আজ শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

Advertise

জেগে ওঠলো মৃতরা!

রহিম আব্দুর রহিম  

অন্যায়-অনাচারের তীব্র দ্রোহ, দুর্যোগ-মহামারি প্রতিরোধের অগ্রসৈনিক, পৃথিবীর কল্যাণ-মঙ্গল বিনির্মাণেও যাদের পদচারণা অগ্রগণ্য, তারাই হলো ছাত্রসমাজ। এই গোষ্ঠীই যুগে যুগে, কালে-কালে সমাজ-রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে জমে থাকা সকল প্রকার অপ-শাসন, শোষণ দূর করে দেশকে দাঁড় করিয়েছে শক্রমুক্ত স্বাধীন দেশ হিসেবে। এক্ষেত্রে মহান এবং ত্যাগের বলিষ্ঠ ভূমিকায় অধিষ্ঠিত ছিলেন রাষ্ট্র নির্মাতা জাতির পিতা শেখ মুজিবুর রহমান। যিনি কল্যাণ এবং মানবের সার্বিক মুক্তিদাতা হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছেন। পৃথিবীর প্রায় দেশেই এরকম মহামানবের জন্ম হয়েছিল বলেই আজ বিশ্বের প্রায় ৮'শ কোটি মানব প্রাণ সভ্যতার আলো-আঁধারে ভাসমান। পৃথিবীর সকল প্রান্তেই সভ্যতা বিনির্মাণে শ্রেষ্ঠ কারিগর ছাত্রসমাজ, আবার এই ছাত্রসমাজের মাঝে প্রতিবাদ-প্রতিরোধের অগ্নি-মশাল জ্বালিয়েছেন যাঁরা, তাঁরা হলেন আদর্শ শিক্ষক।

আজ সমাজ-রাজ্যে, ক্ষুদিরাম, সূর্যসেন, মহাত্মা গান্ধী এবং বঙ্গবন্ধুদের মত মহান নেতাদের যেমন অভাব দেখা দিয়েছে, তেমনি অভাব পড়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মুকুন্দ দাস, রবীন্দ্রনাথ এবং কাজী নজরুলদের মত দ্রোহ শিল্পীদের। এ শব্দ চয়নগুলো নেহাত কোন আবেগ কিংবা ক্ষোভ নয়, একেবারে প্রমাণিত।

সারা পৃথিবীর সভ্যতায় বর্তমানে করোনাভাইরাস নামক এক আতংক গেড়ে বসেছে। সব কিছুই চলছে, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে। একি! আজব পৃথিবীর গুজব কাণ্ড। পৃথিবীর কোন ছাত্রসমাজই শিক্ষা অধিকার নিশ্চিত করতে এ যাবত টু-শব্দ করলো না! শিক্ষক সমাজ নিশ্চুপ, তথাকথিত মিডিয়ার একটি অংশ সারাক্ষণ করোনা ইস্যুতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের তকমা নিয়ে শিক্ষামন্ত্রীর পেছনে দৌড়াচ্ছে। ধিক বিবেক! তবে সমাজের একটি বৃহৎ অংশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখায় বর্তমান সরকারের প্রতি প্রচণ্ড ক্ষ্যাপা।

দেশের শিক্ষা সচেতন ব্যক্তিদের একটি অংশের প্রশ্ন, ভ্যাকসিন নেওয়া, স্বাস্থ্যবিধি মেনে চলার পরও কেন সবকিছু চালু রেখে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে? দুঃখজনক হলেও সত্য, প্রথম ধাপের দীর্ঘ ১৮ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পরও যে ছাত্রসমাজের ঘুম ভাঙেনি, সে ছাত্রসমাজের একটি অংশ দ্বিতীয় ধাপে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পর, গত ৭ ফেব্রুয়ারি 'স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। একটি জাতীয় পত্রিকার সংবাদ যা প্রকাশ হয়েছে।

প্রকাশিত সংবাদে বলা হয়েছে, ১৮২টি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ প্রায় ১০ হাজার মানুষ তিন কিলোমিটার রাস্তা জুড়ে দাঁড়িয়ে এই মানববন্ধনে অংশ নেন। এই সংবাদটি জাতির জন্য কল্যাণকর এই বলে যে, 'মৃতরা হয়তবা জেগে ওঠছে।'

এরপরও শিক্ষার মৃত্যু শয্যায় বারবার বলতে হচ্ছে, রবীন্দ্রনাথের অমর কাব্য বাণী,"ওরে নবীন, ওরে আমার কাঁচা, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা।"

রহিম আব্দুর রহিম, শিক্ষক, কলামিস্ট, নাট্যকার ও শিশু সাহিত্যিক। ইমেইল: [email protected]

মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। sylhettoday24.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে sylhettoday24.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।

আপনার মন্তব্য

লেখক তালিকা অঞ্জন আচার্য অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী ৪৮ অসীম চক্রবর্তী আজম খান ১১ আজমিনা আফরিন তোড়া ১০ আনোয়ারুল হক হেলাল আফসানা বেগম আবদুল গাফফার চৌধুরী আবু এম ইউসুফ আবু সাঈদ আহমেদ আব্দুল করিম কিম ৩২ আব্দুল্লাহ আল নোমান আব্দুল্লাহ হারুন জুয়েল ১০ আমিনা আইরিন আরশাদ খান আরিফ জেবতিক ১৭ আরিফ রহমান ১৬ আরিফুর রহমান আলমগীর নিষাদ আলমগীর শাহরিয়ার ৫৪ আশরাফ মাহমুদ আশিক শাওন ইনাম আহমদ চৌধুরী ইমতিয়াজ মাহমুদ ৭১ ইয়ামেন এম হক এ এইচ এম খায়রুজ্জামান লিটন একুশ তাপাদার এখলাসুর রহমান ৩৭ এনামুল হক এনাম ৪১ এমদাদুল হক তুহিন ১৯ এস এম নাদিম মাহমুদ ৩৩ ওমর ফারুক লুক্স কবির য়াহমদ ৬৩ কাজল দাস ১০ কাজী মাহবুব হাসান কেশব কুমার অধিকারী খুরশীদ শাম্মী ১৭ গোঁসাই পাহ্‌লভী ১৪ চিররঞ্জন সরকার ৩৫ জফির সেতু জহিরুল হক বাপি ৪৪ জহিরুল হক মজুমদার জাকিয়া সুলতানা মুক্তা জান্নাতুল মাওয়া জাহিদ নেওয়াজ খান জুনাইদ আহমেদ পলক জুয়েল রাজ ১০২ ড. এ. কে. আব্দুল মোমেন ১২ ড. কাবেরী গায়েন ২৩ ড. শাখাওয়াৎ নয়ন ড. শামীম আহমেদ ৪১ ডা. আতিকুজ্জামান ফিলিপ ২০ ডা. সাঈদ এনাম ডোরা প্রেন্টিস তপু সৌমেন তসলিমা নাসরিন তানবীরা তালুকদার তোফায়েল আহমেদ ৩১ দিব্যেন্দু দ্বীপ দেব দুলাল গুহ দেব প্রসাদ দেবু দেবজ্যোতি দেবু ২৭ নাজমুল হাসান ২৪ নিখিল নীল পাপলু বাঙ্গালী পুলক ঘটক প্রফেসর ড. মো. আতী উল্লাহ ফকির ইলিয়াস ২৪ ফজলুল বারী ৬২ ফড়িং ক্যামেলিয়া ফরিদ আহমেদ ৪২ ফারজানা কবীর খান স্নিগ্ধা বদরুল আলম বন্যা আহমেদ বিজন সরকার বিপ্লব কর্মকার ব্যারিস্টার জাকির হোসেন ব্যারিস্টার তুরিন আফরোজ ১৮ ভায়লেট হালদার মারজিয়া প্রভা মাসকাওয়াথ আহসান ১৯০ মাসুদ পারভেজ মাহমুদুল হক মুন্সী মিলন ফারাবী মুনীর উদ্দীন শামীম ১০ মুহম্মদ জাফর ইকবাল ১৫৩ মো. মাহমুদুর রহমান মো. সাখাওয়াত হোসেন মোছাদ্দিক উজ্জ্বল মোনাজ হক ১৪ রণেশ মৈত্র ১৮৩ রতন কুমার সমাদ্দার রহিম আব্দুর রহিম ৫৫ রাজু আহমেদ ১৬ রাজেশ পাল ২৮ রুমী আহমেদ রেজা ঘটক ৩৮ লীনা পারভীন শওগাত আলী সাগর শাওন মাহমুদ