আজ শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

Advertise

মানুষের আনন্দে বাধা দেয়া কেন?

আরিফ জেবতিক  

আমি নিয়মিত সিকিউরিটি এলার্ট ও ইন্সট্রাকশন পাই। তো, গতকাল নববর্ষ উপলক্ষে যে সাতখণ্ড রামায়ণ পেলুম, তা দেখে আমার আক্কেল গুড়ুম। ব্যাপারটা এরকম, 'ডানেও যেতে পারবি না, বামেও যেতে পারবি না, সামনে পিছনেও যেতে পারবি না।' এখন আপনি বললেন, 'আচ্ছা, তাহলে জায়গায় বসে থাকব।' হুকুম আসবে, 'জায়গায়ও থাকতে পারবি না।'

এমনই সিকিউরিটি নামের কড়াকড়ি! আমার কথা হচ্ছে তাহলে মানুষ যাবে টা কই?

মনে হচ্ছে আমরা যেন আইএস নিয়ন্ত্রিত রাক্কা নগরে আছি।

এতোবড় হাতির ঝিল বানাইছেন, সেখানে যেতে দিবেন না; রাত ৮টার পরে বনানী-গুলশান এলাকায় যেতে দিবেন না, মানিক মিয়ায় যেতে দিবেন না- এই জেলখানা বানাতে পেরে আমাদের সরকারের লোকেরা বেশ আত্মতৃপ্তি পাচ্ছেন।

নববর্ষের সব আনন্দ খালি করতে পারবে ক্লাবগুলো ও ফাইভস্টার হোটেলের বলরুম। মানে যাদের হাতে গুচ্ছের টাকা আছে।

কেন ভাই, আমরা বাকিরা কি এই শহরে বেনোজলে ভেসে এসেছি?

আমরা কেন নিজেদের ছাদে যেতে পারব না?

নিরাপত্তার যে ঝুঁকির কথা বলা হয়, সেই ঝুঁকি সামাল দেয়ার দায়িত্ব সরকারের। যতদূর সম্ভব নিরাপত্তা নিশ্চিত করা এক কথা আর সবাইকে জেলে পুরে ফেলে নিরাপত্তার নামে মাস্তানি করা অন্যকথা।

আমরা বিশ্বায়নের যুগে আছি। এখানে বাংলা নববর্ষ যেমন পালন হবে ইংরেজি নববর্ষেও তেমনই হইহুল্লোড় হবে। যারা মনে করেন এটা ঠেকানো যাবে, তারা কুয়োর ব্যাঙ।

মানুষকে নূন্যতম আনন্দ ও উদযাপনের সুযোগ দিন। দুনিয়ার অন্য কোনো শহর হলে হাতির ঝিল কিংবা মানিক মিয়া এভিনিউ কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে সারারাত ফানুস উড়িয়ে কিংবা কনসার্ট করে কিংবা অন্য কোনো উপায়ে উদযাপন হতো। নগরের মানুষরা সেখানে যোগ দিত।

আচ্ছা, আমরা না হয় জঙ্গির ডরে সেসব আয়োজন করতে পারলাম না।

কিন্তু নিজের বাসার ছাদে দাঁড়িয়ে দুটো ফানুস ওড়ানো যাবে না, এরকম কোষ্ঠকাঠিন্য ভরা নিরাপত্তা আসলে হাস্যকর।

একটি শহরকে নিউ ইয়ার্স ইভ এ মৃত বানিয়ে ফেলা কোনো কাজের কথা না।

একটি মৃত শহরের দারোয়ান হওয়ার মধ্যে কোনো গৌরব নেই, বরং এই তথাকথিত নিরাপত্তা নামের ফাজলামো আপনাদের ব্যর্থতাকেই সবার সামনে জানান দিয়ে যায়।

আরিফ জেবতিক, ব্লগার ও সাংবাদিক

মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। sylhettoday24.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে sylhettoday24.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।

আপনার মন্তব্য

লেখক তালিকা অঞ্জন আচার্য অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী ৪৮ অসীম চক্রবর্তী আজম খান ১১ আজমিনা আফরিন তোড়া ১০ আনোয়ারুল হক হেলাল আফসানা বেগম আবদুল গাফফার চৌধুরী আবু এম ইউসুফ আবু সাঈদ আহমেদ আব্দুল করিম কিম ৩২ আব্দুল্লাহ আল নোমান আব্দুল্লাহ হারুন জুয়েল ১০ আমিনা আইরিন আরশাদ খান আরিফ জেবতিক ১৭ আরিফ রহমান ১৬ আরিফুর রহমান আলমগীর নিষাদ আলমগীর শাহরিয়ার ৫৪ আশরাফ মাহমুদ আশিক শাওন ইনাম আহমদ চৌধুরী ইমতিয়াজ মাহমুদ ৭১ ইয়ামেন এম হক এ এইচ এম খায়রুজ্জামান লিটন একুশ তাপাদার এখলাসুর রহমান ৩৭ এনামুল হক এনাম ৪১ এমদাদুল হক তুহিন ১৯ এস এম নাদিম মাহমুদ ৩৩ ওমর ফারুক লুক্স কবির য়াহমদ ৬৩ কাজল দাস ১০ কাজী মাহবুব হাসান কেশব কুমার অধিকারী খুরশীদ শাম্মী ১৭ গোঁসাই পাহ্‌লভী ১৪ চিররঞ্জন সরকার ৩৫ জফির সেতু জহিরুল হক বাপি ৪৪ জহিরুল হক মজুমদার জাকিয়া সুলতানা মুক্তা জান্নাতুল মাওয়া জাহিদ নেওয়াজ খান জুনাইদ আহমেদ পলক জুয়েল রাজ ১০২ ড. এ. কে. আব্দুল মোমেন ১২ ড. কাবেরী গায়েন ২৩ ড. শাখাওয়াৎ নয়ন ড. শামীম আহমেদ ৪১ ডা. আতিকুজ্জামান ফিলিপ ২০ ডা. সাঈদ এনাম ডোরা প্রেন্টিস তপু সৌমেন তসলিমা নাসরিন তানবীরা তালুকদার তোফায়েল আহমেদ ৩১ দিব্যেন্দু দ্বীপ দেব দুলাল গুহ দেব প্রসাদ দেবু দেবজ্যোতি দেবু ২৭ নাজমুল হাসান ২৪ নিখিল নীল পাপলু বাঙ্গালী পুলক ঘটক প্রফেসর ড. মো. আতী উল্লাহ ফকির ইলিয়াস ২৪ ফজলুল বারী ৬২ ফড়িং ক্যামেলিয়া ফরিদ আহমেদ ৪২ ফারজানা কবীর খান স্নিগ্ধা বদরুল আলম বন্যা আহমেদ বিজন সরকার বিপ্লব কর্মকার ব্যারিস্টার জাকির হোসেন ব্যারিস্টার তুরিন আফরোজ ১৮ ভায়লেট হালদার মারজিয়া প্রভা মাসকাওয়াথ আহসান ১৯০ মাসুদ পারভেজ মাহমুদুল হক মুন্সী মিলন ফারাবী মুনীর উদ্দীন শামীম ১০ মুহম্মদ জাফর ইকবাল ১৫৩ মো. মাহমুদুর রহমান মো. সাখাওয়াত হোসেন মোছাদ্দিক উজ্জ্বল মোনাজ হক ১৪ রণেশ মৈত্র ১৮৩ রতন কুমার সমাদ্দার রহিম আব্দুর রহিম ৫৫ রাজু আহমেদ ১৬ রাজেশ পাল ২৮ রুমী আহমেদ রেজা ঘটক ৩৮ লীনা পারভীন শওগাত আলী সাগর শাওন মাহমুদ