জুকারবার্গ ও এই নীতির ব্যতিক্রমী নয়। ছুটি সম্পর্কে তিনি একটি গবেষণার উদ্ধৃতি দিয়ে বলেন, নবজাতকদের সঙ্গে পিতা-মাতার সময় কাটানো পুরো পরিবারকে উপকৃত করে।

২০১৫ সালে, প্রথম কন্যা সন্তান ম্যাক্সের জন্মের সময়ও মার্ক ২ মাসের ছুটিতে ছিলেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি সর্বদা কৃতজ্ঞ থাকব যে তার (ম্যাক্স) জীবনের প্রথম মাসে মধ্যে আমি তার সাথে এত সময় ব্যয় করতে পেরেছি।’

জুকারবার্গের এই পোস্টে হাজারো লাইক ও ২০ হাজার কমেন্টের মাধ্যমে আগাম শুভেচ্ছা জানিয়েছে জনসাধারণ।

তথ্যসূত্র : এনডিটিভি।

আপনার মন্তব্য

আলোচিত