আজ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

Advertise

‘স্যার’ সম্বোধনে কি আত্মবিশ্বাস?

জহিরুল হক বাপি  

সংবিধান অনুযায়ী ‘জনগণ’ রাষ্ট্রের মালিক। সরকারি কর্মচারীরা জনগণের বেতনভুক কর্মচারী। এই বেতনভুক কর্মচারীদের ‘স্যার’ না বললে মাইন্ড করে। বর্তমানে অবস্থা এমন যে সরকারি অফিসের বাথরুমের ‘বদনাকেও’ স্যার বলতে হয়। বিভিন্ন সরকারি অফিসের দালালদেরও স্যার বলতে হয়। তা না হলে কাজ তো হয় না উল্টা হয়রানি, দিনের পর দিন ঘোরাঘুরি এমনকি খারাপ ব্যবহারও। মালিক তার বেতনভুক কর্মচারীদের স্যার বলছে। হওয়ার কথা উল্টা। সরকারি কর্মচারীরা রাষ্ট্রের মালিক জনগণকে ‘স্যার’ বলার কথা।

‘স্যার’ শব্দের মধ্যে কী এমন মধু আছে? নাকি এটার বাড়তি কোন শক্তি আছে? এই ‘স্যার’ শব্দ নিয়ে ইদানীং নিয়মিত বিব্রতকর, অনৈতিক পরিস্থিতি তৈরি হচ্ছে। একজন ইউএনওকে আপা ডাকাতে তিনি বাণী দিলেন ‘আপা’ যারা ডাকে তাদের চরিত্রে সমস্যা আছে। তাহলে তো সকল আওয়ামী লীগ সমর্থকের চরিত্রে সমস্যা আছে। ছেলে, মেয়ে, বুড়া, জোয়ান সবাই মাননীয় প্রধানমন্ত্রীকে ‘আপা’ ডাকে।

আমাদের দেশ গণমানুষের দেশ। প্রান্তিক মানুষের দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু বলতেন গণমানুষের বাংলাদেশ। আমাদের স্বাক্ষরতার হার যতই হোক আসলে আমরা এখনও ততটা শিক্ষিত নই। আমাদের নিজস্ব কিছু আচার, রীতি আছে। এগুলোতেই বাঙালি। বাঙালি এখনও ‘স্যার’ বলা রপ্ত করেনি। যদি সরকারি কর্মচারীরা রাষ্ট্রের মালিক হতো বা যদি তাদের স্যার বলা আইন থাকতো (আমার জানা মতে এমন আইন নাই) তবুও গণমানুষ স্যার বলতে পারতো না। তারা স্যারের বদলে ভাই, আপাই ডাকত। তাছাড়া সাধারণ মানুষ সরকারি অফিসে জীবনে যায় ক'বার? স্যার বলার যদি আইন থাকতো তবুও অনভ্যস্ততা, না জানার জন্য ‘স্যার’ বলতে পারতো না।

স্যার না শুনলে সরকারি কর্মচারীরা এত ক্ষিপ্ত হন কেন এখন? তাদের এই হীনমন্যতার কারণ কী? প্রশিক্ষণে কি ঝামেলা আছে?

রাষ্ট্রীয়, আইনিভাবে পরিস্কার হওয়া জরুরি কে কাকে ‘স্যার’ বলবে? কেন বলবে? সেটা যদি পরিস্কার না করে রাষ্ট্র ও আইন তবে এমন বিভ্রান্তিকর, বিব্রতকর, বিরক্তিকর পরিস্থিতি তৈরি হবে। যদি জনগণ সরকারি কর্মচারীদের ‘স্যার’ বলা আইন হয় তবে এ নিয়ে প্রচার, প্রচারণা চালানো হোক। টিভিতে আগে জন্মনিয়ন্ত্রণ, বাথরুম করার পর হাত ধোয়া বিষয়ক বিজ্ঞাপন, বিভিন্ন অনুষ্ঠান প্রচার হতো। এতে ফল পাওয়া গেছে। জনগণ সচেতন হয়েছে।

‘স্যার’ বলা বিষয় জনগণকে অভ্যস্ত করতে বিজ্ঞাপন, প্রচার প্রচারণা চালানো হোক। আর আইন যদি বিপরীত হয় তবে সরকারি কর্মচারীদের কঠিন নির্দেশনাসহ মনিটরিং করা হোক যেন সব সরকারি কর্মচারী জনগণকে স্যার বলে। স্যার না বললে ‘আইনি’ ব্যবস্থা নেওয়া হোক।

জহিরুল হক বাপি, লেখক ও চলচ্চিত্র নির্মাতা

মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। sylhettoday24.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে sylhettoday24.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।

আপনার মন্তব্য

লেখক তালিকা অঞ্জন আচার্য অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী ৪৮ অসীম চক্রবর্তী আজম খান ১১ আজমিনা আফরিন তোড়া ১০ আনোয়ারুল হক হেলাল আফসানা বেগম আবদুল গাফফার চৌধুরী আবু এম ইউসুফ আবু সাঈদ আহমেদ আব্দুল করিম কিম ৩২ আব্দুল্লাহ আল নোমান আব্দুল্লাহ হারুন জুয়েল ১০ আমিনা আইরিন আরশাদ খান আরিফ জেবতিক ১৭ আরিফ রহমান ১৬ আরিফুর রহমান আলমগীর নিষাদ আলমগীর শাহরিয়ার ৫৪ আশরাফ মাহমুদ আশিক শাওন ইনাম আহমদ চৌধুরী ইমতিয়াজ মাহমুদ ৭১ ইয়ামেন এম হক এ এইচ এম খায়রুজ্জামান লিটন একুশ তাপাদার এখলাসুর রহমান ৩৭ এনামুল হক এনাম ৪২ এমদাদুল হক তুহিন ১৯ এস এম নাদিম মাহমুদ ৩৩ ওমর ফারুক লুক্স কবির য়াহমদ ৬৩ কাজল দাস ১০ কাজী মাহবুব হাসান কেশব কুমার অধিকারী খুরশীদ শাম্মী ১৭ গোঁসাই পাহ্‌লভী ১৪ চিররঞ্জন সরকার ৩৫ জফির সেতু জহিরুল হক বাপি ৪৪ জহিরুল হক মজুমদার জাকিয়া সুলতানা মুক্তা জান্নাতুল মাওয়া জাহিদ নেওয়াজ খান জুনাইদ আহমেদ পলক জুয়েল রাজ ১০২ ড. এ. কে. আব্দুল মোমেন ১২ ড. কাবেরী গায়েন ২৩ ড. শাখাওয়াৎ নয়ন ড. শামীম আহমেদ ৪১ ডা. আতিকুজ্জামান ফিলিপ ২০ ডা. সাঈদ এনাম ডোরা প্রেন্টিস তপু সৌমেন তসলিমা নাসরিন তানবীরা তালুকদার তোফায়েল আহমেদ ৩১ দিব্যেন্দু দ্বীপ দেব দুলাল গুহ দেব প্রসাদ দেবু দেবজ্যোতি দেবু ২৭ নাজমুল হাসান ২৪ নিখিল নীল পাপলু বাঙ্গালী পুলক ঘটক প্রফেসর ড. মো. আতী উল্লাহ ফকির ইলিয়াস ২৪ ফজলুল বারী ৬২ ফড়িং ক্যামেলিয়া ফরিদ আহমেদ ৪২ ফারজানা কবীর খান স্নিগ্ধা বদরুল আলম বন্যা আহমেদ বিজন সরকার বিপ্লব কর্মকার ব্যারিস্টার জাকির হোসেন ব্যারিস্টার তুরিন আফরোজ ১৮ ভায়লেট হালদার মারজিয়া প্রভা মাসকাওয়াথ আহসান ১৯০ মাসুদ পারভেজ মাহমুদুল হক মুন্সী মিলন ফারাবী মুনীর উদ্দীন শামীম ১০ মুহম্মদ জাফর ইকবাল ১৫৩ মো. মাহমুদুর রহমান মো. সাখাওয়াত হোসেন মোছাদ্দিক উজ্জ্বল মোনাজ হক ১৪ রণেশ মৈত্র ১৮৩ রতন কুমার সমাদ্দার রহিম আব্দুর রহিম ৫৫ রাজু আহমেদ ১৬ রাজেশ পাল ২৮ রুমী আহমেদ রেজা ঘটক ৩৮ লীনা পারভীন শওগাত আলী সাগর শাওন মাহমুদ