আজ বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

Advertise

করোনায় করণীয় এবং সভ্যতায় স্মরণীয়

রহিম আব্দুর রহিম  

পৃথিবীর সব দেশে ‘নভেল করোনা ভাইরাস’র প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সবগুলো দেশে একযোগে ভাইরাস আক্রমণের বিষয়টি এখন আন্তর্জাতিক ক্রাইসিস হিসেবে পরিগণিত হচ্ছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক কাঁদা ছোড়াছুড়ি নেই বললেই চলে। তবে চিরনিন্দুকরা কিছু বলছে না, তা নয়। সবচেয়ে দুঃখজনক এবং হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে করোনা ইস্যুতে পৃথিবীর কোন দেশে নিত্যপণ্যের দাম না বাড়লেও আমরা বাংলাদেশি বাঙালি হিসেবে পণ্যের দাম বাড়িয়েছি এবং মানুষকে কষ্ট দিয়ে মুনাফা লুটছি। যা সভ্য সমাজে স্মরণীয় হয়ে থাকারই কথা।

আবেগ-অভিমানের কথা না হয় পরে বলা যাবে, মূল কথা হচ্ছে, বিশ্ব বাজারে ‘নভেল করোনা ভাইরাস’ মোকাবেলায় আমাদের করণীয় ও অবস্থান। ২১ মার্চ টুইট বার্তার বরাদ্দ দিয়ে জাতীয় একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর বলেন, ‘আমাদের তথ্যের ওপর ভিত্তি করে বলতে পারি, করোনা ভাইরাস প্রতি ১০ মিনিটে ১ জনের মৃত্যু হচ্ছে এবং প্রতি ঘণ্টায় ৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত টালি থেকে জানা যায়, গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। এখন পর্যন্ত বিশ্বের প্রায় সাড়ে ৯ লাখের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গিয়েছে ৫০ হাজারেরও বেশি লোক। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর হার যথাক্রমে যুক্তরাষ্ট্র ও ইতালিতে। করোনা আতঙ্কে বিশ্বের ১০০ কোটি শিশুর স্কুলে যাওয়া বন্ধ এর মধ্যে বাংলাদেশে ৩ কোটি ৬৭ লাখ। করোনা ইস্যুতে সৃষ্ট আতঙ্ক এবং মুনাফাখোরদের অব্যাহত উল্লাসের বিষয়টি এখন সমাজের প্রান্তিক মানুষের সচেতনতায়, ‘গুদের উপর ফোঁড়ার বিষ’ হয়ে দেখা দিয়েছে।

‘NOVEL’ শব্দটি বৈজ্ঞানিক পরিভাষা, ‘নতুন’, আর ‘CORONA’ শব্দটি বৈজ্ঞানিক পরিভাষা হচ্ছে ‘সৃষ্ট।’ ‘VIRUS’ শব্দটি ‘জীবাণু।’ NOVEL CORONA VIRUS এর মিনিং দাঁড়াচ্ছে, ‘নতুন সৃষ্ট ভাইরাস’ ব্যাখ্যাটির বিজ্ঞানভিত্তিক ভিত্তি অত্যন্ত শক্তিশালী এবং সুদৃঢ়। সেই শিশুকালে স্যারদের কাছে শুনেছি, পৃথিবীর কোন সৃষ্টিই ধ্বংস হয় না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটে। কাঠ পুড়ে ছাই হয়, ছাই মাটিতে মিশে মাটির উর্বরতা বৃদ্ধি করে, গাছের পাতা মাটিতে পড়ে প্রথমে পচে যায় পরে শুকিয়ে যায়, এরপর মাটির ক্ষয়রোধ করে। বিজ্ঞান এমনটিই ব্যাখ্যা করে। একই ভাবে নদী তার একপাড় ভাঙে, অন্যপাড় গড়ে তোলে। অর্থাৎ পৃথিবীর সবকিছুই পরিবর্তনশীল। একইভাবে রোগ-ব্যাধি, জীবাণু তার অবস্থার পরিবর্তন, পরিবর্ধন করবে এটাই স্বাভাবিক।

‘নতুন সৃষ্ট করোনা ভাইরাস (NOVEL CORONAVIRUS) কোথা থেকে, কিভাবে, কোন প্রাণি অথবা প্রকৃতির কোন জায়গা থেকে পরিবর্তন হয়ে সৃষ্টি হল, তা এখনও বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। তবে নভেল করোনাভাইরাস দ্বারা সৃষ্ট রোগটির নাম ‘কোভিড-১৯’ অর্থাৎ ‘কো’ এর পূর্ণরূপ ‘করোনা’, ‘ভি’ এর পূর্ণরূপ ‘ভাইরাস’ এবং ‘ডি’ এর পূর্ণরূপ ‘ডিজিস’ এবং ১৯ দ্বারা বোঝানো হয়েছে রোগটি ধরা পড়েছে ২০১৯ খ্রিস্টাব্দে। রোগ আবিষ্কার করায় বৈজ্ঞানিক সমাজকে মানব মহলের আন্তরিক ধন্যবাদ প্রদানে কোন কার্পণ্য নেই।

শৈশবকালের মহান, আদর্শ ও প্রাজ্ঞ শিক্ষকদের কাছে জেনেছি, ‘ভাইরাস’ নাকি মানুষ কিংবা পশুপাখির দেহে প্রবেশ করে যেমন দেহের সচল কোষকে ধ্বংস করে মৃত্যু নিশ্চিত করে, তেমনি প্রাণ ও প্রাণির মধ্যে প্রতিষেধক হিসেবে অবস্থান করে। প্রতিরোধ বা প্রতিষেধক ভাইরাসের বড় বৈশিষ্ট্য হল, পশুপাখির দেহে যে প্রতিষেধক ভাইরাস অবস্থান করে তাকে আমরা ‘এ্যানিম্যাল ভাইরাস’ বলে থাকি, আবার মনুষ্য দেহের যে ভাইরাস থাকে তাদের বৈজ্ঞানিক পরিভাষা ‘হিউম্যান ভাইরাস।’ ভাইরাস একটি জীবাণু, এই ভাইরাস যে বহন করে বা যার মাধ্যমে ছড়ায় তাকে আমরা ব্যাক্টরি বলে থাকি। আমার এই বক্তব্য বা সংজ্ঞার কোন বিজ্ঞানভিত্তিক ভিত্তি আছে কি না জানি না, তবে আমার শৈশবের শিক্ষক, যারা প্রকৃতিগত শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের জ্ঞানদান করেছেন, তাদের এই ব্যাখ্যা আমার কাছে যৌক্তিক এবং বিজ্ঞানভিত্তিক বলে মনে হয়েছে।

বর্তমান সময়ের সাথে অতীত স্মরণ করলে আমরা সবাই নির্দ্বিধায় বলতে পারি, একসময় এই উপমহাদেশে বা মহাদেশের প্রকৃতির জলে-স্থলে, পাহাড়-জঙ্গলে, বন-বাদরে বহুজাতিক গাছ-গাছরা যেমন ছিল, তেমনি পশুপাখির কলকাকলিতে মুখর হয়ে উঠতো ওই সময়কার ভূস্বর্গ। পশুপাখির অভয়ারণ্য, সবুজ শ্যামলের গাছ-গাছরা, লতা-গুল্ম, জলজ ও স্থলজ কীটপতঙ্গ, পরিবেশ সম্মত ব্যবহার্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আজ কোথায়? মানব সমাজের নির্দয় আচরণই পৃথিবীর অস্বাভাবিক পরিবর্তন ঘটে চলছে। এক সময় রোগ বালাই বলে জেনেছি, ‘কলেরা-ডায়রিয়া’, ‘গুটিবসন্ত’, ‘যক্ষ্মা’ সর্বোপরি শুনেছি ‘প্লেগ’ রোগ। যে রোগটি ইঁদুরের মাধ্যমে ছড়িয়েছে। এযুগে ওই সমস্ত রোগের প্রতিষেধক ও চিকিৎসা এখন হাতের কাছে।
বর্তমান বিশ্বে এমন দেশ রয়েছে যারা সাপ, কুকুর, বাদুর, বানর, বেড়াল, হনুমান, শামুক, ঝিনুকসহ সকল প্রকার কীটপতঙ্গ ভক্ষণ করছে। আর যারা এগুলো ভক্ষণ করছে না, তারা এ ধরণের জীব-বৈচিত্র্য অবাধে মেরে ফেলছে এবং এগুলো যেখানে সেখানে ফেলে দিচ্ছে। এছাড়া সবুজ বৃক্ষরাজি নির্বিচারে কেটে ফেলছে, ফলে এ্যানিম্যাল ভাইরাস বাতাসে মিশে যাচ্ছে, বাতাসে যুক্ত হচ্ছে অপরিকল্পিত কালো ধোঁয়া। পৃথিবীর পরিবর্তনের সাথে সাথেই জীবাণুর পরিবর্তন রোগব্যাধি সৃষ্টি অস্বাভাবিক কোন ঘটনা নয়। আমরা জানি, পৃথিবীর সকল সৃষ্টিই একে অন্যের পরিপূরক।

বিগত ১ বছরের ব্যবধানে পৃথিবীর সভ্যতায় রোগের ধরণ যেমন পাল্টিয়েছে, তেমনি রোগ প্রতিরোধ ও প্রতিষেধক এবং চিকিৎসা ক্ষেত্রের পরম উন্নতি হয়েছে। সম্প্রতিকালের করোনা ভাইরাস অর্থাৎ নতুন সৃষ্ট ভাইরাসটি কারা সৃষ্টি করেছেন? উত্তর সোজাসাপটা এই ভাইরাস মনুষ্য দ্বারা সৃষ্ট এবং কোভিড-১৯ রোগটির জন্য পুরোপুরি দায়ী আজকের সভ্য পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ মানবকুলের। জলবায়ুর আবহাওয়া অনুযায়ী পৃথিবী ১৯৫টি দেশের জীববৈচিত্র্য ভিন্ন ভিন্ন। সকল প্রাণের ভেতরে থাকা প্রতিরোধ বা প্রতিষেধক ভাইরাস আজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে নতুন ভাইরাস সৃষ্টি হয়েছে কি না, তা গবেষণালব্ধ আবিষ্কারের বিষয়। জীববৈচিত্র্য ধ্বংস, প্রকৃতির ওপর মনুষ্য সমাজের অস্বাভাবিক ও নির্মম আচরণই এই ‘নভেল করোনা ভাইরাস’ সৃষ্টি হয়েছে, এতে কোন সন্দেহ থাকার কথা না।

‘নভেল করোনা ভাইরাস’টি যদি কোন একটি দেশের অভ্যন্তরীণ সমস্যা হতো তাহলে সেটার ভিন্নতা খোঁজা কঠিন হতো। যখন এই বিষয়টি আন্তর্জাতিক ভাবে সমানহারে বা মাত্রায় প্রচার হচ্ছে এবং দেখা দিচ্ছে তখন নিশ্চিত বলা যায় ‘নভেল করোনা ভাইরাস’, পরিবর্তনশীল পৃথিবীর জন্য অস্বাভাবিক কোন বিষয় নয়, এটি স্বাভাবিক এবং ক্ষণস্থায়ী যা মোকাবেলায় সতর্ক এবং বিশ্ব নেতৃত্বের ঐক্যবদ্ধ সিদ্ধান্তে জীববৈচিত্র রক্ষা, মৃত পশুপাখি, কীটপতঙ্গ, ইঁদুর, বাদুর মারা যাওয়ার পর তা মাটিতে পুঁতে রাখা এবং হাইএ্যান্ট্রিবায়োটিক খাবার-দাবার বর্জন করা। এই মুহূর্তে পৃথিবীর সকল যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে ভাইরাস মোকাবেলায় যা হচ্ছে তা বিশ্ব সভ্যতায়, সেই বানরের পিচ্ছিল বাঁশ আরোহনেরও নামান্তর।

আমরা স্বাভাবিক জ্ঞানে জানি, ভাইরাসের কোন কোষ নেই, এই কোষহীন জীবাণু মানব দেহে প্রবেশ করে ওই দেহের কোষকে নির্জীব করে ফেলে, ফলে আক্রান্ত ব্যক্তির ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হয়। তেমনি ‘এ্যানিম্যাল ভাইরাস’ হিউম্যান বডিতে প্রবেশ করে না বলে জেনেছিলাম, এবার জানলাম ‘করোনা ভাইরাস’ শুধুমাত্র হিউম্যান বডিতে আক্রমণ করে। এই ভাইরাসটি তৈলাক্ত ‘নভেল করোনা ভাইরাস’ বাতাসে ছড়ানোর কোন সুযোগ নেই, জীবাণুটি কোন পাত্র, বস্তু বা ভূমির উপরিভাগে অবস্থান করার সক্ষমতা রাখে, তবে তাপমাত্রায় তা শুকিয়ে যায়। এ অবস্থায় কোন পাত্র খোলা জায়গায় হাত রাখলে এই জীবাণু হাতের মাধ্যমে অন্যের শরীরে মুখ, নাক এবং চোখের মাধ্যমে প্রবেশ করতে পারে। ফলে ব্যবহার্য থালা-বাসন এবং যেখানে সেখানে হাত লাগানো পর হাত ক্ষার জাতীয় পদার্থ (সাবান) দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই এই জীবাণু প্রতিরোধের বড় মাধ্যম।

বাস, ট্রাক, স্কুল, কলেজ বন্ধ, শহর-বন্দর লকডাউন বা সাটডাউন এগুলো নতুন সৃষ্ট ‘নভেল করোনা ভাইরাস’ এর মতই পৃথিবীর মনুষ্যসৃষ্ট মহাআতঙ্ক বলেই মনে হচ্ছে, যা আন্তর্জাতিক আইনে কি হতে পারে জানা নেই, তবে দেশের পেনাল কোড-৫০৫/খ ধারা অনুযায়ী অপরাধের শামিল, অপরদিকে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ অনুযায়ী ভাইরাস আক্রান্ত ব্যক্তি (কোয়ারেন্টিনে) আলাদা ও (আইসোলেশন) চিকিৎসায় অবহেলা করলে তাকে এবং তার পরিবারকে জেল এবং জরিমানা করার বিধান রয়েছে।

প্রায় ৬০০ কোটি মানুষের এই পৃথিবীর সাড়ে ৯ লাখ মানুষ আক্রান্ত হয়ে মারা যাওয়া কোন মহামারি নয়, তবে এই রোগের আতঙ্কে সারা পৃথিবীর সকল মানুষ যেভাবে মানসিকভাবে আক্রান্ত হয়েছে তা মহামারির নামান্তর বলেই মনে হচ্ছে। ভারতে কারাগারে কয়েদিদের সাথে কারারক্ষীদের সংঘর্ষ হয়েছে, বাংলাদেশে করোনার পক্ষ-বিপক্ষের মধ্যে সংঘর্ষে একজন খুন হয়েছে। এ কীসের লক্ষণ!

ভাইরাস সৃষ্টি হল চীনের হুবেই প্রদেশের উহানে, তা গেড়ে বসলো ইতালিতে! ‘নভেল করোনা ভাইরাস’ প্রতিরোধে এক শ্রেণির মানুষ পৃথিবীর মনুষ্যকুল রক্ষায় যখন উদ্বিগ্ন, এই অবস্থায় ইস্যুটিকে কেন্দ্র করে ফায়দালোটা, ষড়যন্ত্র, বিশ্বের সক্ষমতা যাচাইয়ের যোগ-বিয়োগ হবার আন্তর্জাতিক মারপ্যাঁচ চলছে বলে বিবিসির এক প্রতিবেদনে ইঙ্গিত করেছে। করোনা ভাইরাস প্রতিরোধে এবং পরিস্থিতি স্থিতিশীলকরণে বিশ্বমানবতার ঐক্যবদ্ধ জেগে ওঠা এখন সময়ের দাবি।

রহিম আব্দুর রহিম, শিক্ষক, কলামিস্ট, নাট্যকার ও শিশু সাহিত্যিক। ইমেইল: [email protected]

মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। sylhettoday24.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে sylhettoday24.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।

আপনার মন্তব্য

লেখক তালিকা অঞ্জন আচার্য অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী ৪৮ অসীম চক্রবর্তী আজম খান ১১ আজমিনা আফরিন তোড়া ১০ আনোয়ারুল হক হেলাল আফসানা বেগম আবদুল গাফফার চৌধুরী আবু এম ইউসুফ আবু সাঈদ আহমেদ আব্দুল করিম কিম ৩২ আব্দুল্লাহ আল নোমান আব্দুল্লাহ হারুন জুয়েল ১০ আমিনা আইরিন আরশাদ খান আরিফ জেবতিক ১৭ আরিফ রহমান ১৬ আরিফুর রহমান আলমগীর নিষাদ আলমগীর শাহরিয়ার ৫৪ আশরাফ মাহমুদ আশিক শাওন ইনাম আহমদ চৌধুরী ইমতিয়াজ মাহমুদ ৭১ ইয়ামেন এম হক এ এইচ এম খায়রুজ্জামান লিটন একুশ তাপাদার এখলাসুর রহমান ৩৭ এনামুল হক এনাম ৪২ এমদাদুল হক তুহিন ১৯ এস এম নাদিম মাহমুদ ৩৩ ওমর ফারুক লুক্স কবির য়াহমদ ৬৩ কাজল দাস ১০ কাজী মাহবুব হাসান কেশব কুমার অধিকারী খুরশীদ শাম্মী ১৭ গোঁসাই পাহ্‌লভী ১৪ চিররঞ্জন সরকার ৩৫ জফির সেতু জহিরুল হক বাপি ৪৪ জহিরুল হক মজুমদার জাকিয়া সুলতানা মুক্তা জান্নাতুল মাওয়া জাহিদ নেওয়াজ খান জুনাইদ আহমেদ পলক জুয়েল রাজ ১০২ ড. এ. কে. আব্দুল মোমেন ১২ ড. কাবেরী গায়েন ২৩ ড. শাখাওয়াৎ নয়ন ড. শামীম আহমেদ ৪১ ডা. আতিকুজ্জামান ফিলিপ ২০ ডা. সাঈদ এনাম ডোরা প্রেন্টিস তপু সৌমেন তসলিমা নাসরিন তানবীরা তালুকদার তোফায়েল আহমেদ ৩১ দিব্যেন্দু দ্বীপ দেব দুলাল গুহ দেব প্রসাদ দেবু দেবজ্যোতি দেবু ২৭ নাজমুল হাসান ২৪ নিখিল নীল পাপলু বাঙ্গালী পুলক ঘটক প্রফেসর ড. মো. আতী উল্লাহ ফকির ইলিয়াস ২৪ ফজলুল বারী ৬২ ফড়িং ক্যামেলিয়া ফরিদ আহমেদ ৪২ ফারজানা কবীর খান স্নিগ্ধা বদরুল আলম বন্যা আহমেদ বিজন সরকার বিপ্লব কর্মকার ব্যারিস্টার জাকির হোসেন ব্যারিস্টার তুরিন আফরোজ ১৮ ভায়লেট হালদার মারজিয়া প্রভা মাসকাওয়াথ আহসান ১৯০ মাসুদ পারভেজ মাহমুদুল হক মুন্সী মিলন ফারাবী মুনীর উদ্দীন শামীম ১০ মুহম্মদ জাফর ইকবাল ১৫৩ মো. মাহমুদুর রহমান মো. সাখাওয়াত হোসেন মোছাদ্দিক উজ্জ্বল মোনাজ হক ১৪ রণেশ মৈত্র ১৮৩ রতন কুমার সমাদ্দার রহিম আব্দুর রহিম ৫৫ রাজু আহমেদ ১৬ রাজেশ পাল ২৮ রুমী আহমেদ রেজা ঘটক ৩৮ লীনা পারভীন শওগাত আলী সাগর শাওন মাহমুদ