প্রধান সম্পাদক : কবির য়াহমদ
সহকারী সম্পাদক : নন্দলাল গোপ
টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Advertise
আরিফ রহমান | ২৮ ফেব্রুয়ারী, ২০১৭
২০১৬ সালের জুন মাসের এক তারিখে ভারতে ভর্তুকির আওতার বাইরের সিলিন্ডার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২১ রুপী বাড়িয়ে ৫৪৮.৫০ রুপী করা হয় (বর্তমান বাংলাদেশী টাকায় ৫৫৪.৬৭/-), ভর্তুকি সহকারে ভারতে এক সিলিন্ডার গ্যাসের দাম ৪১৯.১৮ রুপী (বর্তমান বাংলাদেশী টাকায় ৫০০.৩২ টাকা)।
বাংলাদেশের বাজারে একই সাইজের এক সিলিন্ডার গ্যাসের দাম ১২০০-১৪০০ টাকা। অর্থাৎ ভারতের চাইতে আড়াই গুণেরও বেশি।
এবারে আসি লাইনের গ্যাসে। সম্প্রতি দুই ধাপে গ্যাসের দাম বাড়ছে ২২.৭%। আগে যেটা ছিল মোটের ওপর ৬০০-৬৫০ টাকা এখন কয়েক মাসেই সেটা হয়ে যাবে ৯০০-৯৫০ টাকা।
লক্ষ্য করুন, দাম বাড়ার আগেও আমাদের গ্যাসের যে মূল্য ছিল সেটাই ভারতের সিলিন্ডার গ্যাসের চাইতে ১০০ থেকে ১৫০ টাকা বেশি। অথচ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন- “গ্যাসের দাম আগে কম ছিল বলে এখন বাড়ানো হয়েছে”।
উপরের তথ্যাবলি প্রমাণ করে শুধু মাত্র পাশের দেশের সাথে তুলনা করলেই দেখা যায় গ্যাসের দাম আগে মোটেও কম ছিল না। ভারতের সিলিন্ডারে বিক্রি করা গ্যাসের যে মূল্য আমাদের লাইনের গ্যাসের মূল্য তার চাইতেও ১০০ থেকে ১৫০ টাকা বেশি ছিল। এবং এখন সেটা বাড়িয়ে দেয়া হয়েছে যেটা একেবারেই অগ্রহণযোগ্য। আর আমাদের সিলিন্ডার গ্যাসের দাম ভারতের সমান সাইজের সিলিন্ডারের দামে প্রায় ২৫০% বেশি।
অর্থাৎ এটাই প্রতীয়মান অর্থমন্ত্রী ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন, অথবা তিনি আশেপাশের দেশগুলোর মূল্যতালিকা না জেনে এমন মন্তব্য করেছেন। দুটোই অগ্রহণযোগ্য। কারণ গ্যাসের মূল্য বৃদ্ধি কিন্তু শুধু গ্যাসের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না, বাড়বে নিত্যপ্রয়োজনীয় সবকটি পণ্যের দাম।
গ্যাসের মূল্যবৃদ্ধির এই পুরো পায়তারাটা হচ্ছে এলপি গ্যাস বিক্রেতাদের স্বার্থে। এমনকি একটি গ্যাস কোম্পানিও লসের ভেতরে নাই। এই সময়ে গ্যাসের মূল্য বৃদ্ধি একেবারেই অযৌক্তিক।
সরকার যদি প্রকৃতই সমন্বয় করার কথা ভাবতো তাহলে সিলিন্ডারের দাম কমানোর পদক্ষেপ গ্রহণ করতো।
এই মূল্য বৃদ্ধি একেবারেই সাদা চোখে জনগণের সাথে প্রতারণা করা।
তথ্যসূত্র:
১) indiatoday
২) dhakatimes24
মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। sylhettoday24.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে sylhettoday24.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।
আপনার মন্তব্য