আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

Advertise

এ লড়াই কঠিন লড়াই, এ লড়াই জিততে হবে

রণেশ মৈত্র  

সেপ্টেম্বর, ২০১৯ থেকে বাংলাদেশে এক লড়াই শুরু হয়েছে। যেন একটা যুদ্ধ। এর শুরু করেছেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যক্তিগতভাবে আমি তাঁকে বহু পদক্ষেপের কঠোর সমালোচক (অবশ্য সেগুলি গঠনমূলক) হলেও, তাঁর কয়েকটি গণমুখী কাজের প্রশংসা করে থাকি এবং তা কয়েক দফায় লিখে প্রকাশও করেছি নানা সংবাদপত্রে। সে কাজগুলির মধ্যে রয়েছে বঙ্গবন্ধু হত্যার বিচার এবং দ্রুততার সাথে আদালত প্রদত্ত রায়গুলির বাস্তবায়ন, যুদ্ধাপরাধীদের বিচার ও তাদের শাস্তিও দ্রুত বাস্তবায়ন, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি (তবে তা অনেক কম খরচে করার সুযোগ রয়েছে বলে বিশেষজ্ঞরা বলেন-সুতরাং বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমানো উচিত), নিজস্ব অর্থায়নে বিশাল পদ্মা সেতুর যথাসম্ভব দ্রুত নির্মাণ প্রভৃতি। তেমনই দৃঢ়তার সাথে প্রত্যাশা করি তাঁর শুরু করা দুর্নীতির বিরুদ্ধে লড়াই-যা মোটামুটি এখনও চলছে এবং তা অব্যাহতভাবে চলবে।

বহুবার বিভিন্ন সরকারকে দুর্নীতি বিরোধী অভিযান শুরু করতে দেখেছি বটে তবে তার শিকার হয়েছেন শুধুমাত্র বিরোধী দলীয় নেতা-কর্মীরা। সরকার দলীয় নেতারা কদাপি ঐ অভিযানগুলির জালে আটকা পড়েন নি। এবারেই প্রথম তার ব্যতিক্রম ঘটলো এবং বাংলাদেশের রাজনীতির অঙ্গনে এবং দুর্নীতি বিরোধী অভিযান শুরু নিজের ঘর থেকেই দুর্নীতি বিরোধী অভিযান শুর করার দৃষ্টান্ত স্থাপন করা হলো। আশা করি শেষ পর্যন্ত এবং দলীয় পরিচয় নির্বিশেষে সকল দুর্নীতিবাজকেই ঐ জালে আটকানো সম্ভব হবে।

ছাত্রলীগ-যুবলীগ নেতাদের একটি বড় অংশের দুর্নীতি অকল্পনীয় এবং তারা আজ বেপরোয়া। একটানা এগার বছরের দলীয় শাসনের সুযোগে অন্যায়, অবৈধ সুযোগ গ্রহণ তারা একাট্টা। এ অভিযান ঠেকাতে তারা বহুদূর পর্যন্ত যেতে পারে। জামায়াতের নেতার বাড়িতে গিয়ে পালাতেও তাদের লজ্জাবোধ নেই এটাও প্রমাণ হলো। এর পরেও তারা মুখে জয়বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান তোলে শুধু মাত্র দল ও মানুষকে বিভ্রান্ত করে আপন ফায়দা লোটার উদ্দেশ্যে এবং তাতে তারা সফলও হয়েছে। এবারে এদের বিষদাঁত ভাঙা প্রয়োজন এবং বিশ্বাস করতে চাই এ প্রতারকদের বিষদাঁত ক্ষমাহীনভাবে এবারে ভেঙে দেওয়া হবে।

শুধু ছাত্রলীগ-যুবলীগ নয়। অনুরূপ কাজে লিপ্ত বহু সংখ্যক আওয়ামী লীগ ও চৌদ্দদলীয় নেতা ও বিরোধী মহলেও তাদের অস্তিত্ব যথেষ্ট সংখ্যক আছে। নইলে এই যুবলীগের বা ছাত্রলীগের নেতারা এত বড় সাহস পেলেন কোত্থেকে? বেশ কিছু মন্ত্রী, সাবেক মন্ত্রী, এম.পি ও ছোট-বড় আমলা এই একই কাজে জড়িত। এরা অত্যন্ত ধুরন্ধর তাই সকল সম্ভাব্য পথে এদের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের ঘটনাগুলো বের করতে হবে এবং যথোপযুক্ত শাস্তির বিধান করতে হবে।

এরা বহুদূর যেতে পারে বহু চক্রান্তও করতে পারে। যদি দেখে তাদের স্বার্থ, তাদের অবৈধ পন্থায় উপার্জিত কাঁড়ি কাঁড়ি টাকা হারাতে বসেছে, যদি দেখে দীর্ঘ মেয়াদি সাজা নিশ্চিতভাবেই পেতে চলেছে তবে নিজেদের স্বার্থ রক্ষার জন্য তারা এক বা একাধিক সিন্ডিকেট গঠন করে প্রধানমন্ত্রীকে সজোরে আঘাত হানবে এবং এমন কি সরকার উৎখাতের অপচেষ্টাতেও মেতে উঠতে পারে।

এই চিহ্নিত গণদুশমনদের অসাধ্য কোন কিছুই নেই। দীর্ঘদিনের লালিত এই সুখের পায়রারা যুব ও ছাত্র সমাজের স্বার্থরক্ষার কোন কাজ করে নি। দিবারাত্র মদ, জুয়ায় গা ভাসিয়ে দিয়ে সম্পদ বৃদ্ধি ও জৈবিক ক্ষুধা মিটিয়েছে। তাই অস্তিত্ব রক্ষায় এরা অত্যন্ত বেপরোয়া হয়ে ওঠার আশংকা কিন্তু অমূলক নয়।

বঙ্গবন্ধুর ভুল থেকেও শিক্ষা নেওয়া প্রয়োজন। যখন তিনি যুদ্ধের ধ্বংসলীলা অপসারণ করে বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিতে উদ্যোগী হন এবং দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচনে প্রবৃত্ত হন তখনই ঘরশত্রু বিশ্বাসঘাতক খোন্দকার মোশতাক দেশি-বিদেশি শত্রুরা একজোটে বঙ্গবন্ধুর মত অবিস্মরণীয় ও শক্তিশালী, জনপ্রিয় নেতার নেতৃত্বে গঠিত সরকারকে উৎখাতই করে নি বঙ্গবন্ধুকেও সপরিবারে হত্যা করতে পিছুপা হয় নি। বঙ্গবন্ধুর অকৃত্রিম ভক্ত এবং মুক্তিযুদ্ধের সফল নায়ক, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদকে অপসারণ করায় ঐ ষড়যন্ত্রকারীদের বাড়তি সুবিধা হয়েছিল।

প্রধানমন্ত্রীর আশে পাশেও তেমন ঘরের শত্রু বিভীষণদের অস্তিত্ব থাকতে পারে স্তাবকতায় তারা নোবেল পাওয়ার যোগ্যতা রাখে। এমনতর স্তাবকের তো অভাব নেই। তারা অসংখ্য-অগুনতি। তাই তাদের দ্রুতই চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার। এই আশ পাশের লোকেরা বলতে আমি রাজনীতিক, আমলা, ব্যবসায়ীসহ সকল স্তরের কাছের মানুষকেই বুঝাতে চাইছি।

সামনে কৃষকলীগ, যুবলীগ, শ্রমিকলীগ প্রভৃতির কাউন্সিল অধিবেশন। হঠাৎ করে এই সংগঠনগুলোর কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশন ডাকায় এ সংগঠনগুলির ভাল সংখ্যক নেতা-নেত্রীর মনেই আতংক বিরাজ করছে। বড় বড় পদের জন্য রীতিমত লবিংও শুরু হয়েছে। আবার কোন কোন নেতা পদায়ন বাণিজ্যের কথাও ভাবছেন না তা নয়। কারণ যে সকল কেন্দ্রীয় কমিটি গঠিত হবে তার সভাপতি-সম্পাদক থেকে শুরু করে সবগুলিই প্রধানমন্ত্রীর সম্মতিতে বা তাঁর পছন্দমত হবে তা স্বাভাবিক নয়। কারণ অত সময় তাঁর নেই। তাই এ ব্যাপারে যাঁদের উপর তাঁকে নির্ভর করতে হয় বা হবে তাঁরা কেউ কেউ হয়তো অতীতের মতই প্রাপ্তি যোগের আশায় মশগুল। কাজেই প্রত্যাশা এমনটি যাতে না ঘটে, স্তাবকেরা যেন প্রাধান্য না পায় সেদিকে লক্ষ্য রেখে সৎ, নিষ্ঠাবান, সচ্চরিত্র সম্পন্ন একটি নেতৃত্ব গড়ে উঠুক সম্মেলনগুলি মাধ্যমে।

আর কড়াকড়ি ভাবে দেখা প্রয়োজন, এই সব সংগঠনের কেউ যেন ঠিকাদারি করার সুযোগ না পান। পেলে কাঁচা টাকার লোভে পড়ে আবার তাঁরা অনেকেই নীতিবোধ বিসর্জন দিয়ে সরকারি ব্যয় অযৌক্তিকভাবে বাড়াতে থাকবে। এর অনেক উদাহরণও আছে যা প্রধানমন্ত্রীরও জানা।

বিস্ময়কর লাগে না কি যখনগুলি বাংলাদেশে নির্মাণ ব্যয় পৃথিবীর সব চাইতে বেশি। কী করে তা সম্ভব হাজারবার ভেবেও তা বুঝে ওঠা যায় না। কারণ বেকারত্ব বেশি থাকায় বাংলাদেশে শ্রমিকের মজুরি আজও সর্বাপেক্ষা কম, নির্মাণ সামগ্রীর মূল্যও তাই। তা হলে কেন পৃথিবীর সর্বোচ্চ নির্মাণ ব্যয় বাংলাদেশের হবে? এটা স্রেফ দুর্নীতি-জোচ্চুরির কারণে ঘটছে। নির্মাণ ব্যয় ঠিকমত হলে এতদিনে শুধু পদ্মা সেতু নয়, দ্বিতীয় যমুনা সেতু, হাইওয়ে সম্প্রসারণের মত শত শত উচ্চমান সম্পন্ন রেলের বগি বা আমদানি করে বিপুল উন্নয়ন কাজ সমাধা করা সম্ভব হতো। আর তা না হওয়াতে দেশের উন্নয়ন কর্মকাণ্ড উপযুক্ত মাত্রায় ঘটতে পারছে না। ক্ষতি হচ্ছে দেশের ও জনগণের । কিন্তু মুষ্টিমেয় কিছু নেতা বা তজ্জাতীয় ব্যক্তি আঙুল ফুলে কলাগাছ হচ্ছে। রাজসিক দালান-কোঠা, গাড়িঘোড়া এবং অকল্পনীয় ব্যাংক ব্যাল্যান্সের মালিক হয়ে ধরাকে সরা জ্ঞান করছেন।

এবারে তাই সাপের লেজে পা দেওয়া হয়েছে। স্বাভাবিক যে দেশে কিলবিল করা এই সাপগুলো ফণা তুলবে। কিন্তু তা যেন কোন ক্রমেই না করতে পারে ছোবল না মারতে পারে তার নিশ্চয়তা বিধানে সাপগুলিকে মেরে ফেলতে হবে। নইলে ফণা তুলে রক্তে বিষ ঢুকানোর মত ছোবল মারতে ওরা দ্বিধা করবে না। নির্মম হলেও ইতিহাস তেমন কথাই বলে।

আমরা জাতীয় পার্টি ও বিএনপির দুর্নীতি দেখেছি। দেখেছি তখন দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হিসেবে চিহ্নিত করতে। তখনকার দুর্নীতির হোতারা আজও কেন যে ধরা ছোয়ায় বাইরে তা বুঝে ওঠা দুষ্কর। তবে এমন তথ্য বোধ হয় দুর্লভ নয় যে বিরোধী দলীয় কুখ্যাত ঐ দুর্নীতিবাজদের অনেকে সরকারি দলের কারও কারও সাথে প্রকাশ্যে দিব্যি ব্যবসা বাণিজ্য করে দেশে বিদেশে বাড়ি-গাড়ির মালিক বনে যাচ্ছে।

ভাবনায় আসে ১৯৪৭ মুসলিম লীগ অনেক লোকেই কাছে তেকে দেখার সুযোগ পেয়েছে। তাঁদের মধ্যে বেশ একটা অংশ দুর্নীতিবাজ ছিল সন্দেহ নেই। কিন্তু আজকের দুর্নীতিবাজদের সাথে তাদের তুলনা করলে দেখা যাবে তারা নস্যি। এ কথা বললে, ভাবতে লিখতেও লজ্জা লাগে কারণ পাকিস্তানের মত ইংরেজদের সাথে আপোষ করে স্বাধীন হয় নি বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতা কারও দয়ায় দান নয়। রীতিমত দীর্ঘ ২৩ বছর ধরে ধারাবাহিকভাবে নিয়মতান্ত্রিক গণআন্দোলন এবং নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ করে ত্রিশ লক্ষ প্রাণ ও চার লক্ষাধিক নারীর সম্ভ্রম, লাখোকোটি বাড়িঘর ব্যবসাস্থল প্রভৃতি হারানোর বিনিময়ে এই দেশের স্বাধীনতা অর্জন।

এখানে দুর্নীতি, সাম্প্রদায়িকতার স্থান কিছুতেই হতে পারে না। তবে যে কোন মূল্যে রুখতে হবে নইলে আমাদের কষ্টার্জিত স্বাধীনতা আমরা রক্ষা রুখতে কিছুতেই পারব না।

ব্যাংক লুঠকারীরাও দেশের বড় জন্য আজও এদের গায়ে কাঁটার আঁচড় লাগে নি। উল্টো আরও ঋণ খেলাপিদেরকে নানাবিধ নতুন সুযোগ দিয়ে যৎসামান্য ঋণ পরিশোধের বিনিময়ে বিশাল অংশের নতুন লোন পাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এর পেছনে যারাই থাকুন তাঁদেরকেও এই সরকার বা জনগণের শত্রু হিসেবেই চিহ্নিত করতে হবে। যে সকল ব্যাংক মালিক, ব্যাংক কর্মকর্তা বা হিসাবধারী এ জাতীয় লুণ্ঠনকারীরা নিজ নিজ স্বার্থে বাংলাদেশের অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থাপনা ধ্বংস করে দিচ্ছে। এখানেও আঘাত হানা অত্যন্ত জরুরি।

আসলে এ সকল পরিস্থিতি মিলিয়ে আমাদের দেশের রাজনীতি তার গৌরব হারিয়েছে। প্রায় শতভাগ মানুষের বিবেচনাতেই রাজনীতি একটি ব্যবসা হিসেবে প্রতিপন্ন হয়েছে। এ থেকে রাজনীতিকে উদ্ধার করে রাজনীতিতে মানুষের স্বেচ্ছামূলক উপস্থিতি নিশ্চিত করতে চলমান এই অভিযান এক বিশাল ভূমিকা রাখতে পারে আর তার জন্য নিম্নোক্ত পদক্ষেপগুলি অত্যন্ত জরুরি-

এক. অংশগ্রহণমূলক সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে স্বাধীন নিরপেক্ষ এবং শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা;
দুই. নির্বাচনে সৎ, যোগ্য, দেশপ্রেমিকদেরকে অসাম্প্রদায়িক রাজনীতিকদেরকে (ব্যবসায়ীদেরকে নয়) মনোনয়ন দেওয়:
তিন. নির্বাচনকে টাকা, ও অস্ত্রের খেলার হাত থেকে উদ্ধার করা এবং
চার. রাজনীতি ও নির্বাচনে ধর্মের ব্যবহার সম্পূর্ণ বে-আইনি ঘোষণা করা।

এ চ্যালেঞ্জ নিঃসন্দেহে কঠিন রীতিমত কঠিন এক লড়াই, এ লড়াই কিন্তু জিততে হবে।

রণেশ মৈত্র, লেখক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক; মুক্তিযুদ্ধের সংগঠক। ইমেইল : [email protected]

মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। sylhettoday24.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে sylhettoday24.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।

আপনার মন্তব্য

লেখক তালিকা অঞ্জন আচার্য অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী ৪৮ অসীম চক্রবর্তী আজম খান ১১ আজমিনা আফরিন তোড়া ১০ আনোয়ারুল হক হেলাল আফসানা বেগম আবদুল গাফফার চৌধুরী আবু এম ইউসুফ আবু সাঈদ আহমেদ আব্দুল করিম কিম ৩২ আব্দুল্লাহ আল নোমান আব্দুল্লাহ হারুন জুয়েল ১০ আমিনা আইরিন আরশাদ খান আরিফ জেবতিক ১৭ আরিফ রহমান ১৬ আরিফুর রহমান আলমগীর নিষাদ আলমগীর শাহরিয়ার ৫৪ আশরাফ মাহমুদ আশিক শাওন ইনাম আহমদ চৌধুরী ইমতিয়াজ মাহমুদ ৭১ ইয়ামেন এম হক এ এইচ এম খায়রুজ্জামান লিটন একুশ তাপাদার এখলাসুর রহমান ৩৭ এনামুল হক এনাম ৪২ এমদাদুল হক তুহিন ১৯ এস এম নাদিম মাহমুদ ৩৩ ওমর ফারুক লুক্স কবির য়াহমদ ৬৩ কাজল দাস ১০ কাজী মাহবুব হাসান কেশব কুমার অধিকারী খুরশীদ শাম্মী ১৭ গোঁসাই পাহ্‌লভী ১৪ চিররঞ্জন সরকার ৩৫ জফির সেতু জহিরুল হক বাপি ৪৪ জহিরুল হক মজুমদার জাকিয়া সুলতানা মুক্তা জান্নাতুল মাওয়া জাহিদ নেওয়াজ খান জুনাইদ আহমেদ পলক জুয়েল রাজ ১০২ ড. এ. কে. আব্দুল মোমেন ১২ ড. কাবেরী গায়েন ২৩ ড. শাখাওয়াৎ নয়ন ড. শামীম আহমেদ ৪১ ডা. আতিকুজ্জামান ফিলিপ ২০ ডা. সাঈদ এনাম ডোরা প্রেন্টিস তপু সৌমেন তসলিমা নাসরিন তানবীরা তালুকদার তোফায়েল আহমেদ ৩১ দিব্যেন্দু দ্বীপ দেব দুলাল গুহ দেব প্রসাদ দেবু দেবজ্যোতি দেবু ২৭ নাজমুল হাসান ২৪ নিখিল নীল পাপলু বাঙ্গালী পুলক ঘটক প্রফেসর ড. মো. আতী উল্লাহ ফকির ইলিয়াস ২৪ ফজলুল বারী ৬২ ফড়িং ক্যামেলিয়া ফরিদ আহমেদ ৪২ ফারজানা কবীর খান স্নিগ্ধা বদরুল আলম বন্যা আহমেদ বিজন সরকার বিপ্লব কর্মকার ব্যারিস্টার জাকির হোসেন ব্যারিস্টার তুরিন আফরোজ ১৮ ভায়লেট হালদার মারজিয়া প্রভা মাসকাওয়াথ আহসান ১৯০ মাসুদ পারভেজ মাহমুদুল হক মুন্সী মিলন ফারাবী মুনীর উদ্দীন শামীম ১০ মুহম্মদ জাফর ইকবাল ১৫৩ মো. মাহমুদুর রহমান মো. সাখাওয়াত হোসেন মোছাদ্দিক উজ্জ্বল মোনাজ হক ১৪ রণেশ মৈত্র ১৮৩ রতন কুমার সমাদ্দার রহিম আব্দুর রহিম ৫৫ রাজু আহমেদ ১৬ রাজেশ পাল ২৮ রুমী আহমেদ রেজা ঘটক ৩৮ লীনা পারভীন শওগাত আলী সাগর শাওন মাহমুদ