আজ বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

Advertise

সালতামামি অথবা সপ্তাহের সংবাদচক্র

মাসকাওয়াথ আহসান  

সম্পাদক সাহেব ডেকে নির্দেশ দেন ২০২১ সালের একটা সালতামামি লেখার জন্য। সম্পাদকের কক্ষ থেকে বেরিয়ে সিনিয়র সাব-এডিটর মাথা চুলকে বসে যায় ২০২১ সালের উল্লেখযোগ্য ঘটনাবলী সম্পর্কে লিখতে। ঘটনাবলীর দিকে চোখ বুলিয়ে সিনিয়র সাব-এডিটরের মনে হয়; সপ্তাহের ঘটনাচক্র লিখলেই সেটা সালতামামি হয়ে যাবে। আলাদা করে বছরের ঘটনা খোঁজার মানে হয় না। এইদিন প্রতিদিন যেখানে; সেখানে সপ্তাহের সংবাদচক্র লিখলেই যথেষ্ট।

যেমন ধরা যাক শনিবার একটি ধর্ষণের ঘটনা। খবর আসার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিবাদে উত্তাল। বিচার চাই, বিচার চাই। নানারকম স্ট্যাটাস। নানারকম মুনশিয়ানায় লেখা প্ল্যাকার্ড। শনিবার সন্ধ্যা নাগাদ প্রতিবাদের উত্তাপে মনে হয়; এটাই ধর্ষণের শেষ ঘটনা। এরপর একটা এসপার-ওসপার হয়ে যাবে। টিভি টকশোর রোজ এনে রোজ খাওয়া আলোচনায় মাতৃরূপেনো সংস্থিতরা চেহারা এমন কঠোর করে কথা বলেন যে, ধর্ষণের মড়ক আজই থেমে যাবে।

কিন্তু রবিবার আসে পুলিশ আর স্থানীয় রিপোর্টারদের চা-বিড়ি ফুঁকার আসর থেকে উত্থিত 'ধর্ষিতার চরিত্র ব্যবচ্ছেদ' প্রতিবেদনে। ধর্ষিতাই খারাপ মেয়ে ছিলো এমন ইঙ্গিতে ভরপুর আলোচনায় রবিবারের বাতাস শনিবারের ঠিক উলটো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার বলবানদের কড়া কড়া স্ট্যাটাস। ভাবখানা এমন, নারী ঘরের মধ্যে থাকবে, পর্দা-পুসিদা সহকারে মেহরাম সহযোগে বাইরে যাবে; যদি একান্ত দরকার হয়। তালেবানরা যেমন বলেছে, নারী ৭২ কিলোমিটারের বেশি দূরত্বে যেন ভ্রমণ না করে। বলবানদের স্থানীয় প্রশাসন তখন গোলাপি বেলুন উড়িয়ে নারীর জন্য ৭২ ফুটের নিরাপদ ভ্রমণ কেন্দ্র চালু করে। মাতৃরূপে সংস্থিতরা আবার ফিরে আসে জ্বালাময়ী স্ট্যাটাস নিয়ে। এরকম ছোট ছোট প্রতিবাদে জ্বালাময়ী হলে তা নিরাপদ। ছোট ছোট প্রতিবাদে বিজয় অর্জনে এটাও বলা যায়, দ্যাখো কত বড় জবাবদিহির এক স্বচ্ছ সরকার।

সোমবার এলিট ফোর্স তার সংবাদ সম্মেলনে আবার বদলে দেয় সংবাদ ধারা। ধর্ষিতা নয় আবার ধর্ষকের দায় এসে পড়ে তৃতীয় দিনে। ধর্ষক নিশ্চিতভাবে সরকারি দলের লোক। ফেসবুকে স্থানীয় এমপির সঙ্গে ধর্ষকদের দাঁত কেলানো সেলফি ভাসতে থাকে। ধর্ষক ধনধান্যপুষ্পভরা বসুন্ধরার মালিকের ছেলে হলে, নো ওয়ান রেপড দ্য ধর্ষিতা। আর ধর্ষক বসুন্ধরার সহমত ভাই হলে তাকে গ্রেপ্তার। তখন অন্য সহমত ভাইদের দায়িত্ব ধর্ষককে সরকারি দলে পরাজিত শক্তির অনুপ্রবেশকারী রাজাকার হিসেবে চিহ্নিত করণ। সহমত দাদা আরেকটু এগিয়ে গিয়ে ধর্ষককে তালেবান হিসেবে দাগিয়ে দিয়ে যায়।

শনি-রবি-সোমবারের ধর্ষণকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করলে; পরিসংখ্যান ব্যুরো ব্যস্ত সমস্ত হয়ে উন্নয়নের নতুন সূচক প্রকাশের পায়তারা করে। মেট্রোরেল নড়ে উঠে উত্তরা থেকে বনানী ট্রায়াল রান করে। পদ্মাসেতুর চূড়ান্ত ঢালাই-এর দৃশ্য ক্যামেরাবন্দি করতে শশব্যস্ত হয় বাতাবি টিভির দল। ফলে মঙ্গলবার সকাল আসে, উনিই পারেন উনিই পারবেন এমন রবে; উনিই রব উনিই পরওয়ারদিগার এমন আনন্দে হুটোপুটি খায় সাইবদরেরা। শনিবার ধর্ষণের ঘটনায় যে প্রগতিশীল বলবানেরা সরকারের একটু বেশি সমালোচনা করে ফেলেছেন; তারা মঙ্গলবারের উন্নয়ন সংবাদ পেয়েই প্রশংসায় ভেসে মেক আপ সেশানে চলে যান। দিনের শেষে সরকারি পদক-টদকগুলোও তো পেতে হবে।

মঙ্গলবারের বাতাস অনুকূল পেয়ে সরকারি রাজনীতিকদের পিছে ফেলে পুলিশের কর্তা গর্জে ওঠেন, দেশের বাইরে থেকে টাকা এনে সরকার বিরোধী 'যন্ত্র ঐ একটাই ষড়যন্ত্র' করে যারা, তাদের বিষদাঁত ভেঙে দেয়া হবে। এ খবরের মন্তব্যে সাধারণ জনতা বলে, যাক বাবা তাও তারা টাকা দেশের বাইরে থেকে দেশে এনেছে; সহমত ভাইদের মতো দেশের বাইরে পাচার করে নাই। মঙ্গলবারের বাতাস অনুকূল থাকায় সরকারি নেতারা পান সুপারি চিবাতে চিবাতে প্রতিপক্ষের নেতা-নেত্রীদের নিয়ে রগড় করে। ধর্ষণের বিরুদ্ধে ফুঁসে ওঠা সংস্কৃতি মামা প্রতিপক্ষের নেত্রীকে নিয়ে আকারে ইঙ্গিতে স্বভাবসুলভ ধর্ষকামী কথাবার্তা বলে।

মঙ্গলবারের সুখ বুধবারে এসে যেন আর সয়না। লঞ্চে আগুন, বাস দুর্ঘটনা, অগণন মানুষের মৃত্যুর খবরে বুধবারের বাতাস ভারী হয়ে ওঠে। মন্ত্রীরা ঢেউটিন-ছাগল-নগদ অর্থের ক্ষতিপূরণ ঘোষণা করে পরিস্থিতি সামলাতে চেষ্টা করে। সহমত ভাইদের দায়িত্ব তখন, ইংল্যান্ড-আমেরিকার দুর্ঘটনার পরিসংখ্যান প্রোডিউস করা। সুরটা এমন, উন্নত দেশেও এমন হয়। সহমত দাদা পাকিস্তানের রুপির তুলনার বাংলাদেশের টাকা দ্বিগুণ শক্তিশালী এই মিম ঘাড়ে নিয়ে ইতস্তত দৌড়ঝাঁপ শুরু করে। বুধবার ভারাক্রান্ত হয় দুর্ঘটনায় মৃত্যুর মিছিলে; আর ডিজাস্টার ম্যানেজমেন্ট চলে 'উন্নত দেশেও এমন হয়' ভাটিয়ালি গানের সুরে।

বৃহস্পতিবার 'মন্দিরের মূর্তি' ভাঙার খবরে আবার বাতাস ভারাক্রান্ত হয়। বলবানেরা তখন 'ভারতেও সংখ্যালঘুরা কষ্টে আছে' এমন ওয়াজ নসিহতের সুরে আকুল হয়। মন্দিরের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের হলেও; সংস্কৃতি মামারা তখন ক্ষমতায় যেন 'গোপালি নয় গোলাপি' এমন পুরনো অভ্যাসে সে অনেক অনেককাল আগের কথা, নির্বাচনে জিতে গোলাপিরা মন্দির ভেঙেছিলোর গল্প নিয়ে টিভি টকশোতে হাজির হয়ে যায় বাঘ ও সিংহবদনে। ফেসবুকে মৌলবাদ নিয়ে বিশ্লেষণ হাজির করে সংস্কৃতি মামারা। পরকালশীল বলবানেরা শুক্রবারের নামাজের পরে উশৃঙ্খল হয়ে উঠতে পারে; এই আশঙ্কায় বিজিবি মোতায়েন করা হয়। মুরাদ জাতীয় কেউ বিবৃতি দেয়, সংবিধানে ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। ইসলাম গেলো গেলো রব ওঠে শোকরানা মেহেফিল শিবিরে।

আশঙ্কা থাকলেও শুক্রবারটা কিছুটা শান্তিপূর্ণ কেটে গেলে, বিকেলের দিকে উনি পান সুপারি চিবুতে চিবুতে প্রতিপক্ষকে টীকাটিপ্পনী দিয়ে 'ওদেরকে জনগণ কেন ভোট দেবে' জাতীয় মশকরা করেন। ফেসবুকে সহমত ভাইয়েরা আনন্দে হুটোপুটি খায়। বাতাবি লেবুর সুঘ্রাণে টিভিগুলো মৌ মৌ করে।

পাখিরা কিচির মিচির করে, হোয়াট ইজ ভোট!

মাসকাওয়াথ আহসান, সাংবাদিক, সাংবাদিকতা শিক্ষক

মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। sylhettoday24.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে sylhettoday24.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।

আপনার মন্তব্য

লেখক তালিকা অঞ্জন আচার্য অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী ৪৮ অসীম চক্রবর্তী আজম খান ১১ আজমিনা আফরিন তোড়া ১০ আনোয়ারুল হক হেলাল আফসানা বেগম আবদুল গাফফার চৌধুরী আবু এম ইউসুফ আবু সাঈদ আহমেদ আব্দুল করিম কিম ৩২ আব্দুল্লাহ আল নোমান আব্দুল্লাহ হারুন জুয়েল ১০ আমিনা আইরিন আরশাদ খান আরিফ জেবতিক ১৭ আরিফ রহমান ১৬ আরিফুর রহমান আলমগীর নিষাদ আলমগীর শাহরিয়ার ৫৪ আশরাফ মাহমুদ আশিক শাওন ইনাম আহমদ চৌধুরী ইমতিয়াজ মাহমুদ ৭১ ইয়ামেন এম হক এ এইচ এম খায়রুজ্জামান লিটন একুশ তাপাদার এখলাসুর রহমান ৩৭ এনামুল হক এনাম ৪২ এমদাদুল হক তুহিন ১৯ এস এম নাদিম মাহমুদ ৩৩ ওমর ফারুক লুক্স কবির য়াহমদ ৬৩ কাজল দাস ১০ কাজী মাহবুব হাসান কেশব কুমার অধিকারী খুরশীদ শাম্মী ১৭ গোঁসাই পাহ্‌লভী ১৪ চিররঞ্জন সরকার ৩৫ জফির সেতু জহিরুল হক বাপি ৪৪ জহিরুল হক মজুমদার জাকিয়া সুলতানা মুক্তা জান্নাতুল মাওয়া জাহিদ নেওয়াজ খান জুনাইদ আহমেদ পলক জুয়েল রাজ ১০২ ড. এ. কে. আব্দুল মোমেন ১২ ড. কাবেরী গায়েন ২৩ ড. শাখাওয়াৎ নয়ন ড. শামীম আহমেদ ৪১ ডা. আতিকুজ্জামান ফিলিপ ২০ ডা. সাঈদ এনাম ডোরা প্রেন্টিস তপু সৌমেন তসলিমা নাসরিন তানবীরা তালুকদার তোফায়েল আহমেদ ৩১ দিব্যেন্দু দ্বীপ দেব দুলাল গুহ দেব প্রসাদ দেবু দেবজ্যোতি দেবু ২৭ নাজমুল হাসান ২৪ নিখিল নীল পাপলু বাঙ্গালী পুলক ঘটক প্রফেসর ড. মো. আতী উল্লাহ ফকির ইলিয়াস ২৪ ফজলুল বারী ৬২ ফড়িং ক্যামেলিয়া ফরিদ আহমেদ ৪২ ফারজানা কবীর খান স্নিগ্ধা বদরুল আলম বন্যা আহমেদ বিজন সরকার বিপ্লব কর্মকার ব্যারিস্টার জাকির হোসেন ব্যারিস্টার তুরিন আফরোজ ১৮ ভায়লেট হালদার মারজিয়া প্রভা মাসকাওয়াথ আহসান ১৯০ মাসুদ পারভেজ মাহমুদুল হক মুন্সী মিলন ফারাবী মুনীর উদ্দীন শামীম ১০ মুহম্মদ জাফর ইকবাল ১৫৩ মো. মাহমুদুর রহমান মো. সাখাওয়াত হোসেন মোছাদ্দিক উজ্জ্বল মোনাজ হক ১৪ রণেশ মৈত্র ১৮৩ রতন কুমার সমাদ্দার রহিম আব্দুর রহিম ৫৫ রাজু আহমেদ ১৬ রাজেশ পাল ২৮ রুমী আহমেদ রেজা ঘটক ৩৮ লীনা পারভীন শওগাত আলী সাগর শাওন মাহমুদ