আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

Advertise

স্মৃতিঘেরা একাত্তর: ভীতি-আনন্দের দিনগুলি-১

রণেশ মৈত্র  

আমি মুক্তিযুদ্ধের স্মৃতির কথা বলছি। একাত্তরের নয়মাসের পাবনার কথা বলছি আনন্দ-বেদনার শ্বাসরুদ্ধকর মুহূর্তগুলির কথা বলছি। মানুষের, বাঙালি জাতির একটি অংশের, একটি ক্ষুদ্র জেলার কথা বলছি।

সারা দেশের মতই পাবনা তখন উত্তপ্ত। অন্য অনেক জেলা থেকেই পাবনা একটু বেশি উত্তপ্ত ছিল-তৎকালীন গোপন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি নামধারী সশস্ত্র নকশালপন্থীদের টার্গেট হয়ে পড়েছিল আওয়ামী লীগ-ছাত্রলীগ-পাকিস্তানের সেনাশাসকের নয়। অথচ দেশ তখন স্বাধীনতা ও গণতন্ত্রের দাবিতে টালমাটাল। তাই ন্যাপ-আওয়ামী লীগ যৌথভাবে লড়ছিল পাকিস্তানের স্বৈরাচারী শাসকগোষ্ঠী এবং নকশালপন্থী-উভয় শক্তির বিরুদ্ধে। প্রতিদিন সকাল-বিকেল পাবনা শহরে উত্তাল মিছিল বের হতো আওয়ামী লীগ-ন্যাপ-ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের। কখনও যৌথভাবে-কখনও বা পৃথকভাবে। সময়টা ছিল ১৯৭২ এর মার্চ মাস-বঙ্গবন্ধুর আহ্বানে অসহযোগ আন্দোলনের মাস। মিছিলগুলি চলতো ক্লান্তিহীন পদচারণায় বঙ্গবন্ধুর হাতে রাষ্ট্রক্ষমতা হস্তান্তরের দাবিতে।
টালমাটাল পাবনা শহর ২৫ মার্চ গভীর রাতে চুপিসারে ঢুকে পড়ে অস্ত্রপাতিসহ প্রায় ২০০শত পাকসেনা। দ্রুত তারা শহরের নানাপ্রান্তে আস্তানা গাড়লেও পাবনার প্রশাসনিক কর্তৃপক্ষ যথা ডি.সি. এবং এস.পি. সহযোগিতা না করায় ঘুমন্ত পাবনা শহরে তারা বেসরকারি মাইক এক দোকান খুলে বের করে রিকশায় তুলে কারফিউ ঘোষণার প্রচার করলো যদিও শহরবাসী তা শুনতে পান নি ঘুমিয়ে থাকার কারণে।

এত কিছুর খবর না জানায় সেই কাক ডাকা ভোরে কেউ কেউ রাস্তায় বের হলে তাদেরকে ধরে আর্মির হেডকোয়ার্টারে ওয়াপদা অফিসের একটি কক্ষে তাদেরকে আটকে রাখে-সকলেই নির্যাতনের শিকারে পরিণত হন। এ ছাড়াও তারা দখল করে নেয় পাবনার পুরাতন টেলিফোন এক্সচেঞ্জ ভবন। সেখানে এসেই তারা সকল সরকারি- বেসরকারি টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। শহরের পূর্ব দিকে একটি বিশাল মাঠে অবস্থিত শ্যালোটিউবওয়েল পাহারা কক্ষেও ঢুকে পড়ে। এভাবে নানা দিক থেকে পাবনা শহরটিকে ঘিরে ফেলে যদিও স্থানীয় জনগণ বা প্রশাসনিক কর্মকর্তা-কর্মী-পুলিশ-আনসার তাদেরকে সামান্যতম সহযোগিতাও দেন নি।

আমার ঘুম ভাঙলো ভোরে হঠাৎ বাসায় ঢুকে পাবনা জেলা স্কুলের হেড মওলানা-মওলানা কছিম উদ্দিনের ডাকে জেগে উঠে দরজা খুলতেই দেখি তার বাই-সাইকেল ঠেস দিয়ে মওলানা সাহেব দাঁড়িয়ে। তিনি ঝড়ের বেগে বললেন “শহরে মিলিটারি এসে গেছে শহরের কারফিউ। বিলম্ব না করে নিরাপদ আশ্রয়ে সপরিবারে চলে যাও” বলেই সাঁ করে সাইকেলে চড়েই দৌড়। এক পেয়ালা চা খেয়ে যেতে বললাম। জবাবে মওলানা সাহেব বললেন, “না রণেশ। কেউই মনে হয় খবরটি জানেন না। তাই ক্যাপ্টেন মনসুর সহ সকল নেতাকে খবরটি পৌঁছাতে হবে” বলেই তিনি সবেগে চলে গেলেন।

মওলানা সাহেব আওয়ামী লীগ সমর্থক কিন্তু অসাধারণ কর্তব্য পরায়ণ এবং দায়িত্ববোধ সম্পন্ন। তাই তিনি ছুটে গিয়ে সকলকে খবর পৌঁছে সম্ভবত: অনেকেরই জীবন রক্ষা করলেন।

২৫ মার্চ কাটলো সকলে এখানে সেখানে আশ্রয় নেওয়া ও প্রস্তুতি গ্রহণের কাজে। ২৬ মার্চ ছাত্রনেতারা বেরিয়ে পড়লো বাড়ি বাড়ি গিয়ে অস্ত্র সংগ্রহ করতে । কেউই অস্ত্র দিতে না করেন নি বরং সাগ্রহে দিয়ে দিয়েছেন। কিন্তু ঐ ২৬ মার্চ সন্ধ্যায় পাবনা বাজারের কাবুলিওয়ালা পাহারাদারদেরকে সঙ্গে নিয়ে নেতাদের বাড়ি বাড়ি যায়। ঐ অভিযানে তারা ধরতে সক্ষম পাবনা সদর মহকুমা আওয়ামী লীগের সভাপতি এবং পাবনা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আমিন উদ্দিনকে, ভাসানী ন্যাপের সভাপতি ডা. অমলেন্দু দাক্ষী এবং পরিবহন ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা আর সাইদ তালুকদার সহ কয়েকজনকে। তাদেরকে ধরে নিয়ে আটকে রাখে তাদের হেড কোয়ার্টার ওয়াপদা ভবনের একটি কক্ষে এবং চালায় নির্মম নির্যাতন। এদেরকে ২৯ মার্চ তারা হত্যা করে পাক আর্মি পাবনা ছেড়ে পালিয়ে যায়।

২৭ মার্চ সন্ধ্যায় পাক-সেনারা পাবনার “বেয়াড়া ও অবাধ্য” পুলিশ বাহিনীকে বশে আনার লক্ষ্যে পুলিশ লাইন সংলগ্ন পুলিশের অস্ত্রাগার দখলের লক্ষ্যে দু’তিনটি ট্রাকে অস্ত্র সজ্জিত অবস্থায় পুলিশ লাইনের নিকটস্থ জজকোর্টের সামনা-সামনি এসে পৌঁছা মাত্র পাবনার অসম সাহসী তরুণেরা, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা নিকটস্থ সকল দালানের উপর থেকে সমানে গুলিবর্ষণ করতে থাকলে বিপর্যস্ত পাক-বাহিনীর ৩/৪ জন নিহত ও বেশ কিছু আহত অবস্থায় তাদের হেড কোয়ার্টারে পালিয়ে যায়।

পুলিশের অস্ত্রাগার দখল অভিযানে ব্যর্থ হলে ২৮ তারিখ ঐ অস্ত্রাগার খুলে সকল অস্ত্র যুবকদের মধ্যে হাজার হাজার গুলিসহ বিলিয়ে দেওয়া হয়। অপর পক্ষে ঐ ২৮ মার্চ তারিখেই সকালে পুরাতন টেলিফোন এক্সচেঞ্জ ভবনটির নানাদিকের দালানের ছাদ থেকে তাদের পরিকল্পনা মাফিক পাবনার পুলিশ ও তরুণেরা অজস্র গুলিবর্ষণ করতে থাকে টেলিফোন এক্সচেঞ্জে অবস্থানরত ২৮ জন পাক-সেনাকে লক্ষ্য করে। কিন্তু তারা ভবনটির দরজার জানালা বন্ধ করে তার নানা ফাঁক ফোঁকড় দিয়ে লক্ষ্যহীনভাবে সমানে গুলিবর্ষণ করতে থাকে প্রতিরোধ ভাঙার লক্ষ্যে। এক পর্যায়ে পাক-বাহিনীর গুলি বর্ষণ বন্ধ হয়। বুঝা গেল-তাদের গুলি ফুরিয়ে গেছে। কয়েকশ যোদ্ধা ঐ দরজা জানাল ভেঙে ভবনটিতে ঢুকে মৃতদেহ দেখতে পান ২৮টি সেনার ক্ষত বিক্ষত মৃতদেহ। তাদের চাই নিজ রাইফেলগুলি প্রতিরোধ-বাহিনীর হাতে এলো।

সূচিত হলো পাবনার আর এক দফা বিজয়। এই দফায় বিজয়টি ছিল তাৎপর্যপূর্ণ কারণ পাক-সেনাদের এই দফাতেই পাবনায় ভয়াবহ বিপর্যয় ঘটে।

তখন থেকেই তারা পাবনা থেকে পালানোর পথ খুঁজতে শুরু করে। ২৮ মার্চ সারাদিন পাবনা শহর ও আসা পাশের গ্রামগুলি থেকে হাজার হাজার মানুষ এসে ‘জয় বাংলা’ স্লোগানে দিগ্বিদিক প্রকম্পিত করে তোলে। কাঁপন ধরায় ওয়াপদা ভবনস্থ তাদের হেড কোয়ার্টারে অবস্থানরত বাদ-বাকি সেনা সদস্যদের মনে।

এই আতংক তাদের মনে আরও গভীর হয় যখন তারা জানতে পারে যে পাবনা-নগরবাড়ি রোড পাহারারত চারজন সেনাও গ্রামবাসীদের হাতে নিহত এবং অপর তিনজন পালাতে গিয়ে অপর একটি গ্রামে গ্রামবাসীদের হাতে নিহত হয়। পরিণতিতে প্রতিরোধ যোদ্ধারাও অধিকতর সংখ্যায় নিহত পাক-সেনাদের অস্ত্রগুলিকেও দখল করে নেয়।

এবার ২৯ মার্চ সকাল ১০টার দিকে পাবনার আকাশে একটি বিমান উড়তে দেখা যায়। বিমানটি থেকে নীচে অসংখ্য গোলাবর্ষণ করে আবার উড়ে চলে যায় জনমনে আতংক সৃষ্টি করে। আবারও মুহূর্তের মধ্যে ফিরে এসে শুধুই উড়তে থাকে কিন্তু আতংকে হাজার হাজার মানুষ ওয়াপদা ভবনের চারপাশে সৃষ্ট অবরোধ ভেঙে কিছুটা পিছিয়ে গেলে ১০/১২ টি ট্রাক বিপরীত দিকে থেকে সাদা পতাকা উড়িয়ে ভাঙা গলায় “জয় বাংলা” স্লোগান দিয়ে ওয়াপদা ভবনের সামনে এসে দাঁড়ানো মাত্র প্রায় ১৫০ পাক-সেনা দ্রুতই ট্রাকগুলিতে উঠে পড়া মাত্র ট্রাকগুলি একই পথে ফিরে যেতে শুরু করে। তাদের সাদা পতাকা ও জয় বাংলা স্লোগান তা গ্রামবাসীদের বুঝতে বিলম্ব হয় নি। তাই সারা রাস্তা তারা নানা ভাবে ব্যারিকেড রচনা করে নিয়ে ঘরের চালে, গাছের ডালে বা জঙ্গলের মধ্যে লুকিয়ে থেকে ট্রাকগুলিকে লক্ষ্য করে অবিশ্রান্ত গুলি বর্ষণ করতে থাকে।

পলায়ন পর পাক-সেনারাও দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে এদিক সেদিকে গুলি ছুড়তে থাকে চলন্ত ট্রাকগুলি থেকে। এভাবে ঐ কনভয় নাটোরের গোপালিপুর পৌঁছাতে পৌঁছাতে সকল পাক-সেনা ড্রাইভারসহ খতম হয়। সেই থেকে ২৯ মার্চ পাবনার প্রথম বিজয় দিবস হিসেবে পালিত হয়।

পাবনায় প্রতিষ্ঠিত হয় নতুন সরকারি প্রশাসন তদানীন্তন জেলা প্রশাসক মুক্তিযোদ্ধা নূরুল কাদের খানের নেতৃত্বে। কাবাব কেটে বাংলাদেশের টাকা বানিয়ে তা চালু করা হয় মুদ্রা হিসেবে এবং তাই দিয়ে কেনাবেচাও শুরু হয় হাটে বাজারে সর্বত্র।

অপরদিকে শহরের অধিবাসীদেরকে শহর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়ে কিভাবে সম্ভাব্য দ্বিতীয় দফা হামলা প্রতিরোধ করা যাবে তাই নিয়ে আলোচনায় যা যা স্থির হয় তার মধ্যে প্রতিবেশী ভারত থেকে কিছু সামরিক প্রশিক্ষক ও ভারী অস্ত্র এনে স্থানীয় যুবকদের উচ্চতর সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করাটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত মোতাবেক পাবনার আওয়ামী লীগের অন্যতম নেতা এডভোকেট আমজাদ হোসেনকে ও ন্যাপের পক্ষ থেকে রণেশ মৈত্র (নিবন্ধের লেখক)-কে ভারতে পাঠানোর ব্যবস্থা করা হয়।

যতদূর মনে পড়ে ২ এপ্রিল আমরা কলকাতা এসে পৌঁছাই শিকরপুর সীমান্ত হয়ে। কিন্তু সিদ্ধান্ত অনুযায়ী ভারতে আসার ব্যাপারটি নিরাপত্তামূলক গোপনীয়তার স্বার্থে কাউকে জানানো হয় নি-করছিলেন চারটি শিশু সন্তানসহ সহধর্মিণী পূরবী, শ্যালিকা গৌরী ও ভাই ব্রজেশ। পূরবীকে বলে এসেছিলাম দিন কয়েকের জন্য বাইরে যেতে হচ্ছে সবাইকে নিয়ে সাবধানে থেকো। ফিরে আসতে বেশি দেরি হবে না।

কলকাতা আমাদের অচেনা শহর। অতীতে ২/৩ বার বাবার সাথে বাল্যকালে এলেও আমজাদ সাহেব তা-ও আসেন নি। উভয়েরই পকেটে একটি করে পাকিস্তানী ৫০ টাকার নোট-যা পাবনা থেকে দু’জনকেই একটি করে দেওয়া হয়েছিল।
অনেক ভেবে চিন্তে উঠলাম গিয়ে কালীঘাটে আমার খুড়তাত ভাই (দাদা) পরিমল মৈত্রের বাসায়। আগ্রহ সহকারেই তিনি আমাদেরকে থাকবার ব্যবস্থা করলেন।

সেখানে পরদিন থেকেই ভারতের কমিউনিস্ট পার্টির নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করে ২/৩ দিনের মাথায় কমরেড রমেন মিত্র ও কমরেড ইলা মিত্রের মাধ্যমে পশ্চিম বাংলার প্রাদেশিক সি পি আই সাধারণ সম্পাদক কমরেড বিশ্বনাথ মুখার্জীর সাথে সাক্ষাত করে দেশের বিস্তারিত জানিয়ে আমাদের উদ্দেশ্য পূরণে তাদের সর্বাত্মক সহযোগিতা চাইলাম। তিনি তৎক্ষণাৎ আমাদের দু’জনকে তার গাড়িতে উঠিয়ে নিজেই বর্ধমান হাউসে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী অজয় মুখার্জীর সাথে পরিচয় করিয়ে দিয়ে পাশের রুমে গিয়ে বসলেম। অজয় মুখার্জী তৎকালীন “বাংলা কংগ্রেস” দলের নেতা। তিনি ডেপুটি চিফ মিনিস্টার কংগ্রেসের প্রভাবশালী নেতা বিজয় সিংহ নাহারকেও ডেকে আনলেন। উভয়ে আমাদের কাছে থেকে বাংলাদেশের পরিস্থিতি এবং আমাদের উদ্দেশ্য সম্পর্কে অবহিত হলেন।

অজয় মুখার্জী আমাদের লড়াই এবং আমাদের মিশনের সাফল্য কামনা করে বললেন, তারা বিষয়টি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে জানাবেন কারণ এ বিষয়ে সম্পূর্ণ এখতিয়ার কেন্দ্রীয় সরকারের। তবে যেহেতু মাত্র দুদিন আগে তারা শপথ নিয়েছে এখনও দিল্লির সাথে হটলাইন চালু হয় নি। তবে সত্বরেই হবে। হওয়ামাত্র তিনি প্রধানমন্ত্রীকে আমাদের বিষয়টি জানাবেন।

আমাদের কলকাতার কোড নং তাকে দিয়ে যেতে বললে আমরা বাসার ফোন নম্বর তাকে দিলে তিনি বললেন কথা হওয়া মাত্র তিনি আমাদেরকে ফোনে জানাবেন। তাই ২/১ দিন আমাদের অপেক্ষা করতে হবে।

ঠিকই দু’তিন দিন পর খবর এলো মুখ্যমন্ত্রী অজয় মুখার্জী ডেকেছেন। আবার বিশ্বনাথ মুখার্জী নিয়ে গেলেন। এবারে মুখ্যমন্ত্রী জানালেন, প্রধান মন্ত্রী আমাদের সাথে কথা বলতে আগ্রহী। যেতে চাইলে তিনি তৎক্ষণাৎ আমাদের জন্যে দিল্লির দুটি রিটার্ন টিকেটের ব্যবস্থা করবেন। বিকল্প হিসেবে তিনি বললেন, ঐদিনই দিল্লি থেকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত কলকাতা পৌঁছাবেন সদ্য আসা তাজউদ্দিন আহমেদের সাথে আলোচনা করতে। আমরা কোলকাতাতেও ঐ বিশেষ দূতের সাথে কথা বলতে পারি। আগের দিন তাজউদ্দিন সাহেব কলকাতা পৌঁছেছেন এটা জানতাম না। তাই আমরা মুখ্যমন্ত্রী অজয় বাবুকে জানালাম, তাজউদ্দিন সাহেব এসেছেন তিনিই বাংলাদেশের প্রতিনিধি। কাজেই আমাদের দিল্লি যাওয়ার প্রয়োজন হবে না। তাকে পাবনা পরিস্থিতি জানাব। তবে তার সাথে আমজাদ সাহেবকে দেখা করিয়ে দিলে ভাল হয়। ঠিকানা নিয়ে আমজাদ হোসেন বললেন, রনেশ বাবু, আপনি বাসায় যান। আমি দেখা করে আসছি।

আমজাদ সাহেব ওখানেই আটাকে গেলেন। কমরেড ইলা মিত্রের বাসায় যেতেই কমরেড মনি সিং এর সাথে সাক্ষাত। রাজশাহী জেল ভেঙে বেরিয়ে তিনি আগরতলা যান। সেখানে পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠক করে এসেছেন। আমার কাছে পাবনার খবর শুনলেন এবং পাবনার যে সকল ন্যাপ-সিপিবি নেতা, কর্মী এসেছেন তারা পাবনার নিকটতম সীমান্ত এলাকায় যুবশিবির প্রতিষ্ঠা করে দেশ থেকে আসা তরুণদের রিক্রুটিং শুরু করতে বললেন। আর বললেন, ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ পরদিন কলকাতা পৌঁছালে তাকে সহ তারা দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে আলাপ করে সার্বিক বিষয়াদি স্থির করে জানাবেন।

অত:পর দেখা হলো পাবনার কম: অমূল্য লাহিড়ীর ও শামছুজ্জামান সেলিম এবং কামাল আহমেদের সাথে। শেষোক্তি দু’জন ঈশ্বরদীর ছাত্র ইউনিয়ন নেতা-অমূল্যদাকে নিয়ে এসেছেন তার দেহরক্ষী হিসেবে। দুজনেই পার্টির কর্মী অমূল্য দা গোপনে পাবনা জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক ও প্রকাশ্যে ন্যাপের সভাপতি।

কামাল ও সেলিম গিয়ে নদীয়ার করিমপুরে (পদ্মানদী দিয়ে ঈশ্বরদীর পাকসীর সাথে সংযুক্ত) বাসা ভাড়া নিলে সেখানেই অস্থায়ীভাবে পাবনা জেলার ন্যাপ-সিপিবি যৌথ রিক্রুটিং ক্যাম্প বা যুব শিবির স্থাপন করা হয়।

স্থান সংকুলান না হওয়ায় শীঘ্রই একটি বড় কাঁচাবাড়ি ভাড়া নিয়ে সেখানে ক্যাম্প স্থানান্তর করার কিছু কালের মধ্যে আমাদের প্রথম ব্যাচে কামাল, সেলিম, জাহিদ হাসান সহ চারজন বিশেষ গেরিলা প্রশিক্ষণে চলে গেলে আমি সার্বিক দায়িত্বে থাকলাম পুরো নয় মাস ব্যাপী ক্যাম্প পরিচালনার দায়িত্বে।

এর যথেষ্ট আগেই দ্বিতীয় দফা পাবনার পতন ঘটে গিয়েছিল প্রবল শক্তিতে ১০ এপ্রিল পাক-সেনার বিশাল বাহিনী নগরবাড়ি ঘাট হয়ে পাবনার পথে রাস্তায় দু’ধারে আগুন দিয়ে গ্রামগুলি পোড়াতে পোড়াতে এবং গুলি করে সকলকে হত্যা করতে করতে তাদের পরাজয়ে প্রতিশোধ স্পৃহায় উন্মত্ত হয়ে। আকাশবাণীতে ঐ খবর পাওয়ায় দেশে ফেরা সম্ভব হলো না।

তাই ভারতে থেকেই দীর্ঘ মেয়াদী প্রস্তুতি নিয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধ পরিচালনার কাজে নিযুক্ত থাকতে হয়। পাবনার পরিজনের কোন হদিস দীর্ঘকাল পাওয়া যায় নি। আপাতত স্মৃতিকথার প্রথম অংশের এখানেই সমাপ্তি।

রণেশ মৈত্র, লেখক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক; মুক্তিযুদ্ধের সংগঠক। ইমেইল : [email protected]

মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। sylhettoday24.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে sylhettoday24.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।

আপনার মন্তব্য

লেখক তালিকা অঞ্জন আচার্য অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী ৪৮ অসীম চক্রবর্তী আজম খান ১১ আজমিনা আফরিন তোড়া ১০ আনোয়ারুল হক হেলাল আফসানা বেগম আবদুল গাফফার চৌধুরী আবু এম ইউসুফ আবু সাঈদ আহমেদ আব্দুল করিম কিম ৩২ আব্দুল্লাহ আল নোমান আব্দুল্লাহ হারুন জুয়েল ১০ আমিনা আইরিন আরশাদ খান আরিফ জেবতিক ১৭ আরিফ রহমান ১৬ আরিফুর রহমান আলমগীর নিষাদ আলমগীর শাহরিয়ার ৫৪ আশরাফ মাহমুদ আশিক শাওন ইনাম আহমদ চৌধুরী ইমতিয়াজ মাহমুদ ৭১ ইয়ামেন এম হক এ এইচ এম খায়রুজ্জামান লিটন একুশ তাপাদার এখলাসুর রহমান ৩৭ এনামুল হক এনাম ৪২ এমদাদুল হক তুহিন ১৯ এস এম নাদিম মাহমুদ ৩৩ ওমর ফারুক লুক্স কবির য়াহমদ ৬৩ কাজল দাস ১০ কাজী মাহবুব হাসান কেশব কুমার অধিকারী খুরশীদ শাম্মী ১৭ গোঁসাই পাহ্‌লভী ১৪ চিররঞ্জন সরকার ৩৫ জফির সেতু জহিরুল হক বাপি ৪৪ জহিরুল হক মজুমদার জাকিয়া সুলতানা মুক্তা জান্নাতুল মাওয়া জাহিদ নেওয়াজ খান জুনাইদ আহমেদ পলক জুয়েল রাজ ১০২ ড. এ. কে. আব্দুল মোমেন ১২ ড. কাবেরী গায়েন ২৩ ড. শাখাওয়াৎ নয়ন ড. শামীম আহমেদ ৪১ ডা. আতিকুজ্জামান ফিলিপ ২০ ডা. সাঈদ এনাম ডোরা প্রেন্টিস তপু সৌমেন তসলিমা নাসরিন তানবীরা তালুকদার তোফায়েল আহমেদ ৩১ দিব্যেন্দু দ্বীপ দেব দুলাল গুহ দেব প্রসাদ দেবু দেবজ্যোতি দেবু ২৭ নাজমুল হাসান ২৪ নিখিল নীল পাপলু বাঙ্গালী পুলক ঘটক প্রফেসর ড. মো. আতী উল্লাহ ফকির ইলিয়াস ২৪ ফজলুল বারী ৬২ ফড়িং ক্যামেলিয়া ফরিদ আহমেদ ৪২ ফারজানা কবীর খান স্নিগ্ধা বদরুল আলম বন্যা আহমেদ বিজন সরকার বিপ্লব কর্মকার ব্যারিস্টার জাকির হোসেন ব্যারিস্টার তুরিন আফরোজ ১৮ ভায়লেট হালদার মারজিয়া প্রভা মাসকাওয়াথ আহসান ১৯০ মাসুদ পারভেজ মাহমুদুল হক মুন্সী মিলন ফারাবী মুনীর উদ্দীন শামীম ১০ মুহম্মদ জাফর ইকবাল ১৫৩ মো. মাহমুদুর রহমান মো. সাখাওয়াত হোসেন মোছাদ্দিক উজ্জ্বল মোনাজ হক ১৪ রণেশ মৈত্র ১৮৩ রতন কুমার সমাদ্দার রহিম আব্দুর রহিম ৫৫ রাজু আহমেদ ১৬ রাজেশ পাল ২৮ রুমী আহমেদ রেজা ঘটক ৩৮ লীনা পারভীন শওগাত আলী সাগর শাওন মাহমুদ