শাহআলম সজীব

০৩ অক্টোবর, ২০১৮ ০১:৪২

পদ্মা সেতু শেখ হাসিনার নামে হলে আমরাই সম্মানিত হবো

পদ্মা সেতু নিয়ে দেশ বিদেশে অনেক ষড়যন্ত্র হয়েছে। অনেকের নামে মিথ্যাচার করা হয়েছে শুধু সরকারকে সমালোচিত করার জন্য!

সরকারকে সমালোচিত এবং বিব্রত করতে কথিত ঘুষ ও দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল! অথচ সেই সময়ে কোন দাতা সংস্থাই অর্থায়নের এক পয়সাও দেয়নি সরকারকে! তবুও নির্লজ্জভাবে ঘুষ ও দুর্নীতির অভিযোগ তুলেছিল সরকারবিরোধী কারো কারো কথায়!

অন্যদিকে শেখ হাসিনা স্বপ্ন দেখেছিলেন পদ্মা সেতু নিয়ে। দেশবাসীকেও স্বপ্ন দেখিয়েছিলেন পদ্মা সেতুর।

তাই সকল ষড়যন্ত্র আর মিথ্যাচার উপেক্ষা করে ঘোষণা করলেন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হবে। কিন্তু এখানেও আবার সেই মিথ্যাচার, অপপ্রচার এবং ষড়যন্ত্র!

সব ষড়যন্ত্র, মিথ্যাচার, অপপ্রচার এবং বাধাবিঘ্ন পেরিয়ে পদ্মা সেতু আজ দৃশ্যমান। প্রায় ৬০ ভাগ কাজ শেষ হয়েছে।

পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, এখন বাস্তব।

একটা মানুষের কতটা সৎসাহস থাকলে, কতটা দেশপ্রেম এবং দেশবাসীকে দেয়া কথার প্রতি শ্রদ্ধাশীল থাকলে, দেশের সবচেয়ে বড় অবকাঠামো উন্নয়নকাজ নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করতে পারেন।

সেই সৎসাহসের নাম শেখ হাসিনা।
সেই দেশপ্রেমের নাম শেখ হাসিনা।
শেখ হাসিনার দৃঢ়বদ্ধ সাহসিকতাই পদ্মা সেতু।

কাজেই পদ্মা সেতুর নামকরণ "শেখ হাসিনা পদ্মা সেতু" করলে জাতি হিসেবে আমরা গর্বিত হবো, সম্মানিত হবো এবং অসীম সাহস সঞ্চিত করে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা পাবো।

  • শাহআলম সজীব: ছাত্রলীগ নেতা।

আপনার মন্তব্য

আলোচিত