আজ শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

Advertise

করোনা সর্বমুখী: বৈচিত্র্যে মানবসমাজ

রণেশ মৈত্র  

কাউকেই ছাড়ছে না করোনা। ব্রিটেনের রানী ব্রিটিশ প্রধানমন্ত্রী, সৌদি আরবের রাজ পরিবার, বিশ্ব মোড়ল আমেরিকা, গণতন্ত্রের সূতিকাগার ফ্রান্স, শিল্প সভ্যতার খ্যাতিসম্পন্ন ইতালি, একদা পরাক্রমশালী জার্মানি ইসলামী বিপ্লবের উদগাতা ইরান, মুসলিম অধ্যুষিত মধ্যপ্রাচ্য, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কমিউনিস্ট শাসিত চীন-সবাই আজ কম বেশি ঐ বিষাক্ত ভাইরাস আক্রমণের শিকার।

পৃথিবীর সর্বত্র মৃত্যুর মিছিল। মানছে না ইস্টার, মানছে না হিন্দুদের পবিত্র স্নানোৎসব মানছে না একাদশী-দ্বাদশী-অমাবস্যা-পূর্ণিমা, মানছে না-পবিত্র শবেবরাত, মাহে রমজান বা অন্য কিছু।

ছেলেমেয়েরা লেখাপড়া করবে না, সেখানে বাধা। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি আড়াই মাস যাবত বন্ধ। শিক্ষাঙ্গনে নেই ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকার অবিরাম পদচারণা; নেই টি.এস.সিতে নাচ, গান, আলোচনা সভার কোন কলরব, গাড়ী ঘোড়া চলছে না, বাজছে না কোন কর্ম বিদারী হর্ন।

বিজ্ঞাপন

লাইব্রেরি, ক্লাব, রাজনৈতিক দলগুলির অফিস-ঢাকাসহ সারাদেশের নানা খেলার মাঠ, স্টেডিয়াম, জনসভা, পথসভা, ছোট বড় সমাবেশ, মানববন্ধন বা এ জাতীয় অন্য কিছু। চলাফেরার স্বাধীনতা? না-তাও নিয়েছে করোনার বিষাক্ত থাবা। একে তো সকল ধরণের গণ-পরিবহন বন্ধ-অপরদিকে সন্ধ্যা-সকাল ঘর থেকে বেরোনোয় সরকারি নিষেধাজ্ঞা। আর এ নিষেধাজ্ঞা কার্যকর করতে বাংলাদেশের ক্ষেত্রে পুলিশ, র্যাব, আর্মির তৎপরতা।

আজীবনের অভ্যাস সকাল বেলায় ৫/৭ টা সংবাদপত্র পড়ে দু’তিন ঘণ্টা কাটানো। ২৬ মার্চ থেকে সে কাজটি বন্ধ। পাওয়া যায় না মফ:স্বল শহরগুলিতে কোন সংবাদপত্র পরিবহন সমস্যার কারণে। সকাল-সন্ধ্যা বইরে যাওয়া যাবে-তবে অবশ্যই জরুরি কোন কারণ ঘটলে মাস্ক-গ্লাভস পরে এবং অপর কোন মানবদেহের বা পশুদেহের স্পর্শ এড়িয়ে। আবার ফিরে এসেই সাবান-ডেটল দিয়ে হাত-পা ধোয়া, পরিধেয় বস্ত্রাদি ছেড়ে সাবান জলে আধা ঘণ্টা চুবিয়ে রেখে কেঁচে রোদে শুকানো এবং অতি অবশ্যই স্নান করে (তা-ও সহনীয় পর্যায়ের গরম জলে) ঘরে ঢোকা।

অত:পর গৃহবন্দি-পুনর্মূষিকোভব। কিন্তু গৃহবন্দিও ভিন্নভাবে। প্রতি ঘরে একজন করে থাকবেন এবং অবশ্যই পরস্পর দুই মিটার দূরত্বে বসে গল্পগুজব, আলাপ-আলোচনা, টি.ভি. দেখা এবং এসব ক্ষেত্রে পরস্পরের নৈকট্য নৈব নৈব চ। স্বামী স্ত্রী ভিন্ন ভিন্ন ঘরে থাকবেন-একমাত্র শিশুরাই মাতৃক্রোড়ে তাও যদি উভয়েই করোনা মুক্ত হন। কিন্তু করোনা মুক্ত হয়েও অন্যরা একত্রে কোন কাজ নয়-আহারাদিও নয়। এ এক অদ্ভুত বিচ্ছিন্নতা। ডাক্তাররা বলেন, রোগটি ছোঁয়াচে-তাই নিয়মটি বাধ্যতামূলক।

সামাজিক জীব মানুষ-মানুষ শিল্পানুরাগীরাও বটে তাই জন্মগতভাবেই মানুষে মানুষে পারস্পরিক নৈকট্যে যুগ যুগ ধরে অভ্যস্ত। কিন্তু সামাজিক অনুষ্ঠানাদি বন্ধ। যেমন, বিবাহ বার্ষিকী, জন্মদিন, শ্রাদ্ধ, শবদেহ কবরস্থানে সমাজের লোকেরা মিলে কাঁধে করে নেও, হিন্দু হলে কীর্তন গাইতে গাইতে জনাকয়েক মিলে কাঁধে করে শ্মশানে নিয়ে দাহের ব্যবস্থা করা-না, তাও হবে না যদি শবদেহটি করোনাক্রান্ত মানুষের হয়। করোনাক্রান্ত মানুষের শবদেহটি শেষবারের মত দেখতেও ছুটে আসেন না আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া প্রতিবেশীরা। বরং কর্তৃপক্ষ ছুটে আসেন বাড়িটিকে বা পাড়াটিকে বা গ্রামটিকে লক-ডাউন ঘোষণা করতে।

আবার বিয়ে-শাদীর মত আনন্দানুষ্ঠানও সে সামাজিক আয়োজনেই হোক বা বর-কনের নিজ নিজ ভালবাসার ভিত্তিতেই হোক বন্ধ। ঠিক করোনা যখনই মাস তিনেক আগে ছড়িয়ে পড়তে সুরু করলো-এই অনুষ্ঠান তখন থেকেই বন্ধ হয়ে গেল। ফেসবুকে কয়েকদিন আগে একটি ঘটনা চোখে পড়লো। বরযাত্রীসহ বর গিয়ে পৌঁছেছেন কনের পিত্রালয়ে। বিয়ের নির্ধারিত দিনে। বরযাত্রীরা যেই না গিয়ে কনের বাড়িতে পৌঁছেছেন অমনি শহরটা লক-ডাউন ঘোষিত হলো। বিয়েটা সম্পন্ন হলো বটে কিন্তু বর যাত্রীরা কনের বাড়িতে আটকা পড়ে গেলেন। ২২ দিন সকলে থাকার পরে লক-ডাউন প্রত্যাহার করা হয় নি ফলে সকলকে কনের বাড়িতেই সকাল সন্ধ্যায় করোনা রোগীর চিকিৎসা করতে আটকে থাকতে হয়েছে। জানিনা ঘটনা সত্য কি না। কিন্তু সত্য যদি হয়, মেয়েরা বাবার বাড়ির এবং বরযাত্রীদের নিজ নিজ বাড়ির আনন্দ যে নিতান্ত ক্ষণস্থায়ী হয়ে গিয়েছিল এবং বর ও বরযাত্রীরা যে কনের বাবা-মায়ের কাঁধে এক অনাকাঙ্ক্ষিত বোঝায় পরিণত হয়েছিলেন-তা বুঝতে কারও পক্ষেই কষ্ট হওয়ার কথা নয়।

বিজ্ঞাপন

আমরা কোন দুর্ভোগে বা কষ্টে বা রোগ-বেদনার্ত হলে সাধারণত: ভাবি, এটা নিজ নিজ পাপের ফল। তাই পাপমুক্তির জন্য কি করা? কেউ কোন পূজো দেওয়ার, কেউ গ্রামবাসীদেরকে পরিতৃপ্তি সহকারে খাওয়ানোর কেউ সংকীর্তনের, কেউ মসজিদে বা অন্যত্র জমায়েত হয়ে বিশেষ নামায বা দোয়া খায়েরের ব্যবস্থা করতে বাল্যকাল হতে দেখে আসছি। ঈশ্বরের এমন আরাধনাও সামাজিকভাবে নিষিদ্ধ ঘোষিত।

করোনায় মৃত্যু ঘটলে যে পরিস্থিতির উদ্ভব হয় তা উপরে বলেছি। কিন্তু মৃত্যুর আগে রোগীটির অবস্থা কেমন দাঁড়ান? সাহস ও আত্মবিশ্বাস সম্পন্ন রোগীদের অনেকে বাড়িতেই থাকেন আবার অনেকে হাসপাতালে গিয়ে ভর্তি হন। উভয় ক্ষেত্রেই পরিস্থিতিটা ভিন্ন চরিত্রের এই রোগের কারণে বড্ড করুন হয়ে দাঁড়ায় নিজ নিজ পরিবার, আপন জন ও বন্ধু-বান্ধবদের ক্ষেত্রে।

যারা বাড়িতে থাকেন-তারা ভিন্ন একটি পৃথক রুমে অন্য সদস্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে বাস করেন। মহিলা রোগীর স্বামী বা পুরুষ রোগীর স্ত্রীও কাছে যেতে পারবেন না ঐ ঘরে প্রবেশ ও করতে পারবেন না গায়ে একবার হাত বুলানো তো দূরের কথা। যদি টয়লেট একটি হয় তবে অতি সাবধানে দুটি থাকলে একটি রোগীর জন্য নির্দিষ্ট থাকবে এবং তাতে অন্য কেউ যাবেন না। বাথও তাই। খাবারের প্লেট দরজার কাছে রাখা থাকবে তুলে নিয়ে খেয়ে আবার থালা বাটি দরজার ও পারে রেখে দিতে হবে। কী দুঃসহ বিচ্ছিন্নতা যেন সব থেকেও নেই।

আবার হাসপাতালে খেতে চাইলো তো শুরু থেকেই সমস্যা। এমবুল্যান্স পাওয়া কঠিন পেলেও ড্রাইভার করোনা রোগী যাবে জানলে না-ও যেতে পারেন। আবার সে সমস্যা উৎরালে ভর্তি ও বেড এ স্থানান্তর এমবুল্যান্স থেকে হাসপাতাল অবধি আপন কোড সঙ্গে যেতে পারবেন না। দেখাশুনা যা করার সবই ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী করবেন, করছেনও। ছোঁয়াচে রোগ-তাই রোগীর স্পর্শে অনেক চিকিৎসক, নার্স ও কর্মী করোনাক্রান্ত হয়ে মারাও যাচ্ছেন। তাই তারা নমস্য। নিজ নিজ জীবন বিপন্ন করে তারা রোগীর চিকিৎসা করে যাচ্ছেন দিবা-রাত্র। যারা আক্রান্ত হয়ে পজিটিভ ধরা পড়ছেন তারা হাসপাতালেই কোয়ারেন্টিনে চলে যাচ্ছেন। ফলে যেমন রোগীর পরিবার-পরিজনদেরও দুশ্চিন্তার অস্ত যাবে না।

সর্বাপেক্ষা দুঃখজনক ঘটনা হলো জীবন বিপন্ন করে যারা রোগীদের চিকিৎসা করতে এগিয়ে আসছেন, বহু ক্ষেত্রেই আমরা তাদের অনেককেই তাদের প্রয়োজনীয় কিটস, পিপিই, মাস্ক (ভাল জাতের) প্রভৃতি দিতে অসমর্থ হওয়াতেই রোগীকে ছোঁয়ার ফলে তারা আক্রান্ত হচ্ছেন জীবন দিতে বাধ্য হচ্ছেন। এর পরও অনেক ডাক্তার-নার্স চিকিৎসক করোনা রোগীর চিকিৎসা করতে সরকারের কাছে আবেদন জানাচ্ছেন। তারা নিশ্চিতভাবেই জাতির অহংকার।

অর্থনৈতিক সংকট
করোনা সারা পৃথিবীব্যাপী এক ভয়াবহ অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে। আমদানি রপ্তানি বন্ধ। বিমান যোগাযোগ সড়ক পরিবহন, রেলপথ, নদী পথ-সব বন্ধ। যোগাযোগ ব্যবস্থা পৃথিবীব্যাপী স্থবির হয়ে পড়ায় বিমান কোম্পানি ও তার হাজার হাজার কর্মচারী, রেল-কর্মচারী, শিল্প কারখানার শ্রমিক-কর্মচারী, সড়ক পরিবহনের লক্ষ লক্ষ কর্মচারী ও শ্রমিক বেকার। বেসরকারি কর্মচারীরাও একই সংকটে। চোট দোকানদাররা পণ্য আনা-নেওয়া এবং বিক্রি নিয়ে সংকটে। তারও বেকার তাদের কর্মচারীদের সহ। গ্রামীণ পরিবহনও অচল অফিস আদালত সব কিছু বন্ধ থাকায়। ফলে একদিকে বেকারত্ব বৃদ্ধি অপরদিকে পণ্যমূল্য বৃদ্ধি সংকটকে তীব্রতর করে তুলছে। অর্থাৎ নিম্নমধ্যবিত্ত থেকে বাদবাকি সকলেরই এক হাল। রমজান মাসের পবিত্রতার এবং সততার আহ্বান অতীতের মত এবারও গুমরে মরছে কিন্তু জনতার স্বার্থে বাজার নিয়ন্ত্রণে প্রতিবারের মত এবারও সরকার নির্বিকার।

ডা. জাফরুল্লাহ: গণস্বাস্থ্যকেন্দ্র
করোনার আক্রমণে বিধ্বস্ত সারাটি পৃথিবী বিপর্যস্ত কোটি কোটি মানুষ। বাংলাদেশ দরিদ্র দেশ হলেও ভাইরাসটির আক্রমণের হাত থেকে রেহাই পায় নি। কিন্তু চিকিৎসার ব্যবস্থা? করেনাকে ধন্যবাদ জানাতেই হয় করেনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমাদের অহংকারী স্বাস্থ্যমন্ত্রীরা, স্বাস্থ্য সচিবেরা ও স্বাস্থ্য কর্মকর্তারা কতই না প্রচারমুখী এবং অন্ত:সারশূন্য। কোটি কেটি টাকা দিয়ে লক্ষ বা হাজার কয়েক টাকা দায়ের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি হাসপাতালগুলি জন্য কেনার পর দেখা যায় সেগুলি অচল। সরকারি হাসপাতালের বিনামূল্যের ওষুধ চলে যায় ওষুধের দোকানগুলিতে। ডাক্তার পাওয়া যায় হাসপাতালে নয়-ক্লিনিকে বা প্রাইভেট হাসপাতালে ব্যক্তিগত বাড়তি উপার্জনের কাজে ব্যস্ত। আই.সি.ইউ ব্যবস্থা আজও জেলা পর্যায়ে সরকারি হাসপাতালগুলিতে পৌঁছলো না-তৈরি হলো না।

ভয়াবহ পরিস্থিতি তৈরি করলো করোনা। কিন্তু তার আক্রমণ মানবদেহে হলো কিনা তা পরীক্ষার জন্য কিটস আজও জেলাগুলিতে তো দূরের কথা-ঢাকার সকল হাসপাতালেও পৌঁছানো যায় নি। কারণ তার দুষ্প্রাপ্যতা, দুর্মূল্যতা। কিন্তু প্রয়োজন সর্বত্র যাতে দ্রুত টেস্ট করে নিশ্চিত হওয়া যায় প্রকৃত পক্ষে দেশে করোনাক্রান্ত রোগীর সংখ্যা কত।

বিজ্ঞাপন

এই কঠিন দুঃসময়ে এগিয়ে এলেন বীর মুক্তিযোদ্ধা, মানবদরদী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ। তার প্রতিষ্ঠানের গবেষকেরা বের করলেন টেস্টিং কিট। দিলেন সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের বা অধিদফতরের প্রধান কর্ম কর্তারা অনুপস্থিত। অথচ এই কিট দিয়ে মাত্র ৩০০/৩৫০ টাকায় মাত্র কয়েক ঘণ্টার মধ্যে টেস্ট করে ফলাফল পাওয়া সম্ভব।

রাষ্ট্রের করনীয় সাদরে ঐ কিট গ্রহণ করা, তার কার্যকারিতা দ্রুত পরীক্ষা করা, কার্যকর প্রমাণিত হলে ডা. জাফরুল্লাহ, গণস্বাস্থ্য কেন্দ্রকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা এবং গবেষকদের রাষ্ট্রীয় সম্মাননা সহ অনুকূল সম্বর্ধনা দিয়ে উৎসাহিত করা ব্যাপকভাবে কিটস উৎপাদন করে তার দেশীয় চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করতে সহায়তা করা। ব্যাপকভাবে কিটস উৎপাদন করে তার দেশীয় চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করতে সহায়তা করা।

কিন্তু ডা. জাফরুল্লাহ মুক্তিযোদ্ধা ও জনদরদী হলেও সরকারি দলের কেউ নন এবং অনানুষ্ঠানিক ভাবে বি এন পি ঘেঁষা। তাই জাতী উদ্বিগ্ন আকাঙ্ক্ষিত সম্মান মর্যাদা তাকে, তার প্রতিষ্ঠানকে, গবেষকদেরকে ও কিটসকে দেওয়া হবে কি না। দল বাজির এই ভাইরাস সংক্রমিত করেছে আমাদেরকে তরুণ-তরুণীরা তার চিকিৎসায় দ্রুত এগিয়ে এলেই দেশ সঠিক পথে ফিরে আসতে পারে। জন বান্ধব রাজনীতিরও সন্ধান পাওয়া যেতে পারে।

আলোর সন্ধান
অন্ধকারের প্যাঁচাল দীর্ঘ সময় ধরে পাড়লাম। এবারে দেশ-বিদেশে পাওয়া আলোর সন্ধানের কিছু কথা নিবেদন করি।
এক. চারিদিকে দেখি চাল চুরি, দুনীতির ব্যাপক প্রসার অনাহার, বেকারত্ব হাহাকারের ঘনকালো অন্ধকার। কিন্তু এগুলি ভেদ করে বেড়িয়ে আসা আলোকের রশ্মির দিকে তাকানো যাক:
(ক) ইংল্যান্ডে, জার্মানি ও চীনে করোনা ভ্যাকসিন আবিষ্কারের উদ্যোগ আজ ফলবতী হওয়ার পর্যায়ে। ঐসব দেশের বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পরীক্ষা-নিরীক্ষা করে ভ্যাকসিন কার্যকর প্রমাণিত হলে সেপ্টেম্বর নাগাদ বিশ্বের দেশগুলিতে বাজারজাত করা হবে।

(খ) মানুষ আধা-দুর্ভিক্ষের মধ্য দিয়ে চলছেন-বেকারত্ব বেড়েছে বহুগুণ। ত্রাণ সাহায্য যা সরকার দিচ্ছে তার একটি অংশ চুরি করছেন সরকারি দলের লোকজনই।

সাবাস-নজিমুদ্দিন-স্যালিউট
এই পরিস্থিতির মধ্যে ভিক্ষা করে ( শেরপুর জেলার এক গ্রামের) কাঁচা নজিমুদ্দিন তার কাঁচাঘর মেরামতের জন্য কষ্ট করে জমানো ১০,০০০ টাকা মানুষের অনাহার-অর্ধাহার দেখে বিচলিত বোধ করে পুরো টাকাই দিয়ে দিলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। অভিনন্দন স্যালিউট হাজার হাজার নজিমুদ্দিনের জন্ম হোক।

রণেশ মৈত্র, লেখক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক; মুক্তিযুদ্ধের সংগঠক। ইমেইল : [email protected]

মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। sylhettoday24.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে sylhettoday24.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।

আপনার মন্তব্য

লেখক তালিকা অঞ্জন আচার্য অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী ৪৮ অসীম চক্রবর্তী আজম খান ১১ আজমিনা আফরিন তোড়া ১০ আনোয়ারুল হক হেলাল আফসানা বেগম আবদুল গাফফার চৌধুরী আবু এম ইউসুফ আবু সাঈদ আহমেদ আব্দুল করিম কিম ৩২ আব্দুল্লাহ আল নোমান আব্দুল্লাহ হারুন জুয়েল ১০ আমিনা আইরিন আরশাদ খান আরিফ জেবতিক ১৭ আরিফ রহমান ১৬ আরিফুর রহমান আলমগীর নিষাদ আলমগীর শাহরিয়ার ৫৪ আশরাফ মাহমুদ আশিক শাওন ইনাম আহমদ চৌধুরী ইমতিয়াজ মাহমুদ ৭১ ইয়ামেন এম হক এ এইচ এম খায়রুজ্জামান লিটন একুশ তাপাদার এখলাসুর রহমান ৩৭ এনামুল হক এনাম ৪১ এমদাদুল হক তুহিন ১৯ এস এম নাদিম মাহমুদ ৩৩ ওমর ফারুক লুক্স কবির য়াহমদ ৬৩ কাজল দাস ১০ কাজী মাহবুব হাসান কেশব কুমার অধিকারী খুরশীদ শাম্মী ১৭ গোঁসাই পাহ্‌লভী ১৪ চিররঞ্জন সরকার ৩৫ জফির সেতু জহিরুল হক বাপি ৪৪ জহিরুল হক মজুমদার জাকিয়া সুলতানা মুক্তা জান্নাতুল মাওয়া জাহিদ নেওয়াজ খান জুনাইদ আহমেদ পলক জুয়েল রাজ ১০২ ড. এ. কে. আব্দুল মোমেন ১২ ড. কাবেরী গায়েন ২৩ ড. শাখাওয়াৎ নয়ন ড. শামীম আহমেদ ৪১ ডা. আতিকুজ্জামান ফিলিপ ২০ ডা. সাঈদ এনাম ডোরা প্রেন্টিস তপু সৌমেন তসলিমা নাসরিন তানবীরা তালুকদার তোফায়েল আহমেদ ৩১ দিব্যেন্দু দ্বীপ দেব দুলাল গুহ দেব প্রসাদ দেবু দেবজ্যোতি দেবু ২৭ নাজমুল হাসান ২৪ নিখিল নীল পাপলু বাঙ্গালী পুলক ঘটক প্রফেসর ড. মো. আতী উল্লাহ ফকির ইলিয়াস ২৪ ফজলুল বারী ৬২ ফড়িং ক্যামেলিয়া ফরিদ আহমেদ ৪২ ফারজানা কবীর খান স্নিগ্ধা বদরুল আলম বন্যা আহমেদ বিজন সরকার বিপ্লব কর্মকার ব্যারিস্টার জাকির হোসেন ব্যারিস্টার তুরিন আফরোজ ১৮ ভায়লেট হালদার মারজিয়া প্রভা মাসকাওয়াথ আহসান ১৯০ মাসুদ পারভেজ মাহমুদুল হক মুন্সী মিলন ফারাবী মুনীর উদ্দীন শামীম ১০ মুহম্মদ জাফর ইকবাল ১৫৩ মো. মাহমুদুর রহমান মো. সাখাওয়াত হোসেন মোছাদ্দিক উজ্জ্বল মোনাজ হক ১৪ রণেশ মৈত্র ১৮৩ রতন কুমার সমাদ্দার রহিম আব্দুর রহিম ৫৫ রাজু আহমেদ ১৬ রাজেশ পাল ২৮ রুমী আহমেদ রেজা ঘটক ৩৮ লীনা পারভীন শওগাত আলী সাগর শাওন মাহমুদ