আজ বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪

Advertise

পৃথিবীর কোথাও দেশবিরোধী শক্তি এত শক্তিমান নয়

ডা. আতিকুজ্জামান ফিলিপ  

শুধু শহীদ বুদ্ধিজীবী দিবসেই নয়, বরং প্রতিটি দিবসেই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে স্মরণ করা এবং তাদের রেখে যাওয়া অসমাপ্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়াও আমাদের অবশ্যকর্তব্য। পাশাপাশি যাদের জন্য সেদিন জাতির এই সূর্যসন্তানদের কাজ থেমে গিয়েছিলো, যাদের জন্য বড্ড অসময়ে তাদেরকে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হয়েছিলো তাদেরকে বয়কট করাও আমাদের অবশ্যকর্তব্য।

এই বয়কটের কাজটি আমরা আজও করতে পারিনি বলেই আজও সেই পাকিস্তানি প্রেতাত্মারা দোর্দণ্ড দাপটে দেশময় দাপিয়ে বেড়ায়, আজও গয়েশ্বর রায়দের মতো লোকেরা শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে কটূক্তি করার সাহস দেখায়!

শুরু থেকেই তাদেরকে বয়কট করতে পারিনি বলেই আজও এই স্বাধীন বাংলাদেশেও স্বাধীনতার পক্ষে ও বিপক্ষে দুটি ধারা প্রচণ্ড প্রকটভাবে বিরাজমান!

এমনটি কি হওয়ার কথা ছিলো? মোটেও না। স্বাধীনতার পর থেকে এদেশে শুধু একটি ধারা, শুধু স্বাধীনতার পক্ষের ধারাটিই সগৌরবে বিরাজমান থাকার কথা ছিলো, অন্যকোন ধারা নয়।

পৃথিবীর আর কোন দেশ যারা শত্রুর কাছ থেকে নিজের দেশটি ছিনিয়ে আনতে পেরেছে তাদের দেশে এমন স্বাধীনতার পক্ষে ও বিপক্ষে দুটি ধারা বিরাজমান আছে বলে আমাদের জানা নেই। তাদের মাঝে রাজনৈতিক দলাদলি আছে কিন্তু স্বাধীনতার প্রশ্নে এমন দুটি ধারা নেই। তাদের দেশে এমন দুটি ধারা নেই কারণ তারা স্বাধীনতার পরপরই স্বাধীনতাবিরোধীদেরকে পারিবারিকভাবে, সামাজিকভাবে, আর্থিকভাবে এবং সর্বোপরি রাষ্ট্রীয়ভাবে সমূলে বিনাশ করতে পেরেছে।

আমাদের পূর্বপুরুষেরা স্বাধীনতার পর এই মোক্ষম কাজটি করতে চরমভাবে ব্যর্থ হয়েছে, আমরাও ব্যর্থ হচ্ছি। দায় তাদের যেমন ছিলো, আমাদেরও আছে।

দেশমাতৃকার তরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের মহান আত্মত্যাগের সার্থকতা কি থাকে যদি এদেশীয় স্বাধীনতাবিরোধী অপশক্তিকে আজও আমরা আঁকড়ে থাকি!

ডা. আতিকুজ্জামান ফিলিপ, সাবেক সহ তথ্য ও গবেষণা সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।

মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। sylhettoday24.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে sylhettoday24.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।

আপনার মন্তব্য

লেখক তালিকা অঞ্জন আচার্য অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী ৪৮ অসীম চক্রবর্তী আজম খান ১১ আজমিনা আফরিন তোড়া ১০ আনোয়ারুল হক হেলাল আফসানা বেগম আবদুল গাফফার চৌধুরী আবু এম ইউসুফ আবু সাঈদ আহমেদ আব্দুল করিম কিম ৩২ আব্দুল্লাহ আল নোমান আব্দুল্লাহ হারুন জুয়েল ১০ আমিনা আইরিন আরশাদ খান আরিফ জেবতিক ১৮ আরিফ রহমান ১৬ আরিফুর রহমান আলমগীর নিষাদ আলমগীর শাহরিয়ার ৫৪ আশরাফ মাহমুদ আশিক শাওন ইনাম আহমদ চৌধুরী ইমতিয়াজ মাহমুদ ৭১ ইয়ামেন এম হক এ এইচ এম খায়রুজ্জামান লিটন একুশ তাপাদার এখলাসুর রহমান ৩৭ এনামুল হক এনাম ৪২ এমদাদুল হক তুহিন ১৯ এস এম নাদিম মাহমুদ ৩৩ ওমর ফারুক লুক্স কবির য়াহমদ ৬৩ কাজল দাস ১০ কাজী মাহবুব হাসান কেশব কুমার অধিকারী খুরশীদ শাম্মী ১৭ গোঁসাই পাহ্‌লভী ১৪ চিররঞ্জন সরকার ৩৫ জফির সেতু জহিরুল হক বাপি ৪৪ জহিরুল হক মজুমদার জাকিয়া সুলতানা মুক্তা জান্নাতুল মাওয়া জাহিদ নেওয়াজ খান জুনাইদ আহমেদ পলক জুয়েল রাজ ১০৪ ড. এ. কে. আব্দুল মোমেন ১২ ড. কাবেরী গায়েন ২৩ ড. শাখাওয়াৎ নয়ন ড. শামীম আহমেদ ৪১ ডা. আতিকুজ্জামান ফিলিপ ২০ ডা. সাঈদ এনাম ডোরা প্রেন্টিস তপু সৌমেন তসলিমা নাসরিন তানবীরা তালুকদার তোফায়েল আহমেদ ৩১ দিব্যেন্দু দ্বীপ দেব দুলাল গুহ দেব প্রসাদ দেবু দেবজ্যোতি দেবু ২৭ নাজমুল হাসান ২৪ নিখিল নীল পাপলু বাঙ্গালী পুলক ঘটক প্রফেসর ড. মো. আতী উল্লাহ ফকির ইলিয়াস ২৪ ফজলুল বারী ৬২ ফড়িং ক্যামেলিয়া ফরিদ আহমেদ ৪২ ফারজানা কবীর খান স্নিগ্ধা বদরুল আলম বন্যা আহমেদ বিজন সরকার বিপ্লব কর্মকার ব্যারিস্টার জাকির হোসেন ব্যারিস্টার তুরিন আফরোজ ১৮ ভায়লেট হালদার মারজিয়া প্রভা মাসকাওয়াথ আহসান ১৯০ মাসুদ পারভেজ মাহমুদুল হক মুন্সী মিলন ফারাবী মুনীর উদ্দীন শামীম ১০ মুহম্মদ জাফর ইকবাল ১৫৩ মো. মাহমুদুর রহমান মো. সাখাওয়াত হোসেন মোছাদ্দিক উজ্জ্বল মোনাজ হক ১৪ রণেশ মৈত্র ১৮৩ রতন কুমার সমাদ্দার রহিম আব্দুর রহিম ৫৫ রাজু আহমেদ ১৮ রাজেশ পাল ২৮ রুমী আহমেদ রেজা ঘটক ৩৮ লীনা পারভীন শওগাত আলী সাগর শাওন মাহমুদ