আজ শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

Advertise

শেষ পর্যন্ত জীবন আপনারই!

জহিরুল হক বাপি  

করোনার থাবায় চিকিৎসা সেবার উন্নতদেশগুলোও কাত হয়ে গেছে, যাচ্ছে। করোনা যেন টার্গেট করে করে বিভিন্ন এলাকা আক্রমণ করছে। বর্তমানে বাংলাদেশের অবস্থা দেখে বলাই যায় করোনা এত দিনে থাবা বসানো শুরু করেছে। ভয়ঙ্করতম থাবা।

গত সোয়া একবছর ছিল প্র্যাকটিস ম্যাচ। বাছাই পর্ব। আমরা ফেল মেরেছি। এক্সিভেটরে গোর খোদা হচ্ছে সময় বাঁচানোর জন্য। তাতেও লাভ হচ্ছে না। ৪/৫ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। গোসলেও একই অবস্থা। এটা ঢাকার চিত্র।

হাসপাতালের ডাক্তার, নার্সরা জান দিয়ে দিচ্ছে। কিন্তু এত চাপ কিভাবে সুশৃঙ্খল সামলানো সম্ভব? ২৫০ বেডের হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৪ গুণ করোনা রোগী। খবরে আমরা শুধু হাসপাতালে মৃত্যুর খবর দেখি। দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকাসহ বিভাগীয় হাসপাতালে আসার পথে অ্যাম্বুলেন্সে, ঘরে কত রোগী মারা যাচ্ছেন তার হিসাব নাই।

সরকারকে গালি দেবেন? কোন কারণে? লকডাউন না দিলে আমরা চেঁচাতে থাকি সরকার ভোটের রাজনীতি করার জন্য, ব্যবসায়ীদের মন রাখার জন্য লকডাউন দিচ্ছে না। আবার লকডাউন দিলেও আমরা মানছি না। অথচ বেলা শেষে জীবন প্রাণ প্রত্যেকের নিজের।

সরকার লকডাউন পুরোপুরি তুলে দিক, শপিংমলগুলোতে ৯০% ভাগ ছাড় দিক- দামি রেস্তোরাঁ/পর্যটন/বিনোদন কেন্দ্রে ৯০% ছাড় দিলে আপনি সে সুযোগ নেবেন কি নেবেন না এটা একান্ত আপনার বিষয়।

কিছুক্ষণ আগে একজন ফোন দিয়ে সরকারের তীব্র সমালোচনা করল লকডাউন তুলে দেওয়ার কারণে। তিনি তার স্ত্রীসহ ঈদ শপিংয়ে যেতে-যেতে আমারে ফোন দিয়েছিলেন। তাকে কী বলা যায়!

মৃত্যুর খবর, আক্রান্তের খবর, হাসপাতালে বেড যোগাড়, আইসিইউর জন্য মানুষের ভয়ঙ্কর হাহাকার দেখে নিজেরও অসুস্থ হয়ে যাওয়ার দশা পরিচিত কারো কারো। পরিচিত একজন মাস্ক পরতেন না। তাদের পরিবারের সবার একই অবস্থা। মাস্ক পরার কথা বললে বলত- "আল্লাহ্‌ ভরসা। আল্লাহ্‌ করোনায় মরণ লিখে রাখলে তাই হবে। করোনা কিছু না।" তিনি এতদূর বলতেন যে মুসলমানের করোনা হয় না। শিক্ষিত। সফল। তার ভাই মারা গেল করোনায়। তিনি আক্রান্ত, তার স্ত্রী আক্রান্ত। তিনি এখন সব দোষ দিচ্ছেন সরকারকে। আমি তাকে জিজ্ঞেস করতে পারতাম মাস্ক পরেননি আল্লাহ্‌ ভরসা বলে। এখন কেন সরকারের দোষ? তিনি আজীবন সরকারকে গালাগাল দিতে পারবেন কিন্তু তার ভাই ফিরে আসবে না। করোনার চিকিৎসা করাতে গিয়ে যে টাকা খরচ হয়েছে তাও জমাতে কয়েক বছর লাগবে।

শেষ পর্যন্ত জীবন-স্বজন আপনার।

জহিরুল হক বাপি, লেখক ও চলচ্চিত্র নির্মাতা

মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। sylhettoday24.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে sylhettoday24.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।

আপনার মন্তব্য

লেখক তালিকা অঞ্জন আচার্য অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী ৪৮ অসীম চক্রবর্তী আজম খান ১১ আজমিনা আফরিন তোড়া ১০ আনোয়ারুল হক হেলাল আফসানা বেগম আবদুল গাফফার চৌধুরী আবু এম ইউসুফ আবু সাঈদ আহমেদ আব্দুল করিম কিম ৩২ আব্দুল্লাহ আল নোমান আব্দুল্লাহ হারুন জুয়েল ১০ আমিনা আইরিন আরশাদ খান আরিফ জেবতিক ১৭ আরিফ রহমান ১৬ আরিফুর রহমান আলমগীর নিষাদ আলমগীর শাহরিয়ার ৫৪ আশরাফ মাহমুদ আশিক শাওন ইনাম আহমদ চৌধুরী ইমতিয়াজ মাহমুদ ৭১ ইয়ামেন এম হক এ এইচ এম খায়রুজ্জামান লিটন একুশ তাপাদার এখলাসুর রহমান ৩৭ এনামুল হক এনাম ৪২ এমদাদুল হক তুহিন ১৯ এস এম নাদিম মাহমুদ ৩৩ ওমর ফারুক লুক্স কবির য়াহমদ ৬৩ কাজল দাস ১০ কাজী মাহবুব হাসান কেশব কুমার অধিকারী খুরশীদ শাম্মী ১৭ গোঁসাই পাহ্‌লভী ১৪ চিররঞ্জন সরকার ৩৫ জফির সেতু জহিরুল হক বাপি ৪৪ জহিরুল হক মজুমদার জাকিয়া সুলতানা মুক্তা জান্নাতুল মাওয়া জাহিদ নেওয়াজ খান জুনাইদ আহমেদ পলক জুয়েল রাজ ১০২ ড. এ. কে. আব্দুল মোমেন ১২ ড. কাবেরী গায়েন ২৩ ড. শাখাওয়াৎ নয়ন ড. শামীম আহমেদ ৪১ ডা. আতিকুজ্জামান ফিলিপ ২০ ডা. সাঈদ এনাম ডোরা প্রেন্টিস তপু সৌমেন তসলিমা নাসরিন তানবীরা তালুকদার তোফায়েল আহমেদ ৩১ দিব্যেন্দু দ্বীপ দেব দুলাল গুহ দেব প্রসাদ দেবু দেবজ্যোতি দেবু ২৭ নাজমুল হাসান ২৪ নিখিল নীল পাপলু বাঙ্গালী পুলক ঘটক প্রফেসর ড. মো. আতী উল্লাহ ফকির ইলিয়াস ২৪ ফজলুল বারী ৬২ ফড়িং ক্যামেলিয়া ফরিদ আহমেদ ৪২ ফারজানা কবীর খান স্নিগ্ধা বদরুল আলম বন্যা আহমেদ বিজন সরকার বিপ্লব কর্মকার ব্যারিস্টার জাকির হোসেন ব্যারিস্টার তুরিন আফরোজ ১৮ ভায়লেট হালদার মারজিয়া প্রভা মাসকাওয়াথ আহসান ১৯০ মাসুদ পারভেজ মাহমুদুল হক মুন্সী মিলন ফারাবী মুনীর উদ্দীন শামীম ১০ মুহম্মদ জাফর ইকবাল ১৫৩ মো. মাহমুদুর রহমান মো. সাখাওয়াত হোসেন মোছাদ্দিক উজ্জ্বল মোনাজ হক ১৪ রণেশ মৈত্র ১৮৩ রতন কুমার সমাদ্দার রহিম আব্দুর রহিম ৫৫ রাজু আহমেদ ১৬ রাজেশ পাল ২৮ রুমী আহমেদ রেজা ঘটক ৩৮ লীনা পারভীন শওগাত আলী সাগর শাওন মাহমুদ