আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

Advertise

স্বপ্ন দেখি সমাজমস্তিষ্ক পরিবর্তনের

এনামুল হক এনাম  

দুর্নীতি, লুটপাটের রাজনীতি, বিচারহীনতার সংস্কৃতি, দুর্বৃত্তায়নের অতিমারিতেও সবসময় পজিটিভ থিংকিং এর চর্চার মধ্যে নিয়ে আসতে হবে আমাদের সবাইকে। জানি, মুক্তচিন্তার সংকটে জাতি একটি কঠিন সময় পার করছে। মস্তিষ্কে পচন ধরলে প্রদাহ নৈতিক স্খলন থেকেই শুরু হয়। ব্যক্তি থেকে সেই সংক্রমণ সমাজে ছড়িয়ে গেছে, এজন্য ন্যায়, অন্যায়, নীতি নৈতিকতা সামাজিক নির্ণয়কেও বিশাল পরিবর্তন হয়েছে।

আগে আমরা ভাল থেকে উৎকৃষ্ট বেছে নিতাম, এখন খারাপ থেকে অপেক্ষাকৃত কম খারাপকে ভাল হিসেবে গ্রহণ করি।

পৃথিবীর ইতিহাসে প্রতিটি জাতি, সমাজ, দেশই এরকম কঠিন সময় পার করেছে। টেমস নদীর ধারে পাখির কোলাহল উপভোগ করে গ্রীষ্মের আবহাওয়ায় মুগ্ধ পথিক হয়তো জানেই না মাত্র ১৮৫ বছর আগে এই টেমস নদী নগরবাসীর ছুড়ে ফেলা ময়লা আবর্জনার নর্দমায় পরিণত হয়েছিল, সেই পানি ব্যবহারে কলেরা মহামারী হয়েছিল। আজ যেমন আমাদের ঢাকার বুড়িগঙ্গা যে সময় পার করছে।

সভ্যতার আলো সময়ের সাথে সাথে ধীরে ধীরে সমাজে ছড়ায়, সভ্যতা অর্জন করতে হয়। সভ্যতার ধ্যান, জ্ঞান সামাজিক মস্তিষ্কের চর্চা ও ধারণের মধ্যে নির্ভর করে। এটা এমন নয় যে, বিশ্ববিদ্যালয়ের ৪/৫ বছরের কোর্সের মত সিলেবাস দিয়ে শিখিয়ে দেয়া যায়। সময় এখানে শিক্ষক, ভালকে ভাল মনে করে ভাল/নৈতিক কাজ করা, এবং মন্দকে মন্দ জেনে মন্দ/অনৈতিক কাজ থেকে বিরত থাকার শিক্ষা হাজার বছরের চর্চা ফল। জাতি হিসেবে আমরা হয়তো বিভ্রান্ত, তবে এই বিভ্রান্তি সাময়িক। হাজার হাজার বছরের সভ্যতার অর্জনের বিচারে অবশ্যই আমাদের এই কঠিন সময়, সংকট, বিভ্রান্তি সবই সাময়িক।

আমি স্বপ্ন দেখি দেশ উন্নত হবে, জাতি হিসেবে আমরা সভ্য হব, আমাদের নীতি নৈতিকতা মান আন্তর্জাতিক মানের হবে, বুদ্ধিবৃত্তিক চিন্তাশীল সমাজ থাকবে...! আর এই স্বপ্নের বাস্তবায়ন নিয়ে আমি মনে করি না তাড়াহুড়ো করার প্রয়োজন আছে। উপরন্তু মনে করি, সমসাময়িক কালে উন্নত দেশ, জাতির নীতি নৈতিকতা বা সভ্যতার চিন্তা আমাদের মাঝে চলে আসলে আমরা পাগল দিগম্বর হয়ে রাস্তাঘাটে উদভ্রান্তের মত দিগ্বিদিক ছুটবো। অপরিণত সামাজিক মস্তিষ্কে সভ্যতা ধারণ আমাদের ধ্বংসের কারণও হতে পারে।

বুদ্ধিবৃত্তিক চর্চা চলুক, সমাজ শিখুক, সামাজিক মস্তিষ্ক পরিণত হোক, আমরা সেই স্বপ্নই দেখি। জরুরি নয় স্বপ্নের বাস্তবায়ন আমরা দেখে যেতে পারবো। কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের কেউ না কেউ তো সেই স্বপ্নের বাস্তব রূপ অবশ্যই দেখবে।

মনে রাখবেন, হাজার বছর আগে যে বা যারা আকাশে উড়ার স্বপ্ন দেখেছিল, তারা কিন্তু বিমান বানায়নি। তবে তারা স্বপ্ন দেখেছিল বলেই আজ আমরা হাওয়ায় ডানা মেলি।

সবাই পজিটিভ হই, স্বপ্ন দেখি... অন্তত আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য।

এনামুল হক এনাম, কলামিস্ট, সাহিত্যিক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ

মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। sylhettoday24.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে sylhettoday24.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।

আপনার মন্তব্য

লেখক তালিকা অঞ্জন আচার্য অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী ৪৮ অসীম চক্রবর্তী আজম খান ১১ আজমিনা আফরিন তোড়া ১০ আনোয়ারুল হক হেলাল আফসানা বেগম আবদুল গাফফার চৌধুরী আবু এম ইউসুফ আবু সাঈদ আহমেদ আব্দুল করিম কিম ৩২ আব্দুল্লাহ আল নোমান আব্দুল্লাহ হারুন জুয়েল ১০ আমিনা আইরিন আরশাদ খান আরিফ জেবতিক ১৭ আরিফ রহমান ১৬ আরিফুর রহমান আলমগীর নিষাদ আলমগীর শাহরিয়ার ৫৪ আশরাফ মাহমুদ আশিক শাওন ইনাম আহমদ চৌধুরী ইমতিয়াজ মাহমুদ ৭১ ইয়ামেন এম হক এ এইচ এম খায়রুজ্জামান লিটন একুশ তাপাদার এখলাসুর রহমান ৩৭ এনামুল হক এনাম ৪২ এমদাদুল হক তুহিন ১৯ এস এম নাদিম মাহমুদ ৩৩ ওমর ফারুক লুক্স কবির য়াহমদ ৬৩ কাজল দাস ১০ কাজী মাহবুব হাসান কেশব কুমার অধিকারী খুরশীদ শাম্মী ১৭ গোঁসাই পাহ্‌লভী ১৪ চিররঞ্জন সরকার ৩৫ জফির সেতু জহিরুল হক বাপি ৪৪ জহিরুল হক মজুমদার জাকিয়া সুলতানা মুক্তা জান্নাতুল মাওয়া জাহিদ নেওয়াজ খান জুনাইদ আহমেদ পলক জুয়েল রাজ ১০২ ড. এ. কে. আব্দুল মোমেন ১২ ড. কাবেরী গায়েন ২৩ ড. শাখাওয়াৎ নয়ন ড. শামীম আহমেদ ৪১ ডা. আতিকুজ্জামান ফিলিপ ২০ ডা. সাঈদ এনাম ডোরা প্রেন্টিস তপু সৌমেন তসলিমা নাসরিন তানবীরা তালুকদার তোফায়েল আহমেদ ৩১ দিব্যেন্দু দ্বীপ দেব দুলাল গুহ দেব প্রসাদ দেবু দেবজ্যোতি দেবু ২৭ নাজমুল হাসান ২৪ নিখিল নীল পাপলু বাঙ্গালী পুলক ঘটক প্রফেসর ড. মো. আতী উল্লাহ ফকির ইলিয়াস ২৪ ফজলুল বারী ৬২ ফড়িং ক্যামেলিয়া ফরিদ আহমেদ ৪২ ফারজানা কবীর খান স্নিগ্ধা বদরুল আলম বন্যা আহমেদ বিজন সরকার বিপ্লব কর্মকার ব্যারিস্টার জাকির হোসেন ব্যারিস্টার তুরিন আফরোজ ১৮ ভায়লেট হালদার মারজিয়া প্রভা মাসকাওয়াথ আহসান ১৯০ মাসুদ পারভেজ মাহমুদুল হক মুন্সী মিলন ফারাবী মুনীর উদ্দীন শামীম ১০ মুহম্মদ জাফর ইকবাল ১৫৩ মো. মাহমুদুর রহমান মো. সাখাওয়াত হোসেন মোছাদ্দিক উজ্জ্বল মোনাজ হক ১৪ রণেশ মৈত্র ১৮৩ রতন কুমার সমাদ্দার রহিম আব্দুর রহিম ৫৫ রাজু আহমেদ ১৬ রাজেশ পাল ২৮ রুমী আহমেদ রেজা ঘটক ৩৮ লীনা পারভীন শওগাত আলী সাগর শাওন মাহমুদ