আজ শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

Advertise

উন্নয়নকর্মে জিন!

রহিম আব্দুর রহিম  

আজ থেকে প্রায় অর্ধশত বছর আগে গ্রাম-গঞ্জে জিন-পরীর আনাগোনা ছিল, নববিবাহিত মেয়েদের ওপর জিনের আছরও পড়ত। আবার সুন্দর সুশ্রী পুরুষরা পরীর কবলে পড়ত। আট-দশদিন তাদের কেউ কেউ নিখোঁজ থাকত। পাড়াশুদ্ধ হৈ-হুল্লোড়, ভয়-আতঙ্কের পাড়া-গাঁয়ে শান্তি প্রতিষ্ঠায় আবির্ভূত হতো তথাকথিত 'ওঝা-বৈদ্য-কবিরাজ। 'ঝাড়,ফুক,তাবিজ, কবজ কত কী!

এই কাহিনীগুলোর ভেতরের কাহিনী খুবই মজার, নববিবাহিতা মেয়েদের ছেলে পছন্দ না হলেই এই ধরনের ঘটনা ঘটত, ছেলেদের ক্ষেত্রে একই ঘটনা, সুন্দর সুশ্রী কোন পুরুষ সম্ভ্রান্ত ঘরের মেয়ের কবলে পড়লেই ওই ছেলে পরীর দেশে চলে যেত। বৈদ্য কবিরাজ ছাড়া আর রক্ষা নেই। এধরনের কুসংস্কার থেকে জাতিকে উদ্ধার করতে সমাজে আবির্ভুত হয় অসংখ্য নাটক সিনেমার নির্মাতা। যাদের বদৌলতে আমরা যেমন শুনেছি, "পাড়ার মানুষ কয় জিনে ভূতে ধরেছে---"তেমনি অন্ধকারে প্রজ্বলিত হয়েছে আধুনিক সভ্যতা।

এখন আর জিন, পরী, ভূতের খবর পাওয়া যায় না। একইভাবে বিজ্ঞানের উৎকর্ষতায় বৈদ্য, ওঝারা হারিয়ে যাচ্ছে। তবে মাঝে মাঝে জিনের বাদশারা গভীর রাতে কারো না কারো কাছে ফোন করে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার খবর যেমন পাওয়া যায়, তেমনি এই জিনের বাদশারা দেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারও হচ্ছে বলে জানা যায়।

সম্প্রতি একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানলাম "ঢাকার ধামরাইয়ের আমতা ইউনিয়নের বড় নারায়ণপুর এলাকার একটি রাস্তা নাকি রাতারাতি জিনে তৈরি করেছে। যা এলাকায় সাড়া পড়েছে। সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান এবং উন্নয়ন কর্মে সম্পৃক্ত ব্যক্তিবর্গরা যা জানেন না। তবে যার জমির উপর রাস্তাটি হয়েছে, তিনি বলেছেন, "আমার জমি থেকে মাটি নিয়ে আমার জমিতেই রাস্তা করেছে।"

মারাত্মক কাহিনী। স্বাধীন এবং আধুনিক উন্নয়নশীল দেশের উন্নয়নকর্মে সরাসরি জিনের হস্তক্ষেপ! এটা মেনে নেওয়া যায় না। আমাদের ভালো করে জানা আছে, চাঁদে সাঈদীকে দেখেছিল বগুড়ার কোন এক গ্রামের মানুষরা। এই নিয়ে যা হবার তাই হয়েছে।

আজ যদি ধামরাইয়ে জিন রাস্তা করে দিয়ে থাকে, তবে একদিন এই দেশের স্বাধীনতা, এই দেশের মানচিত্র, পতাকাসহ সকল উন্নয়নের দাবিদার যে জিনরা হবে না, তা হলফ করে বলা যাচ্ছে না।

স্কুল কলেজ বন্ধ থাকার পর যখন পরীক্ষার ফলাফলে অভাবনীয় সাফল্য আসে সেই দেশে জিনের রাস্তা বানানোর খবরটি জাতিকে কী বার্তা দেয়?

রহিম আব্দুর রহিম, শিক্ষক, কলামিস্ট, নাট্যকার ও শিশু সাহিত্যিক। ইমেইল: [email protected]

মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। sylhettoday24.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে sylhettoday24.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।

আপনার মন্তব্য

লেখক তালিকা অঞ্জন আচার্য অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী ৪৮ অসীম চক্রবর্তী আজম খান ১১ আজমিনা আফরিন তোড়া ১০ আনোয়ারুল হক হেলাল আফসানা বেগম আবদুল গাফফার চৌধুরী আবু এম ইউসুফ আবু সাঈদ আহমেদ আব্দুল করিম কিম ৩২ আব্দুল্লাহ আল নোমান আব্দুল্লাহ হারুন জুয়েল ১০ আমিনা আইরিন আরশাদ খান আরিফ জেবতিক ১৭ আরিফ রহমান ১৬ আরিফুর রহমান আলমগীর নিষাদ আলমগীর শাহরিয়ার ৫৪ আশরাফ মাহমুদ আশিক শাওন ইনাম আহমদ চৌধুরী ইমতিয়াজ মাহমুদ ৭১ ইয়ামেন এম হক এ এইচ এম খায়রুজ্জামান লিটন একুশ তাপাদার এখলাসুর রহমান ৩৭ এনামুল হক এনাম ৪২ এমদাদুল হক তুহিন ১৯ এস এম নাদিম মাহমুদ ৩৩ ওমর ফারুক লুক্স কবির য়াহমদ ৬৩ কাজল দাস ১০ কাজী মাহবুব হাসান কেশব কুমার অধিকারী খুরশীদ শাম্মী ১৭ গোঁসাই পাহ্‌লভী ১৪ চিররঞ্জন সরকার ৩৫ জফির সেতু জহিরুল হক বাপি ৪৪ জহিরুল হক মজুমদার জাকিয়া সুলতানা মুক্তা জান্নাতুল মাওয়া জাহিদ নেওয়াজ খান জুনাইদ আহমেদ পলক জুয়েল রাজ ১০২ ড. এ. কে. আব্দুল মোমেন ১২ ড. কাবেরী গায়েন ২৩ ড. শাখাওয়াৎ নয়ন ড. শামীম আহমেদ ৪১ ডা. আতিকুজ্জামান ফিলিপ ২০ ডা. সাঈদ এনাম ডোরা প্রেন্টিস তপু সৌমেন তসলিমা নাসরিন তানবীরা তালুকদার তোফায়েল আহমেদ ৩১ দিব্যেন্দু দ্বীপ দেব দুলাল গুহ দেব প্রসাদ দেবু দেবজ্যোতি দেবু ২৭ নাজমুল হাসান ২৪ নিখিল নীল পাপলু বাঙ্গালী পুলক ঘটক প্রফেসর ড. মো. আতী উল্লাহ ফকির ইলিয়াস ২৪ ফজলুল বারী ৬২ ফড়িং ক্যামেলিয়া ফরিদ আহমেদ ৪২ ফারজানা কবীর খান স্নিগ্ধা বদরুল আলম বন্যা আহমেদ বিজন সরকার বিপ্লব কর্মকার ব্যারিস্টার জাকির হোসেন ব্যারিস্টার তুরিন আফরোজ ১৮ ভায়লেট হালদার মারজিয়া প্রভা মাসকাওয়াথ আহসান ১৯০ মাসুদ পারভেজ মাহমুদুল হক মুন্সী মিলন ফারাবী মুনীর উদ্দীন শামীম ১০ মুহম্মদ জাফর ইকবাল ১৫৩ মো. মাহমুদুর রহমান মো. সাখাওয়াত হোসেন মোছাদ্দিক উজ্জ্বল মোনাজ হক ১৪ রণেশ মৈত্র ১৮৩ রতন কুমার সমাদ্দার রহিম আব্দুর রহিম ৫৫ রাজু আহমেদ ১৬ রাজেশ পাল ২৮ রুমী আহমেদ রেজা ঘটক ৩৮ লীনা পারভীন শওগাত আলী সাগর শাওন মাহমুদ