আজ শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

Advertise

অপ্রস্তুত ভালোবাসা...

বদরুল আলম  

প্রিয় কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ অপ্রস্তুত ছিলেন কিনা জানিনা। কিন্তু আমি (অপ্রস্তুত অথবা কিছুটা-প্রস্তুত )।

কবি এ রকম জিজ্ঞেস করেছিলেন,
হে আমার বিষণ্ণ সুন্দর
দুচোখে ভাঙ্গন নিয়ে কেন এই রুক্ষ দুঃসময়ে এলে
কেন সমস্ত আরতি শেষে আজ এলে শূন্য দুখানি হাত!
কেন এলে, হে বিষণ্ণ সুন্দর, তুমি কেন এলে?

বড় বিস্ময় লাগে হেরি তোমারে (কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর )। আসলে বড় বিস্ময় হই, বড় অবাক হই। তোমাদের (এ যুগের মেয়েদের) কথা ভেবে।

অতি সম্প্রতি একটি বিয়েতে উপস্থিত ছিলাম, ঝাঁকজমকপূর্ণ কনভেনশন সেন্টার, মানুষের সরব উপস্থিতি, চমৎকার সাজে বর ও কনে; কিন্তু মানসিক শান্তি আর উল্লাসের ঘাটতি দেখেছি প্রচুর। কেন এমন? আনন্দ নেই, উল্লাস নেই।

একটু বুঝিয়ে বলি, সুন্দরী মেয়েটির একটি প্রতিষ্ঠিত ছেলের সাথে বিয়ের ইচ্ছা করেছিলেন, মা-বাবা। যেমন ইচ্ছে তেমন হল। প্রতিষ্ঠিত ছেলের সাথে বিয়ে প্রায় পাকাপোক্ত। বেশ! কিন্তু তারপর কী হল? মেয়েটি মা-বাবা নয়, নিজেকেই প্রাধান্য দেয় অর্থাৎ নিজের পছন্দের প্রেমিককে বেছে নেয়। যাকে আধুনিক বাংলায় বলে "লাভ মেরিজ"। হায় প্রেম, হায় প্রেমিক, হায় প্রেমিকা, হায় মানুষ!। প্রেম আছে, আনন্দ নেই। উল্লাস আছে, শান্তি নেই। অপ্রস্তুত ভালোবাসা।

নিষ্পাপ ভালোবাসা কেবল মায়ের কাছে পাওয়া যায় (পৃথিবীতে খাঁটি ভালোবাসা আর কোথাও নেই, পাওয়া যায়না )। মা'কে বাদ দিয়ে আসলে জীবনটা ভাবাই যায়না। মায়ের ইচ্ছাই আমাদের ইচ্ছা। মা'র ইচ্ছার বাইরে কখনো কোন কাজ করি না, করতে যাইও না। একবার মা বলেছিলেন, দেখিস খুব ভালো হবে (সেই থেকে ভালো এবং ভালোবাসা শব্দটি আমাদের)। মায়ের কথায় শতভাগ মৌন।

১৯৭১ সালে, শহীদ আজাদের মায়ের গল্প আমরা জানি। সেই মা-ই আমাদের মা। চলো, সর্বোচ্চ ভালোবাসা মায়ের জন্য বরাদ্দ রাখি। পৃথিবীর সকল মা'কে সীমাহীন শ্রদ্ধা আর ভালোবাসা।

প্রেম অথবা ভালোবাসা সংক্রান্ত বহু স্মৃতি রচিত হবে আজ। জানা-অজানা অনেক স্মৃতি, প্রেমের স্মৃতি, ভালোবাসার স্মৃতি,কান্নার স্মৃতি, স্নেহ আর শ্রদ্ধার স্মৃতি। চাইতে পারি (?), ভালোবাসার যাতে ঘাটতি না থাকে।

যদি কবি সুনীল গঙ্গোপাধ্যায় এর মতো আক্ষেপ করে বলতে হয়-
"ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয়ে প্রাণ নিয়েছি
দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়
বিশ্বসংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম তবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ
এখনো সে যে-কোনো নারী।"

ইতিবাচক প্রেম, ভালোবাসা, স্নেহ আর মায়া-মমতায় পরিপূর্ণ হোক এ সমাজ, জাতি, রাষ্ট্র এবং পৃথিবী, সারা পৃথিবী। ভালোবাসার জয় হোক।

বদরুল আলম, প্রভাষক, তাজপুর ডিগ্রি কলেজ, সিলেট; এমফিল গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়।

মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। sylhettoday24.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে sylhettoday24.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।

আপনার মন্তব্য

লেখক তালিকা অঞ্জন আচার্য অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী ৪৮ অসীম চক্রবর্তী আজম খান ১১ আজমিনা আফরিন তোড়া ১০ আনোয়ারুল হক হেলাল আফসানা বেগম আবদুল গাফফার চৌধুরী আবু এম ইউসুফ আবু সাঈদ আহমেদ আব্দুল করিম কিম ৩২ আব্দুল্লাহ আল নোমান আব্দুল্লাহ হারুন জুয়েল ১০ আমিনা আইরিন আরশাদ খান আরিফ জেবতিক ১৭ আরিফ রহমান ১৬ আরিফুর রহমান আলমগীর নিষাদ আলমগীর শাহরিয়ার ৫৪ আশরাফ মাহমুদ আশিক শাওন ইনাম আহমদ চৌধুরী ইমতিয়াজ মাহমুদ ৭১ ইয়ামেন এম হক এ এইচ এম খায়রুজ্জামান লিটন একুশ তাপাদার এখলাসুর রহমান ৩৭ এনামুল হক এনাম ৪১ এমদাদুল হক তুহিন ১৯ এস এম নাদিম মাহমুদ ৩৩ ওমর ফারুক লুক্স কবির য়াহমদ ৬৩ কাজল দাস ১০ কাজী মাহবুব হাসান কেশব কুমার অধিকারী খুরশীদ শাম্মী ১৭ গোঁসাই পাহ্‌লভী ১৪ চিররঞ্জন সরকার ৩৫ জফির সেতু জহিরুল হক বাপি ৪৪ জহিরুল হক মজুমদার জাকিয়া সুলতানা মুক্তা জান্নাতুল মাওয়া জাহিদ নেওয়াজ খান জুনাইদ আহমেদ পলক জুয়েল রাজ ১০২ ড. এ. কে. আব্দুল মোমেন ১২ ড. কাবেরী গায়েন ২৩ ড. শাখাওয়াৎ নয়ন ড. শামীম আহমেদ ৪১ ডা. আতিকুজ্জামান ফিলিপ ২০ ডা. সাঈদ এনাম ডোরা প্রেন্টিস তপু সৌমেন তসলিমা নাসরিন তানবীরা তালুকদার তোফায়েল আহমেদ ৩১ দিব্যেন্দু দ্বীপ দেব দুলাল গুহ দেব প্রসাদ দেবু দেবজ্যোতি দেবু ২৭ নাজমুল হাসান ২৪ নিখিল নীল পাপলু বাঙ্গালী পুলক ঘটক প্রফেসর ড. মো. আতী উল্লাহ ফকির ইলিয়াস ২৪ ফজলুল বারী ৬২ ফড়িং ক্যামেলিয়া ফরিদ আহমেদ ৪২ ফারজানা কবীর খান স্নিগ্ধা বদরুল আলম বন্যা আহমেদ বিজন সরকার বিপ্লব কর্মকার ব্যারিস্টার জাকির হোসেন ব্যারিস্টার তুরিন আফরোজ ১৮ ভায়লেট হালদার মারজিয়া প্রভা মাসকাওয়াথ আহসান ১৯০ মাসুদ পারভেজ মাহমুদুল হক মুন্সী মিলন ফারাবী মুনীর উদ্দীন শামীম ১০ মুহম্মদ জাফর ইকবাল ১৫৩ মো. মাহমুদুর রহমান মো. সাখাওয়াত হোসেন মোছাদ্দিক উজ্জ্বল মোনাজ হক ১৪ রণেশ মৈত্র ১৮৩ রতন কুমার সমাদ্দার রহিম আব্দুর রহিম ৫৫ রাজু আহমেদ ১৬ রাজেশ পাল ২৮ রুমী আহমেদ রেজা ঘটক ৩৮ লীনা পারভীন শওগাত আলী সাগর শাওন মাহমুদ