আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

Advertise

প্রজ্ঞা-প্রতীক ভেঙে বসছে খর্বচিন্তার বামন প্রতিমূর্তি

মাসকাওয়াথ আহসান  

একজন বুদ্ধিজীবী একটি দলীয় আদর্শ সমর্থন করতে পারেন। পৃথিবীর সব দেশেই বুদ্ধিজীবীদের মাঝে এরকম চর্চা আছে। আবার অনেকে আছে দল নিরপেক্ষ বুদ্ধিজীবী। মুহম্মদ জাফর ইকবালের আওয়ামী লীগ সমর্থন, জাফরুল্লাহ চৌধুরীর বিএনপি সমর্থন, বদরুদ্দীন উমরের বামদল সমর্থন; তাদের ইচ্ছার স্বাধীনতা; আবার সৈয়দ মনজুরুল ইসলামের দল নিরপেক্ষতা খুব উজ্জ্বল বাস্তবতা। এইসব সমর্থন কিংবা নিরপেক্ষতার গোড়ার কথা হচ্ছে দেশ ও সমাজকে ভালোবাসার ক্ষেত্রে তারা একই বিন্দুতে।

সলিমুল্লাহ খান তার ইতিহাস অনুসন্ধানে একটি ন্যারেটিভকে চ্যালেঞ্জ করতে পারেন; ফরহাদ মজহার সৃষ্টিকর্তাকে খুঁজে পেতে চেষ্টা করতে পারেন, তার মতো করে। শাহরিয়ার কবির সৃষ্টিকর্তাকে আরেকভাবে খুঁজতে পারেন। বুদ্ধিবৃত্তিক জগতে সবাই হয় শেখ হাসিনার স্তুতি করবেন, কিংবা খালেদা জিয়ার স্তুতি করবেন; এরকম একপেশে চাওয়া যাদের; পৃথিবীর বুদ্ধিবৃত্তিক চর্চার ইতিহাস সম্পর্কে তারা কিছুই জানেন না।

আমাদের বাংলাদেশকালে টেকাটুকার সোনার হরিণের পিছে দৌড়ে; শিক্ষাব্যবস্থাকে অবহেলা করে; আমরা দলীয় টেকাটুকার মেশিন দখলের জন্য একপেশে চিন্তার হুল্লোড় দেখতে পাই। টিএসসির সামনে জাতীয় কবিতা পরিষদের আসরে "কিংবদন্তীর কথা বলছি"-র কবি আবু জাফর ওবায়দুল্লাহকে দাওয়াত দিয়ে এনে অপমান করায় তার স্ট্রোকে মৃত্যুর খবরটি যেদিন শুনলাম; সেদিনই বুঝেছিলাম বাংলাদেশ অন্ধকারের দিকে যাত্রা করছে। আবু জাফর এরশাদ সরকারের মন্ত্রী ছিলেন বলে তাকে এনে যারা মানসিক পীড়নে হত্যা করেছিলো; তারা আওয়ামী লীগের সংস্কৃতিকর্মীরা। তাদের একজন কোমর শুকিয়ে থাকা এক বিশ্ববিদ্যালয় শিক্ষককে এখন ভিসি হবার জন্য দৌড়াদৌড়ি করতে দেখি। আবার শেখ হাসিনা যেদিন এরশাদকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দিলেন, সেদিন মনে হলো, ওহে আওয়ামী লীগের সংস্কৃতি মামারা, তোমরা কেন কবি আবু জাফরকে হত্যা করলে!

যেদিন জামায়াতের খুনেরা কবি শামসুর রাহমানের শ্যামলীর বাসায় হামলা করেছিলো, যেদিন হুমায়ুন আজাদকে চাপাতি দিয়ে কোপালো তারা; সেদিন আমি বুঝে গিয়েছিলাম, এইদেশ পাকিস্তানের চেয়েও ভয়ংকর হয়ে উঠেছে। এখানে প্রগতিশীলতার চর্চা অসম্ভব হয়ে উঠবে। কাজী নজরুলের মাজারের পাশে বিএনপির ছাত্র সংগঠন যেদিন রামেন্দু মজুমদারকে হামলা করেছিলো, বুঝেছিলাম এই দেশ বুদ্ধিজীবীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এরপর এলো ইন্টারযুগ। তখন কাউকে মানসিকভাবে হত্যা করতে আর ভূমিবাস্তবতার অপমান প্রয়োজন নেই। ফেসবুকে ইউনিভার্সিটি ড্রপ আউট শিয়াল অনায়াসে যে কোন বুদ্ধিজীবীকে নিয়ে বাংলা চটির ভাষায় আকথা-কুকথা বললে; অন্য শেয়ালেরা হুক্কা-হুয়া দিয়ে ওঠে। তরুণদের প্রাণের শাহবাগ আন্দোলনে বিরিয়ানি বহর নিয়ে ঢুকে বাকস্বাধীনতাহরণের শেয়ালেরা আওয়ামী লীগের সমালোচক বুদ্ধিজীবীদের নিয়ে নোংরা কথার পসরা সাজালো। এর বিপরীতে বাঁশেরকেল্লার শেয়ালেরা আওয়ামী লীগ ও বামচিন্তার সমর্থক বুদ্ধিজীবীদের "কল্লা নামিয়ে দেবা"-র প্রকাশ্য ঘোষণা নিয়ে হাজির হলো। বাংলাদেশ ছেয়ে গেলো "আম্মি ও বিম্পি" ফইন্নির ঘরের ফইন্নির অপসংস্কৃতিতে।

বদরুদ্দীন উমরের জুতাটিও যার চেয়ে শিক্ষিত, সেই অর্ধশিক্ষিত লোকটিও এসে দাঁত কেলিয়ে বদরুদ্দীন উমরকে গালি দিয়ে যায়। মুক্তিযুদ্ধে পিতা হারানো মুহম্মদ জাফর ইকবাল যুদ্ধের সময় "চকির তলায় লুকিয়ে ছিলেন", মুক্তিযুদ্ধে দুই বড় ভাই হারানো শাহরিয়ার কবির "পাক-সেনাদের মুরগি সাপ্লাই করতেন"-ইত্যাদি নির্বোধ রগড় করতে থাকে দুই পয়সার বিম্পি সমর্থকেরা। ফরহাদ মজহারকে গোয়েন্দা সংস্থার একই স্ট্যান্ডার্ডের ফইন্নি দিয়ে গুম করিয়ে দুই পয়সার আম্মি সমর্থকেরা ফাঁদলো তাদের অশ্লীল চটি গল্প। আসিফ নজরুলের ছবিতে "মদের বোতল" লালচিহ্নে দেখিয়ে অসাম্প্রদায়িকতার চেতনার ল্যাঙট পরা শেয়ালেরা হাহাহিহি করতে থাকলো। আবার দুই পয়সার শিবসেনা এসে সলিমুল্লাহ'র জ্ঞানের মাপামাপি শুরু করলো ফেসবুকে। এই অশ্লীল কুরুক্ষেত্র রচিত হয়েছে বিষবৃক্ষের ছায়ায়।

এদের বাপেরা সুচিন্তা ও হাওয়া ভবন সাজিয়ে দেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করলো; বেগমপাড়ায় আলকাপনৃত্যে চোরের খনির মুজরা সাজালো; তাদের নিয়ে টুঁ শব্দটি করার ক্ষমতা নেই এইসব হুক্কাহুয়া শেয়ালদের। বুদ্ধিজীবীদের অপমান করার ক্ষেত্রে "সব শেয়ালের একই রাঁ"।

এইসব ফইন্নির ঘরের ফইন্নি জানে, দেশে দলীয় ঠিকাদারি করে খড়ের ঘরের জায়গায় প্রাসাদ তুলতে পারবে; চুলে জেল দিয়ে ওয়েস্টইন-এ সেলফি তুলতে পারবে; কিন্তু ঐ যে জ্ঞানবৃক্ষ ঐ যে সংস্কৃতি ও সভ্যতার আলো; তা অর্জন তাদের বাপেরও সাধ্য নেই।

বিএনপি ও আওয়ামী লীগের ২০০১ থেকে আজ পর্যন্ত চলমান অপশাসনে শিক্ষা--সংস্কৃতি-প্রগতি এসব নির্মূল করে; স্থূল শাসক শোষক পরিতোষক, ভণ্ড সংস্কৃতিধারক-এর বুলবুলি আখড়াই বসানো হয়েছে। প্রতিটি দিন-প্রতিটি মুহূর্তে তাদের শত্রুতা শিক্ষা ও প্রজ্ঞার সঙ্গে। বুদ্ধিজীবীরা হচ্ছে শিক্ষা ও প্রজ্ঞার প্রতীক। সেইসব প্রতীক সেইসব আইকন ভেঙে সেখানে খর্ব চিন্তার বামনের প্রতিমূর্তি বসাতে মরিয়া এইসব দলীয় সাইবার সৈনিক। বাংলাদেশকে বাঁচাতে এইসব সাইবদরকে প্রতিহত করতে হবে।

মাসকাওয়াথ আহসান, সাংবাদিক, সাংবাদিকতা শিক্ষক

মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। sylhettoday24.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে sylhettoday24.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।

আপনার মন্তব্য

লেখক তালিকা অঞ্জন আচার্য অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী ৪৮ অসীম চক্রবর্তী আজম খান ১১ আজমিনা আফরিন তোড়া ১০ আনোয়ারুল হক হেলাল আফসানা বেগম আবদুল গাফফার চৌধুরী আবু এম ইউসুফ আবু সাঈদ আহমেদ আব্দুল করিম কিম ৩২ আব্দুল্লাহ আল নোমান আব্দুল্লাহ হারুন জুয়েল ১০ আমিনা আইরিন আরশাদ খান আরিফ জেবতিক ১৭ আরিফ রহমান ১৬ আরিফুর রহমান আলমগীর নিষাদ আলমগীর শাহরিয়ার ৫৪ আশরাফ মাহমুদ আশিক শাওন ইনাম আহমদ চৌধুরী ইমতিয়াজ মাহমুদ ৭১ ইয়ামেন এম হক এ এইচ এম খায়রুজ্জামান লিটন একুশ তাপাদার এখলাসুর রহমান ৩৭ এনামুল হক এনাম ৪১ এমদাদুল হক তুহিন ১৯ এস এম নাদিম মাহমুদ ৩৩ ওমর ফারুক লুক্স কবির য়াহমদ ৬২ কাজল দাস ১০ কাজী মাহবুব হাসান কেশব কুমার অধিকারী খুরশীদ শাম্মী ১৭ গোঁসাই পাহ্‌লভী ১৪ চিররঞ্জন সরকার ৩৫ জফির সেতু জহিরুল হক বাপি ৪৪ জহিরুল হক মজুমদার জাকিয়া সুলতানা মুক্তা জান্নাতুল মাওয়া জাহিদ নেওয়াজ খান জুনাইদ আহমেদ পলক জুয়েল রাজ ১০২ ড. এ. কে. আব্দুল মোমেন ১২ ড. কাবেরী গায়েন ২৩ ড. শাখাওয়াৎ নয়ন ড. শামীম আহমেদ ৪১ ডা. আতিকুজ্জামান ফিলিপ ১৯ ডা. সাঈদ এনাম ডোরা প্রেন্টিস তপু সৌমেন তসলিমা নাসরিন তানবীরা তালুকদার তোফায়েল আহমেদ ৩০ দিব্যেন্দু দ্বীপ দেব দুলাল গুহ দেব প্রসাদ দেবু দেবজ্যোতি দেবু ২৭ নাজমুল হাসান ২৪ নিখিল নীল পাপলু বাঙ্গালী পুলক ঘটক প্রফেসর ড. মো. আতী উল্লাহ ফকির ইলিয়াস ২৪ ফজলুল বারী ৬২ ফড়িং ক্যামেলিয়া ফরিদ আহমেদ ৪২ ফারজানা কবীর খান স্নিগ্ধা বদরুল আলম বন্যা আহমেদ বিজন সরকার বিপ্লব কর্মকার ব্যারিস্টার জাকির হোসেন ব্যারিস্টার তুরিন আফরোজ ১৮ ভায়লেট হালদার মারজিয়া প্রভা মাসকাওয়াথ আহসান ১৮৯ মাসুদ পারভেজ মাহমুদুল হক মুন্সী মিলন ফারাবী মুনীর উদ্দীন শামীম ১০ মুহম্মদ জাফর ইকবাল ১৫৩ মো. মাহমুদুর রহমান মো. সাখাওয়াত হোসেন মোছাদ্দিক উজ্জ্বল মোনাজ হক ১৪ রণেশ মৈত্র ১৮৩ রতন কুমার সমাদ্দার রহিম আব্দুর রহিম ৫৫ রাজু আহমেদ ১৫ রাজেশ পাল ২৮ রুমী আহমেদ রেজা ঘটক ৩৮ লীনা পারভীন শওগাত আলী সাগর শাওন মাহমুদ