আজ বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

Advertise

আমলাতন্ত্রের বাড়াবাড়ি

ডা. আতিকুজ্জামান ফিলিপ  

আমলাতন্ত্রের বাড়াবাড়ি নিয়ে আমি ও আমার মতো অনেকেই সবসময়ই সরব থাকার চেষ্টা করি। পরিচিতদের অনেকেই ব্যাপারটিকে সহজভাবে নিতে পারেন না! আমরা কেন আমলাতন্ত্রের অতি আগ্রাসী ভূমিকা নিয়ে সবসময়ই সোচ্চার থাকার চেষ্টা করি তার স্বপক্ষেই বোধ করি সচিবালয়ে একটি ব্যতিক্রমী ঘটনা ঘটে গেলো কাল। শঙ্কা হয়, আমলাদের এই অতি আগ্রাসী ভূমিকার কারণে আমাদের প্রাণের আওয়ামী লীগ সরকারকেই না শেষ পর্যন্ত খেসারত দিতে হয়!

এখন পর্যন্ত যতটুকু তথ্য বিভিন্ন মিডিয়ায় পাওয়া যাচ্ছে তাতে করে মনে হচ্ছে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমলারা সোমবার তাদের কক্ষে দীর্ঘ ৬ ঘন্টা আটক করে রেখেছিলেন ওই সাংবাদিক কর্তৃক তাদের কিছু তথ্য বেহাত হওয়ার অভিযোগে। ৬ ঘন্টা আটক রাখার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে শাহবাগ থানায় তথ্যচুরির অভিযোগে সোপর্দ করা হয়েছে। যদিও তাদের অভিযোগপত্রেই বিভিন্নরকম স্ববিরোধী গোঁজামিল রয়েছে বলে অনেকেই জানিয়েছেন।

উল্লেখ্য সাংবাদিক রোজিনা ইসলাম এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে কিছু সিরিজ রিপোর্ট করেছিলেন।অনেকের ধারনা এটাই হয়তো রোজিনার জন্য কাল হয়েছে!

স্বাস্থ্য মন্ত্রণালয় যে ধুয়া তুলসী পাতা নয় সেটা তো দেশবাসীর কাছে এখন আর অজানা নয়। আমরা চিকিৎসকরা যখন এর আগে বিভিন্ন সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দুর্নীতি নিয়ে সোচ্চার হওয়ার চেষ্টা করেছি তখনই আমাদের টুটি চেপে ধরার চেষ্টা করা হয়েছে। এই মন্ত্রণালয়ের মন্ত্রী সচিব থেকে শুরু করে সকল আমলারাই নিজেদের গোঁমর ঢাকতে চিকিৎসকদেরকে 'বলির পাঠা' হিসেবে ব্যবহার করেছেন বারবার, এই মন্ত্রণালয় থেকে সদ্য অপসারিত একজন সচিব তো চিকিৎসক হয়রানির ব্যাপারটিকে একেবারে ব্যক্তিগত ইগোর পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। তাদের সেই চিরাচরিত ঔপনিবেশিক মানসিকতার ধারাবাহিকতা ধরে রাখতেই বোধ হয় তারা ওই সাংবাদিককে সচিবালয়ে ৬ ঘন্টা আটকে রেখেছিলেন।

এমনিতেই বিগত প্রায় অর্ধযুগ ধরে সাংবাদিকের মত প্রকাশের স্বাধীনতা এবং ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে বিভিন্ন মহলে জোর আলোচনা-সমালোচনা চলছে। এই আলোচনা-সমালোচনার মাঝে সত্যতা যেমন আছে তেমনি ফেইক বা অতিরঞ্জনও যে নেই তাও বলা যাবে না। আমরা দেখেছি দৃক গ্যালারির শহীদুল আলম, সাংবাদিক ইলিয়াস, কনক সরোয়ার ও পিনাকি ভট্টাচার্যরা তিলকে তাল বানিয়ে মত প্রকাশের স্বাধীনতার প্রশ্ন তুলে দেশে ও বিদেশে কিভাবে বর্তমান আওয়ামী লীগ সরকারকে প্রতিনিয়ত হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে যাচ্ছে।

আপাতদৃষ্টিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমলাদের দ্বারা সংঘটিত এই ঘটনা আগুনে ঘি ঢালার মতো একটি ঘটনা বলেই মনে হচ্ছে। এতে সরকারবিরোধী সকল শক্তিই এবার একসাথে রা রা করে উঠবে। যে মামুনুল গংরা নেতিয়ে গিয়েছিলো তারাও এবার বাঘের মতো গা ঝাড়া দিয়ে উঠবে। বস্তুত সরকারবিরোধী সকল অপশক্তি সরকারকে বেকায়দায় ফেলার জন্য এমন একটি মোক্ষম সুযোগেরই অপেক্ষায় ছিলো। অতি আগ্রাসী আমলারা তাদের হাতে বুঝি সেই সুযোগটিই তুলে দিলো!

আমলারা কখনো সরকারকে নিয়ে ভাবে না, তারা শুধু তাদের নিজেদের নিয়েই ভাবে। কিছু ব্যতিক্রম অবশ্যই আছে কিন্তু ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না।

ডা. আতিকুজ্জামান ফিলিপ, সাবেক সহ তথ্য ও গবেষণা সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।

মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। sylhettoday24.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে sylhettoday24.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।

আপনার মন্তব্য

লেখক তালিকা অঞ্জন আচার্য অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী ৪৮ অসীম চক্রবর্তী আজম খান ১১ আজমিনা আফরিন তোড়া ১০ আনোয়ারুল হক হেলাল আফসানা বেগম আবদুল গাফফার চৌধুরী আবু এম ইউসুফ আবু সাঈদ আহমেদ আব্দুল করিম কিম ৩২ আব্দুল্লাহ আল নোমান আব্দুল্লাহ হারুন জুয়েল ১০ আমিনা আইরিন আরশাদ খান আরিফ জেবতিক ১৭ আরিফ রহমান ১৬ আরিফুর রহমান আলমগীর নিষাদ আলমগীর শাহরিয়ার ৫৪ আশরাফ মাহমুদ আশিক শাওন ইনাম আহমদ চৌধুরী ইমতিয়াজ মাহমুদ ৭১ ইয়ামেন এম হক এ এইচ এম খায়রুজ্জামান লিটন একুশ তাপাদার এখলাসুর রহমান ৩৭ এনামুল হক এনাম ৪২ এমদাদুল হক তুহিন ১৯ এস এম নাদিম মাহমুদ ৩৩ ওমর ফারুক লুক্স কবির য়াহমদ ৬৩ কাজল দাস ১০ কাজী মাহবুব হাসান কেশব কুমার অধিকারী খুরশীদ শাম্মী ১৭ গোঁসাই পাহ্‌লভী ১৪ চিররঞ্জন সরকার ৩৫ জফির সেতু জহিরুল হক বাপি ৪৪ জহিরুল হক মজুমদার জাকিয়া সুলতানা মুক্তা জান্নাতুল মাওয়া জাহিদ নেওয়াজ খান জুনাইদ আহমেদ পলক জুয়েল রাজ ১০২ ড. এ. কে. আব্দুল মোমেন ১২ ড. কাবেরী গায়েন ২৩ ড. শাখাওয়াৎ নয়ন ড. শামীম আহমেদ ৪১ ডা. আতিকুজ্জামান ফিলিপ ২০ ডা. সাঈদ এনাম ডোরা প্রেন্টিস তপু সৌমেন তসলিমা নাসরিন তানবীরা তালুকদার তোফায়েল আহমেদ ৩১ দিব্যেন্দু দ্বীপ দেব দুলাল গুহ দেব প্রসাদ দেবু দেবজ্যোতি দেবু ২৭ নাজমুল হাসান ২৪ নিখিল নীল পাপলু বাঙ্গালী পুলক ঘটক প্রফেসর ড. মো. আতী উল্লাহ ফকির ইলিয়াস ২৪ ফজলুল বারী ৬২ ফড়িং ক্যামেলিয়া ফরিদ আহমেদ ৪২ ফারজানা কবীর খান স্নিগ্ধা বদরুল আলম বন্যা আহমেদ বিজন সরকার বিপ্লব কর্মকার ব্যারিস্টার জাকির হোসেন ব্যারিস্টার তুরিন আফরোজ ১৮ ভায়লেট হালদার মারজিয়া প্রভা মাসকাওয়াথ আহসান ১৯০ মাসুদ পারভেজ মাহমুদুল হক মুন্সী মিলন ফারাবী মুনীর উদ্দীন শামীম ১০ মুহম্মদ জাফর ইকবাল ১৫৩ মো. মাহমুদুর রহমান মো. সাখাওয়াত হোসেন মোছাদ্দিক উজ্জ্বল মোনাজ হক ১৪ রণেশ মৈত্র ১৮৩ রতন কুমার সমাদ্দার রহিম আব্দুর রহিম ৫৫ রাজু আহমেদ ১৬ রাজেশ পাল ২৮ রুমী আহমেদ রেজা ঘটক ৩৮ লীনা পারভীন শওগাত আলী সাগর শাওন মাহমুদ