আজ শনিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৫

Advertise

কোভিড-১৯ বিশ্বমহামারীর সমাপ্তি কখন এবং কীভাবে?

আবু এম ইউসুফ  

ইতিহাসবিদেরা বলেন রোগ সংক্রমণের প্রাদুর্ভাব নানাভাবেই সমাপ্ত হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে কাদের জন্য এটা সমাপ্ত হয় এবং কার সিদ্ধান্তে? ইতিহাসবিদদের বক্তব্য থেকে দেখা যায় যে, কোন বিশ্বমহামারীর সমাপ্তি দু’টি পথের যে কোন একটি পথ অনুসরণ করে হয়ে থাকে। একটি পথ হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের সফল টিকা বা প্রতিষেধক আবিষ্কারের মাধ্যমে যখন রোগ সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা নেমে আসে। অথবা সামাজিকভাবে, যখন সমাজে রোগে আক্রান্ত হওয়ার ভয় বা আতঙ্কের মহামারী কমে আসে। রোগতত্ত্ববিদেরা মনে করেন, যখন মানুষ প্রশ্ন করে কখন বিশ্বমহামারীর সমাপ্তি ঘটবে তখন এটাই ধরে নেয়া স্বাভাবিক যে তারা বিশ্বমহামারীর সামাজিক সমাপ্তির কথাটাই জানতে চাইছেন।

অন্যভাবে বলতে গেলে, বিশ্বমহামারীর সমাপ্তি এভাবেও ঘটতে পারে যখন এটা নয় যে নতুন ওষুধ আবিষ্কার এবং চিকিৎসার মাধ্যমে সমাজে রোগটির সমাপ্তি ঘটেছে বরঞ্চ, মহামারীর কারণে সৃষ্ট আতঙ্কাবস্থায় থাকতে থাকতে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে এবং রোগটির সাথে বসবাসের শর্তগুলো শিখে নিতে বাধ্য হয়েছে।