আজ বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

Advertise

দার্শনিক শেখ মুজিব

রহিম আব্দুর রহিম  

৫২’র ভাষা আন্দোলনেই বঙ্গবন্ধুর নতুন বাংলাদেশ বিনির্মাণের চেতনা প্রোথিত হয়। সে থেকেই নিপীড়িত জাতির মুক্তির জন্যই তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধুর আধুনিক বাংলাদেশ বিনির্মাণের নির্দেশনা স্পষ্ট করেছেন, তিনি বলেছিলেনব ‘এটাই হয়তো আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই, আপনারা যেখানেই থাকুন, আপনাদের সর্বস্ব দিয়ে দখলদার বাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যান। বাংলাদেশের মাটি থেকে সর্বশেষ পাকিস্তানি সৈন্যটিকে উৎখাত করা এবং চূড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত আপনাদের যুদ্ধ অব্যাহত থাকুক’।

এই ভাষণে আরও উল্লেখ রয়েছে, ‘বাংলার মানুষকে দাবিয়ে রাখতে পারবা না’। অর্থনৈতিক মূল্যবোধ ও মননর্চচার সামগ্রিক মুক্তির ইঙ্গিত দিয়েই বঙ্গবন্ধুর আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার মুক্তির সংগ্রাম শুরু হয়েছিল। সে থেকেই তাঁর প্রতিষ্ঠিত গণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ। আধুনিক এই দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, খাদ্য-বস্ত্র ও বাসস্থানের জন্য যাঁর আধুনিক চিন্তা চেতনা প্রতিফলিত হচ্ছে সর্বত্রই। শিক্ষা ক্ষেত্রে তিনি কেরানী নয়, কর্মঠ জাতি গঠনে দিয়ে গেছেন আধুনিক সময়োপযোগী শিক্ষানীতি। সকল বিতর্কের ঊর্ধ্বে রেখে শিক্ষা খাতকে তিনি আধুনিকায়নে মেধামনন প্রয়োগ করেছেন। এক সময়ের মুষ্টিচালে পরিচালিত দেশের মাদ্রাসাগুলোকে যিনি সম্মানী ভাতার আওতায় এনে ধর্মীয় শিক্ষার প্রসার ঘটিয়েছেন। সনাতনী কওমি মাদ্রাসার শিক্ষায় যুক্ত হয়েছে আধুনিক চিন্তা চেতনা।

মানবসম্পদ উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান তাঁরই অবদান। স্বাধীন দেশের পবিত্র সংবিধানে জাতির কর্ম-কল্যাণের গভীর চিন্তা প্রস্ফুটিত হওয়ায়, আজ উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা করার মত সক্ষম বাংলাদেশ। নদীমাতৃক বাংলাদেশের পারাপারে বাঁশের সাঁকো, কাঠের ব্রিজের এখন অত্যাধুনিক বাংলাদেশে উন্নত ব্রিজ, কালভার্ট, সর্বোপরি দৃষ্টিনন্দন পদ্মাসেতু দৃশ্যমান। মানুষের নিরাপত্তা, মৌলিক অধিকার নিশ্চিতকরণে বঙ্গবন্ধুর দর্শন বাস্তবায়নে বর্তমান সরকার দৃঢ় অঙ্গীকারবদ্ধ। সুশাসন নিশ্চিত করতে বঙ্গবন্ধুর দর্শন, স্বাধীন বিচার ব্যবস্থার সুফল বর্তমান জাতি ভোগ করেছেন।

কৃষি ক্ষেত্রের আধুনিকায়নে প্রান্তজনের দোরগোড়ায় পৌঁছে গেছে কৃষকদের ব্যবহার আধুনিক কৃষিযন্ত্রপাতি, ন্যায্যমূল্যে উন্নত কৃষিবীজ ও সার-কীটনাশক। এক সময়কার অভাব অনটনের এই ভূখণ্ড বর্তমান উন্নয়নের মহাসড়কে। যোগাযোগ ক্ষেত্রে জাতির পিতার চিন্তা চেতনা প্রতিফলিত হওয়ায় রাস্তাঘাট, স্থলপথ, নৌপথ, আকাশপথে স্বাধীন দেশের সাথে পৃথিবীর উন্নয়নশীল দেশের যোগাযোগ এখন হাতের মুঠোয়। চা-শিল্প, গার্মেন্টস শিল্প ও কুটির শিল্পের উন্নয়ন এগিয়ে চলছেই। পর্যটন শিল্পের প্রসার দিন দিন ঊর্ধ্বগামী। হ্যারিকেন, কুঁপিবাতির এই দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষরা ভোগ করছেন বৈদ্যুতিক আলো। এক সময়কার কবুতরের পায়ে বাঁধা কিংবা ডাকপিয়নের চিঠির থলে এখন তিরোহিত, উন্নয়ন ঘটেছে অভূতপূর্ব। ২৪ ঘণ্টার ব্যবধানে পৌঁছে যাচ্ছে এক জেলা থেকে অন্য জেলায় চিঠিপত্র। ই-মেইল, ফ্যাক্স, মোবাইল ব্যাংকিং এখন গ্রামের অশিক্ষিত, অর্ধশিক্ষিত, খেঁটে খাওয়া মানুষের নাগালে।

৩৬ হাজার কেজি ওজনের বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বিশ্বের ৫৭টির একটি। যার মাধ্যমে ইন্টারনেট সংযোগ, মোবাইল নেটওয়ার্ক, প্রাকৃতিক দুর্যোগ, ঝড়-বৃষ্টি জলোচ্ছ্বাস সম্পর্কে তথ্য দ্রুত পাওয়া যাচ্ছে। এক সময়কার হাতুড়ে চিকিৎসার এই দেশে, বর্তমানে ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠিত। পুষ্টি-প্রোটিন এবং হাতের কাছে চিকিৎসা সেবা থাকায় মাতৃমৃত্যু প্রায় শূন্যের কোটায়। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয় যানবাহন, উপজেলা পর্যায়ে অগ্নিনির্বাপক উপকরণ থাকায় বঙ্গবন্ধুর আধুনিক বাংলাদেশ নির্মাণের দর্শন প্রতিফলিত হচ্ছে। বাসস্থানের উন্নয়নে হত দরিদ্রদের জন্য একটি বাড়ি একটি খামার, বিধবাভাতা, বয়স্ক ভাতা, উপবৃত্তি, মাতৃকালীন ভাতার সকল কিছুই আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুরই দর্শন।

অসাম্প্রদায়িক চেতনার মহান নেতা আধুনিক বাংলাদেশ গঠনে ‘ধর্ম যার যার উৎসব সবার’ দর্শনে বিশ্বাসী। নদী মাতৃক বাংলাদেশের জলাশয় ভরাট, নদী-নালা খাল-বিল দখল মুক্ত কঠোর হওয়ার দিক-নির্দেশনায় বঙ্গবন্ধুর আধুনিক বাংলাদেশ বিনির্মাণের দর্শনরই প্রতিফলন। ভারত-বাংলাদেশ দীর্ঘদিনের সীমান্ত জটিলতা নিরসনে তিনিই ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তি করে গিয়েছিলেন। ২০১৫ সালে যে চুক্তির বাস্তবায়ন হওয়ায় উভয় দেশের ৫৫ হাজার মানুষ সভ্য পৃথিবীর আধুনিকতার ছোঁয়া পাচ্ছেন। বঙ্গবন্ধুর আধুনিক দর্শন এতই গভীর যে, বিশ্ব গণ-মাধ্যমের চোখে তিনি ছিলেন এক ঐতিহাসিক ক্ষণজন্মা মহাপুরুষ। বিদেশী ভক্ত, কট্টর সমালোচক এমনকি শক্ররাও তাঁর ব্যক্তিত্ব ও নেতৃত্বের প্রশংসা করেছেন।

শ্রীলঙ্কার সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বলেছেন, ‘দক্ষিণ এশিয়ার গত কয়েক শতকে বিশ্বকে অনেক শিক্ষক, দার্শনিক, দক্ষ, রাষ্ট্রনায়ক, রাজনৈতিক নেতা ও যোদ্ধা উপহার দিয়েছেন। কিন্তু শেখ মুজিবুর রহমান সব কিছু ছাপিয়ে তাঁর স্থান নির্ধারণ করেছেন সর্বোচ্চ আসেন। তিনি বাঙালি জাতির স্বপ্ন পূরণ করেছেন। তাদেরকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছেন।’ প্রয়াত ভারত বিজ্ঞানী ও সাবেক রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের ভাষায়, ‘বঙ্গবন্ধু ঐশ্বরিক আগুন এবং তিনি নিজেই সে আগুনে ডানাযুক্ত করতে পেরেছিলেন। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব জেএন দীক্ষিত বলেন, ‘প্রথম সরকার, জাতির জনক শেখ মুজিবুর রহমান উপমহাদেশে বাংলাদেশের পৃথক জাতিসত্তায় গভীর বিশ্বাসী ছিলেন। শেখ মুজিব এই উপমহাদেশে স্বতন্ত্র সামাজিক ও রাজনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশের পরিচয়ে তিনি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন।’

ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে এসে বলেছেন, ‘শেখ মুজিবুর রহমান এই উপমহাদেশের গণতন্ত্রের এক প্রতিমূর্তি, এক বিশাল ব্যক্তিত্ব।’ ৭১ এর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণকারী সাবেক (বেলুচিস্তান) অফিসার মেজর জেনারেল তোজাম্মেল হোসেন মালিক তাঁর স্মৃতিকথায় লিখেছেন, ‘মুজিব দেশদ্রোহী ছিলেন না। নিজ জনগণের জন্য তিনি ছিলেন এক মহান দেশ প্রেমিক। তৎকালীন পাকিস্তানি জান্তার মুখপাত্র মেজর সিদ্দিক মালিক বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের কথা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করে, তাঁর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দলিল গ্রন্থে লিখেছেন, ‘ রেসকোর্সের ময়দানে বঙ্গবন্ধুর ভাষণের পর ঘরমূখি মানুষের ঢল নামে। তাদের দেখে মনে হচ্ছিল আশা ব্যঞ্জক বাণী শ্রবণ শেষে মসজিদ অথবা গির্জা থেকে তাঁরা বেরিয়ে আসছেন।’ তৎকালীন জাতিসংঘ মহাসচিব উ থান্ট পাকিস্তানিকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘ শেখ মুজিবুর রহমানের ভাগ্য নিয়ে নতুন করে বাড়াবাড়ি করলে তার প্রতিক্রিয়া অনিবার্যভাবে পাকিস্তানি সীমান্তের বাইরে ছড়িয়ে পড়বে’।

সেনেগালের তৎকালীন প্রেসিডেন্ট আবদু দি উক ১৯৯৯ সালে এক আন্তর্জাতিক সম্মেলনে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এই আফ্রিকান নেতা বলেন, ‘ আপনি এমন পরিবার থেকে এসেছেন, যে পরিবার বাংলাদেশকে অন্যতম মহান ও শ্রদ্ধাভাজন নেতা উপহার দিয়েছেন। আপনার পিতা শেখ মুজিবুর রহমান। কে দেশের জনগণ যথার্থই বাংলাদেশে মুক্তিদাতা হিসেবে বেছে নিয়েছিলেন।’ ড. পীযুষ কান্তি বড়ুয়া, তাঁর এক প্রবন্ধে উল্লেখ করেন, ‘ একটি রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন বলতে অর্থনৈতিক, রাজনৈতিক ও মানবিক উন্নয়নের সমন্বিত রূপ। এর মধ্যে অর্থনীতির আওতায় কৃষি, শিল্প, আমদানি- রপ্তানি। মানবিক উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প-সাহিত্য, ক্রীড়া ও মানবসম্পদ।’

বঙ্গবন্ধুর আধুনিক বাংলাদেশ বিনির্মাণে এই দর্শন সুস্পষ্ট, যেখানে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুস্থ-সবল জ্ঞান চেতনায় সমৃদ্ধ কোন রকম ভেদ বৈষম্য, শোষণহীন, অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ। বঙ্গবন্ধু ঘোষিত ৬ দফাতেই বঙ্গবন্ধুর আধুনিক বাংলাদেশ বিনির্মাণের উর্বর বীজতলা। ১৯৭১ আমেরিকান মিশনারি জেনিন লকারবি (চট্টগ্রাম) তার অন-ডিউটি ইন বাংলাদেশ বইয়ে লিখেছেন, ‘ এমন একজন মানুষের আবির্ভাব ঘটেছে, যে অনগ্রসর বাঙালি জাতিকে মুক্তির আস্বাদ দেবে, তাঁর নাম শেখ মুজিব।’ ব্রিটিশ হাউস অব লর্ডস এর সদস্য ও সাম্রাজ্যবাদ বিরোধী শীর্ষস্থানীয় যোদ্ধা ফেনার ব্রকওয়ে বলেছেন, ‘ সংগ্রামের ইতিহাসে লেনিন, বোজালিবার্গ, গান্ধী, নকুমা, লমুমবা, ক্যাস্ট্রো ও আলেন্দার সঙ্গে মুজিবের নাম উচ্চারিত হবে। তিনি বলেন, ‘তাঁকে হত্যা করা ছিল, মানবতা হত্যার চেয়ে অনেক বড় অপরাধ। শেখ মুজিব শুধু তাঁর জনগণের রাজনৈতিক স্বাধীনতার জন্য সংগ্রাম করেন নি, তিনি তাদের সামাজিক ও অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করেছিলেন।’

রহিম আব্দুর রহিম, শিক্ষক, কলামিস্ট, নাট্যকার ও শিশু সাহিত্যিক। ইমেইল: [email protected]

মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। sylhettoday24.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে sylhettoday24.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।

আপনার মন্তব্য

লেখক তালিকা অঞ্জন আচার্য অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী ৪৮ অসীম চক্রবর্তী আজম খান ১১ আজমিনা আফরিন তোড়া ১০ আনোয়ারুল হক হেলাল আফসানা বেগম আবদুল গাফফার চৌধুরী আবু এম ইউসুফ আবু সাঈদ আহমেদ আব্দুল করিম কিম ৩২ আব্দুল্লাহ আল নোমান আব্দুল্লাহ হারুন জুয়েল ১০ আমিনা আইরিন আরশাদ খান আরিফ জেবতিক ১৭ আরিফ রহমান ১৬ আরিফুর রহমান আলমগীর নিষাদ আলমগীর শাহরিয়ার ৫৪ আশরাফ মাহমুদ আশিক শাওন ইনাম আহমদ চৌধুরী ইমতিয়াজ মাহমুদ ৭১ ইয়ামেন এম হক এ এইচ এম খায়রুজ্জামান লিটন একুশ তাপাদার এখলাসুর রহমান ৩৭ এনামুল হক এনাম ৪২ এমদাদুল হক তুহিন ১৯ এস এম নাদিম মাহমুদ ৩৩ ওমর ফারুক লুক্স কবির য়াহমদ ৬৩ কাজল দাস ১০ কাজী মাহবুব হাসান কেশব কুমার অধিকারী খুরশীদ শাম্মী ১৭ গোঁসাই পাহ্‌লভী ১৪ চিররঞ্জন সরকার ৩৫ জফির সেতু জহিরুল হক বাপি ৪৪ জহিরুল হক মজুমদার জাকিয়া সুলতানা মুক্তা জান্নাতুল মাওয়া জাহিদ নেওয়াজ খান জুনাইদ আহমেদ পলক জুয়েল রাজ ১০২ ড. এ. কে. আব্দুল মোমেন ১২ ড. কাবেরী গায়েন ২৩ ড. শাখাওয়াৎ নয়ন ড. শামীম আহমেদ ৪১ ডা. আতিকুজ্জামান ফিলিপ ২০ ডা. সাঈদ এনাম ডোরা প্রেন্টিস তপু সৌমেন তসলিমা নাসরিন তানবীরা তালুকদার তোফায়েল আহমেদ ৩১ দিব্যেন্দু দ্বীপ দেব দুলাল গুহ দেব প্রসাদ দেবু দেবজ্যোতি দেবু ২৭ নাজমুল হাসান ২৪ নিখিল নীল পাপলু বাঙ্গালী পুলক ঘটক প্রফেসর ড. মো. আতী উল্লাহ ফকির ইলিয়াস ২৪ ফজলুল বারী ৬২ ফড়িং ক্যামেলিয়া ফরিদ আহমেদ ৪২ ফারজানা কবীর খান স্নিগ্ধা বদরুল আলম বন্যা আহমেদ বিজন সরকার বিপ্লব কর্মকার ব্যারিস্টার জাকির হোসেন ব্যারিস্টার তুরিন আফরোজ ১৮ ভায়লেট হালদার মারজিয়া প্রভা মাসকাওয়াথ আহসান ১৯০ মাসুদ পারভেজ মাহমুদুল হক মুন্সী মিলন ফারাবী মুনীর উদ্দীন শামীম ১০ মুহম্মদ জাফর ইকবাল ১৫৩ মো. মাহমুদুর রহমান মো. সাখাওয়াত হোসেন মোছাদ্দিক উজ্জ্বল মোনাজ হক ১৪ রণেশ মৈত্র ১৮৩ রতন কুমার সমাদ্দার রহিম আব্দুর রহিম ৫৫ রাজু আহমেদ ১৬ রাজেশ পাল ২৮ রুমী আহমেদ রেজা ঘটক ৩৮ লীনা পারভীন শওগাত আলী সাগর শাওন মাহমুদ