সিলেটটুডে ডেস্ক

০৫ এপ্রিল, ২০২০ ২৩:০৪

৩০০ পরিবারকে হাজী তাজ্জুব আলি ট্রাস্টের খাদ্য সহায়তা প্রদান

গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকার বিভিন্ন গ্রামের তিনশ' পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে সুমন ব্রাদার্স ও এসবি ফার্নিচার। মরহুম হাজী তাজ্জুব আলী ট্রাস্টের জমাকৃত অর্থ থেকে এই খাদ্য সহায়তা দেওয়া হয়।

গত শুক্রবার থেকে করোনাজনিত লক ডাউনের কারণে বাসায় বন্দি মানুষকে এই খাদ্য সহায়তা দেন ট্রাস্টের পরিচালকবৃন্দ। এসময় প্রতিটি পরিবারকে দশ কেজি চাল, দুই কেজি আলু, দুই কেজি পেঁয়াজ, এক কেজি ডাল ও এক লিটার তেল প্রদান করা হয়।

এস বি ফার্নিচারের স্বত্তাধিকারী সুমন আহমেদ ও সুমন ব্রাদার্সের স্বত্তাধিকারী হাজি ফলিক আহমেদ, হাজি শাহিন আহমেদ এই খাদ্য সহায়তা কর্মসুচী পরিচালনা করেন। তারা বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সকল বিত্তবান মানুষ এগিয়ে এলে সাধারন মানুষের ঘর থেকে বের হওয়া দরকার হবে না। এতে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানো সহজ হবে।

আপনার মন্তব্য

আলোচিত