আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

Advertise

ইরানের নারীদের পাশে দাঁড়ানো দরকার

ইমতিয়াজ মাহমুদ  

ইরানের নারীদের বিক্ষোভ আজ নবম দিনে গড়িয়েছে। নারীদের পাশাপাশি ইরানের মৌলবাদ বিরোধী স্বাধীনতাকামী পুরুষরাও আন্দোলনে যোগ দিয়েছে। ইতোমধ্যে কতজনের মৃত্যু হয়েছে তার সংখ্যা সুস্পষ্ট কেউ জানে না, সংখ্যাটা সম্ভবত পঞ্চাশ ছাড়িয়ে গেছে।

একদিকে মিছিলে মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে আরেকদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি আরও কঠোর পদক্ষেপের হুমকি দিয়ে যাচ্ছে। অনেকেই আশঙ্কা করছেন ইরানের ইসলামপন্থী সরকার এর আগের আন্দোলনগুলো যেভাবে শক্ত হাতে মানুষের রক্তের বন্যায় দমন করেছে, এবারও তাই করতে যাচ্ছে। ইব্রাহিম রইসি ইতোমধ্যে বলেছে, এবারের সিদ্ধান্ত হবে একটা চূড়ান্ত (decisive) সিদ্ধান্ত।

পৃথিবীব্যাপী নারীর অধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষের মানুষ নেহায়েত কম নয়। সবখানে ওরা হয়তো সংখ্যাগুরু নয়, আমাদের দেশেও এই পক্ষের মানুষেরা সংখ্যাগরিষ্ঠ নয়। কিন্তু মনে রাখবেন, প্রগতির পক্ষের সক্রিয় মানুষ কোন দেশেই খুব বেশি হয় না। অগ্রবাহিনী সবসময়ই ছোট হয়। কিন্তু ইতিহাস সাক্ষী, এই অগ্রবাহিনীই যদি সঠিক আহ্বান নিয়ে মাঠে নামে তাইলে ওদের কাফেলায় যুক্ত হয় কোটি জনতা।

ইরানের রাজপথে যারা আছেন, কেবল রাজপথের মানুষ গুনলে হয়তো সংখ্যায় খুব বেশি হবে না। বরং দালালদের যে মিছিলটি হয়েছে গতকাল পুলিশ প্রহরায় তেহরানে, সেটা ছিল বিশাল। কিন্তু রাজপথে থাকা নারীরা স্পর্শ করেছে ইরানের কোটি নারীর হৃদয়ের তন্ত্রী। ফলে ইরানের মানুষ তো বটেই, সারা পৃথিবীর মানুষই ওদের সাথে কুচকাওয়াজে আগ্রহী।

পৃথিবীব্যাপী মানুষের কথা বলছি তার কারণ হচ্ছে ইরানের নারীদের সাথে সারা দুনিয়ার নারীরা যদি পাশে না দাঁড়ায় তাইলে ইরানের ধর্মান্ধ মৌলবাদী স্বৈরাচারী শাসকেরা ইরানের নারীদের আন্দোলনকে কঠিন হাতে দমন করতে মতেই দ্বিধা করবে না। স্বৈরাচারী মোল্লাতন্ত্রকে জানানো দরকার যে ইরানের নারীরা একা নয়, ওদের পাশে ইস্পাতদৃঢ় ঐক্যে দাঁড়িয়েছে বিশ্বব্যাপী আরও অনেক নারী ও পুরুষ। আর ইরানের মোল্লাতন্ত্রই কেবল নয়, সারা দুনিয়ার সকল ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকে জানিয়ে দেওয়া দরকার যে পৃথিবীব্যাপী সর্বত্রই নারীরা সকলে ঐক্যবদ্ধ পোশাকের নামে নারীর জীবন নিয়ন্ত্রণ করার নষ্ট প্রচেষ্টার বিরুদ্ধে। জানানো দরকার যে নারীর উপর এইসব অন্যায় মাস্তানি আধুনিক পৃথিবী মেনে নেবে না।

পৃথিবীর নানা দেশের নারীরা ইতোমধ্যে নানা কর্মসূচির মাধ্যমে ইরানের নারীদের সাথে সংহতি জানিয়েছে, মোল্লাতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে সবাই। আমি মনে করি আমাদের দেশের নারীদেরও ইরানের নারীদের সাথে সংহতি জানিয়ে কিছু কর্মসূচি হাতে নেওয়া প্রয়োজন। ব্যক্তিগতভাবে সংহতি জানানো আবার সকলে মিলে সংহতি জানানো, দুইটাই দরকার।

ইমতিয়াজ মাহমুদ, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ইমেইল: [email protected]

মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। sylhettoday24.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে sylhettoday24.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।

আপনার মন্তব্য

লেখক তালিকা অঞ্জন আচার্য অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী ৪৮ অধ্যাপক ডা. শেখ মো. নাজমুল হাসান ২৭ অসীম চক্রবর্তী আজম খান ১১ আজমিনা আফরিন তোড়া ১০ আনোয়ারুল হক হেলাল আফসানা বেগম আবদুল গাফফার চৌধুরী আবু এম ইউসুফ আবু সাঈদ আহমেদ আব্দুল করিম কিম ৩২ আব্দুল্লাহ আল নোমান আব্দুল্লাহ হারুন জুয়েল ১০ আমিনা আইরিন আরশাদ খান আরিফ জেবতিক ১৮ আরিফ রহমান ১৬ আরিফুর রহমান আলমগীর নিষাদ আলমগীর শাহরিয়ার ৫৪ আশরাফ মাহমুদ আশিক শাওন ইনাম আহমদ চৌধুরী ইমতিয়াজ মাহমুদ ৭১ ইয়ামেন এম হক এ এইচ এম খায়রুজ্জামান লিটন একুশ তাপাদার এখলাসুর রহমান ৩৭ এমদাদুল হক তুহিন ১৯ এস এম নাদিম মাহমুদ ৩৫ ওমর ফারুক লুক্স কবির য়াহমদ ৬৪ কাজল দাস ১০ কাজী মাহবুব হাসান কেশব কুমার অধিকারী খুরশীদ শাম্মী ১৮ গোঁসাই পাহ্‌লভী ১৪ চিররঞ্জন সরকার ৩৫ জফির সেতু জহিরুল হক বাপি ৪৪ জহিরুল হক মজুমদার জাকিয়া সুলতানা মুক্তা জান্নাতুল মাওয়া জাহিদ নেওয়াজ খান জুনাইদ আহমেদ পলক জুয়েল রাজ ১১০ ড. এ. কে. আব্দুল মোমেন ১২ ড. কাবেরী গায়েন ২৩ ড. শাখাওয়াৎ নয়ন ড. শামীম আহমেদ ৪৪ ডা. আতিকুজ্জামান ফিলিপ ২০ ডা. সাঈদ এনাম ডোরা প্রেন্টিস তপু সৌমেন তসলিমা নাসরিন তানবীরা তালুকদার তোফায়েল আহমেদ ৩২ দিব্যেন্দু দ্বীপ দেব দুলাল গুহ দেব প্রসাদ দেবু দেবজ্যোতি দেবু ২৭ নিখিল নীল পাপলু বাঙ্গালী পুলক ঘটক প্রফেসর ড. মো. আতী উল্লাহ ফকির ইলিয়াস ২৪ ফজলুল বারী ৬২ ফড়িং ক্যামেলিয়া ফরিদ আহমেদ ৪৩ ফারজানা কবীর খান স্নিগ্ধা বদরুল আলম বন্যা আহমেদ বিজন সরকার বিপ্লব কর্মকার ব্যারিস্টার জাকির হোসেন ব্যারিস্টার তুরিন আফরোজ ১৮ ভায়লেট হালদার মারজিয়া প্রভা মাসকাওয়াথ আহসান ১৯৩ মাসুদ পারভেজ মাহমুদুল হক মুন্সী মিলন ফারাবী মুনীর উদ্দীন শামীম ১০ মুহম্মদ জাফর ইকবাল ১৫৩ মো. মাহমুদুর রহমান মো. সাখাওয়াত হোসেন মোছাদ্দিক উজ্জ্বল মোনাজ হক ১৪ রণেশ মৈত্র ১৮৩ রতন কুমার সমাদ্দার রহিম আব্দুর রহিম ৫৫ রাজু আহমেদ ২৫ রুমী আহমেদ রেজা ঘটক ৩৮ লীনা পারভীন শওগাত আলী সাগর শাওন মাহমুদ শাখাওয়াত লিটন শাবলু শাহাবউদ্দিন