টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Advertise
জহিরুল হক বাপি | ১৬ জুন, ২০২১
পরীমণি কেন এত রাতে বোট ক্লাবে গেল সে প্রশ্ন যুক্তিযুক্ত হতো সঙ্গে যদি প্রশ্ন করতেন মাঝরাতে অভিযুক্ত বয়স্ক লোকেরা বউ-বাচ্চা-ঘুম বাদ দিয়ে খালের মধ্যে কী করছিল! মাঝরাতে ক্লাবে তাদের কী? আবার আপনারা যারা অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গেই বিচার করে ফেলেছেন অভিযুক্ত ব্যক্তি অপরাধী তারা এত নিশ্চিত কেমনে জানলেন? মিথ্যা ধর্ষণ মামলা, মানহানির মামলা হয়নি এর আগে? আপনারা যারা ঘটনা জানার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে অপরাধীকে সাব্যস্ত করে ফেলেছেন তাদের অবচেতনে কাজ করছে "ধনী তাই করছে"। ধনী মাত্রই ধর্ষক! আপনি নিজেও আর্থিক অবস্থার উন্নতি চান। তারমানে কি আপনারা ধর্ষক হতে চান!
আমরা যখন প্রত্যেকেই দু-পক্ষের উকিল এবং পক্ষ বিচারকের ভূমিকায় যুদ্ধ করছি তখন বরাবরই মতোই একটা "বিষয়" আমাদের চোখ এড়িয়ে যায়। এই বিষয়টার সমাধান হওয়া জরুরি।
প্রায়ই দেখি পুলিশ মামলা নেয় না। দৃশ্যমান অপরাধ যেমন বাড়িঘর ভাঙচুরের ঘটনা, ধর্ষণ ঘটার পরও পুলিশ মামলা নেয় না। এমন ঘটনা নিয়মিতই শুনি, দেখি। পরীমণির ঘটনায় ভিডিওফুটেজে দেখা গেছে অসুস্থ পরীমণি থানায় গেছে। থানায় তার অভিযোগ নেয়নি। কেন? মামলা নেওয়া না নেওয়া কি পুলিশের ইচ্ছাধীন? আইন কী বলে?
আবার অভিযুক্ত নাসিরকে তিন নারীসহ গ্রেপ্তারের পর পুলিশ কর্মকর্তা বললেন "রক্ষিতাসহ" গ্রেপ্তার। "রক্ষিতার" লাইসেন্স কোথায় থেকে দেওয়া হয়? রক্ষিতা অবৈধ। তাহলে কীভাবে বোঝা যায় কোন নারী রক্ষিতা? কপালে গায়েবি লেখা উঠে? নাকি ওই নারী নিজেকে পরিচয় দেয় রক্ষিতা হিসেবে? এটা কেমন কথা একজন সরকারি কর্মকর্তা গণমাধ্যমের সামনে গ্রেপ্তারকৃতকে রক্ষিতা বলবেন? এটা যদি কেউ বলতে পারে তবে সেটা আদালত।
ক'দিন ধরে হঠাৎ উধাও উগ্রবাদী, জঙ্গি, আল-কায়েদা, বিতর্কিত বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান। বাংলাদেশের সবচেয়ে উগ্রবাদী বক্তাদের একজন আদনান নামের এই জঙ্গি, ইসলাম বিকৃতকারী। আদনান উধাও হবার সঙ্গে সঙ্গেই রায় চলে আসলো ফেসবুকে, ইন্টারনেটে- সরকার গুম করেছে। হাজার হাজার চার্জশিট রায় দেখে ভাবাই যায় তারা সকলেই চাক্ষুষ সাক্ষী। এক্কেবারে সামনে দাঁড়াইয়া দুইনয়ন দিয়ে ঘটনা দেখেছে!
আপনাদের চার্জশিট, রায়ের বিপরীতে একটা প্রশ্ন করি- মামুনুল, কাসেমীর মতো হেভিওয়েট হেফাজতি নেতা, মাদানি, হামজার মতো বক্তাকে সরকার নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করছে সেখানে তাহার মতো চুনোপুঁটিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোপনে কেন গুম করবে? আবার আরেক দল শতভাগ নিশ্চিত যে জঙ্গি আদনান আত্মগোপনে গেছে বা আল-কায়েদা, তালেবানদের সাথে যোগ দিতে আফগান, পাকিস্তান, সিরিয়া চলে গেছে।
এরআগে অনেকেই এমন গায়েব হয়েছেন। তাদের কাউকে কাউকে পরে সিরিয়া, তুরস্কে, পাকিস্তানে, আফগানিস্তানে পাওয়া গেছে। এরা জঙ্গি। কেউ কেউ গ্রেপ্তার, কেউ নিখোঁজ, কেউ মৃত। কেউ কেউ অজ্ঞাতবাস থেকে ফিরে এসেছেন কয়েক মাস পর।
বিচার, রায় না দিয়ে আমাদের উচিত যেন সঠিক তদন্ত হয় তার দিকে নজর দেওয়া।
মোদ্দা কথা আদনান নিখোঁজ। সে গুম, আত্মগোপনে, তালেবানদের সঙ্গে যোগ দিতে গিয়েছে যাইহোক তা খুঁজে বের করার দায়িত্ব সরকারের। তাকে যদি গ্রেপ্তার করা হয় তবে তা জানানো হোক। এই "অজ্ঞাত" বাস থেকে ফিরে আসার খবর সভ্যতার বিপরীত। জঙ্গি আদনানের অবস্থান বের করা সরকারের দায়িত্ব।
মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। sylhettoday24.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে sylhettoday24.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।
আপনার মন্তব্য