আজ মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

Advertise

চাওয়া-পাওয়ার এপিঠ-ওপিঠ

রাজু আহমেদ  

'৪০ বিসিএসের ফয়সাল ভাই জয়েনিং এর ৮০ দিনের মাথায় মাজিস্ট্রেটের চাকুরি ছেড়েছেন-ভাইয়ের এই লেখাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে গণহারে শেয়ার হচ্ছে। ধরে নিচ্ছি, যারা শেয়ার করছে তারা ফয়সাল ভাইয়ের সিদ্ধান্তে সহমত! লেখাটি বোধহয় সবার মন জয়ের চেষ্টা করে ফেলেছে! আর কারও চাকরি-বাকরির দরকার নাই!

চাকুরিজীবীদের অনেক দুঃখ-কষ্ট আছে সেটা ধ্রুব সত্য কিন্তু যারা চাকুরি থেকে পদত্যাগের এই ঘটনাকে বিশাল করে তুলছেন তাদের দিবা-রাত্রির আরাধনায় যেমন-তেমন একটা চাকুরির স্বপ্ন বাঁক খাচ্ছে! চাকুরি পেয়ে ছাড়ার সাহস এদেশের তরুণদের লাখে একজনেরও আছে কি-না সেটা সাংঘাতিক সন্দেহের! চাকুরি করছে কিন্তু মানাতে পারছে না, ছাড়তে ইচ্ছা করে কিন্তু পরিবার এবং সমাজের চাপে কোনদিন চাকুরি ছাড়তে পারবে না এই সংখ্যা হাজারে দু-চারজন আছে! চাকুরির পরিবেশ পছন্দ নয়, বসের সাথে বনিবনা হয় না, বেতনের কুলোচ্ছে না কিংবা অবসর মিলছে না-এমন দাবি অবাস্তব নয়। কিন্তু ইচ্ছা করলেই কেউ চাকুরি ছাড়তে পারবে না! তার পিঠে একটা সমাজ চেপে আছে, কাঁধে অনেক দায়িত্ব ভর করেছে!

বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণ সত্য হচ্ছে অভিজাত শ্রেণীর কেউ চাকুরি করে না। তাদের চাকুরি করতে হয় না! তাদের অর্থই ক্ষমতা তৈরি করে! আর এ দু'য়ে মিলে সামাজিক অবস্থান-সম্মান নিশ্চিত করে। অতি-মেধাবীদের কেউ সরকারি চাকুরিতে নাই! তার নাসায় কিংবা পছন্দের জায়গায়! দেশে আছে কি-না সেটাও খোঁজা যেতে পারে(মজা করলাম)। তবে অনেক স্বাধীনচেতা যোগ্য মানুষ চাকুরিতে এসে পরাধীন হয়ে গেছে! ফয়সাল ভাইয়ের চাকুরি ছাড়ার পেছনে উল্লেখিত ৯৮% কারণ সত্য! বাকি ২% মিথ্যা? না। ৮০ দিনে একটা পেশার নেগেটিভ-পজিটিভ বিচার করা কঠিন; অসাধ্য নয়! চাকুরির আসল ফিল ডেস্ক পাওয়ার পরেই মিলতে শুরু করে। তবে যাদের কোন উত্তম বিকল্প নাই, বুকে অনেকখানি সাহস নাই, যারা পূর্ণ বোহেমিয়ান হতে পারে না তারা এথা-সেথা আটকে যায়। যাদের পরিবারের কোন পিছুটান নাই, যে পিতা-মাতার সন্তান সিদ্ধান্তের ব্যাপারে পূর্ণ স্বাধীনতা পায় কিংবা সমাজের অনেক কথাতেই যাদের কিছুই আসে-যায় না তারা চাকুরি ছাড়তে পারে! যেকোনো সময় বলতে পারে, কে তুমি? আমি আমার পথে গেলাম!

যারা চাকুরির জন্য আপ্রাণ চেষ্টা করেও বেকারত্ব ঘোচাতে পারছে না, স্বপ্নের চাকুরির গেজেটে নিজের নাম এখনো তুলতে পারেনি তারা ফয়সাল ভাইয়ের চাকুরি ছাড়ার সংবাদকে নিজেদের অবস্থানের স্বপক্ষে সান্ত্বনা হিসেবে কাজে লাগাতে পারেন! চাকুরির পেছনে ছোটার চেয়ে উদ্যোক্তা হওয়া বেশি জরুরি। সে ফয়সাল ভাইয়ের লেখা শেয়ার করে সমাজকে চাকুরির যাতনা বোঝাতে পারে! কিন্তু চাকুরি ছাড়ার স্বপক্ষে হাততালি দেবে আবার মধ্যরাত পর্যন্ত এমপি থ্রি পড়বে, প্রত্যেক শুক্র-শনিবার এডমিট পকেটে নিয়ে ঢাকার রাস্তায় রাস্তায় দৌড়াবে-এটা তো আধাআধি হিপোক্রেসি হবে! এমন হিপোক্রেসির মাঝেও সবাই সবার গন্তব্যে পোঁছাক-প্রত্যাশায় সেটাই।

বেকারদের দুঃখ আর চাকুরিজীবীদের দুঃখ একরকমের দুঃখ না হলেও দু'টোতেই আলাদা আলাদা ব্যথা আছে! দেশে কিছু ব্যস্ততম চাকুরি আছে। যেমন প্রশাসন-পুলিশ! তাদের আসলে দিন-রাত নাই! অবসর তাদের জন্য স্বপ্নের মত। ছুটি তাদের জন্য ভাগ্য! এখানে যেমন কঠোর কাজ তেমন পারিশ্রমিক-সম্মান না থাকলেও সমাজে মান-সম্মান নিয়ে বাঁচা যায়! এদের পরিবার-আত্মীয়-স্বজন এদের অনেককেই বেচে খায়! নিজের জীবনকে নিজে কতখানি ভোগ করতে পারে তা ২৪ ঘণ্টাই ডিউটিতে থাকা একজন মানুষ জানে। বাবা-মা, পরিবারের অসুস্থতায় কিংবা বিশেষ প্রয়োজনেও কাছে না দাঁড়াতে পারার যাতনা যার আছে-সেই জানে! বাহির থেকে চাকচিক্য দেখালেও ইদ-কোরবানিতে চোখ ভেজে! তবুও স্বস্তি, দেশের একেবারে প্রান্তীয় শ্রেণীকে সরাসরি সহায়তা-উপকার করার সুযোগ মেলে! অন্যায়কে রুখে দেয়ার সুযোগ আছে। সমাজের অনেক বাঁকা কথা বদলে দেওয়ার সুযোগ আনে!

কিছু চাকুরি আছে মোটামুটি রিলাক্সের! কৃষি, মৎস্য, বন কিংবা শিক্ষকতা! ক্ষমতাও নাই তেমন আবার ব্যস্ততাও অনেক কম! অফিস আওয়ারে দায়িত্ব পালন করলেই হয়! তারপর স্বাধীন-সীমাহীন। এখানে না পাওয়ার তথা বঞ্চনার অনেক ব্যথা আছে। হরেক রকমের কথা প্রচলিত আছে! তবে জীবন চলেই যাচ্ছে। যারা আরও বেশি যোগ্য তারা এখানে থাকবে কেন? যে চলে যাওয়ার সে যাবে! ফয়সাল ভাই যদি এডমিনের না হয়ে অরণ্যের হতেন এবং ৮০ দিন নয় ০৮ দিনের মাথাতেও চাকুরি ছেড়ে চলে যেতো কেউ ডেকেও জিজ্ঞেস করতো না! ভুলেও কেউ শেয়ার করতো না! ক্ষমতা, অর্থ, সুখ এবং স্বাচ্ছন্দ্য এর সাথে সাথে অবসর, কম দায়িত্ব, স্বস্তি এবং ব্যথা-সব একসাথে উপভোগ করা কঠিন থেকে কঠিনতর! জীবনকে সবাই একভাবে পায় না।

যার চাকুরি লাগবে না সে না আসুক, যে বিকল্পে চলে যাওয়ার সে যাক! চাকুরির পেছনেও ছুটবে আবার ফয়সাল ভাইদের আদর্শ বানাবে-এরকম হলে তো সেটা মিষ্ট ভণ্ডামি হবে! যেকোনো একপক্ষের হও! না পেয়ে টক ভেবো না! খেয়েছো বলেই তারে মিষ্টি বলো না! মনে রাখতে হবে, ফয়সাল ভাইদের সংখ্যা লাখে একজন! আর ফয়সাল ভাই যে চূড়া স্পর্শ করে ফিরে গেছেন সেটা স্পর্শ করার যোগ্যতা ১০ লাখে একজনের! তুমি যোগ্য হয়েই যোগ্যর সমালোচনা করো! অযোগ্যতা তো অনেকখানি-ই আছে!

রাজু আহমেদ, কলাম লেখক। ইমেইল: [email protected]

মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। sylhettoday24.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে sylhettoday24.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।

আপনার মন্তব্য

লেখক তালিকা অঞ্জন আচার্য অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী ৪৮ অধ্যাপক ডা. শেখ মো. নাজমুল হাসান ২৭ অসীম চক্রবর্তী আজম খান ১১ আজমিনা আফরিন তোড়া ১০ আনোয়ারুল হক হেলাল আফসানা বেগম আবদুল গাফফার চৌধুরী আবু এম ইউসুফ আবু সাঈদ আহমেদ আব্দুল করিম কিম ৩২ আব্দুল্লাহ আল নোমান আব্দুল্লাহ হারুন জুয়েল ১০ আমিনা আইরিন আরশাদ খান আরিফ জেবতিক ১৮ আরিফ রহমান ১৬ আরিফুর রহমান আলমগীর নিষাদ আলমগীর শাহরিয়ার ৫৪ আশরাফ মাহমুদ আশিক শাওন ইনাম আহমদ চৌধুরী ইমতিয়াজ মাহমুদ ৭১ ইয়ামেন এম হক এ এইচ এম খায়রুজ্জামান লিটন একুশ তাপাদার এখলাসুর রহমান ৩৭ এমদাদুল হক তুহিন ১৯ এস এম নাদিম মাহমুদ ৩৪ ওমর ফারুক লুক্স কবির য়াহমদ ৬৪ কাজল দাস ১০ কাজী মাহবুব হাসান কেশব কুমার অধিকারী খুরশীদ শাম্মী ১৭ গোঁসাই পাহ্‌লভী ১৪ চিররঞ্জন সরকার ৩৫ জফির সেতু জহিরুল হক বাপি ৪৪ জহিরুল হক মজুমদার জাকিয়া সুলতানা মুক্তা জান্নাতুল মাওয়া জাহিদ নেওয়াজ খান জুনাইদ আহমেদ পলক জুয়েল রাজ ১০৯ ড. এ. কে. আব্দুল মোমেন ১২ ড. কাবেরী গায়েন ২৩ ড. শাখাওয়াৎ নয়ন ড. শামীম আহমেদ ৪২ ডা. আতিকুজ্জামান ফিলিপ ২০ ডা. সাঈদ এনাম ডোরা প্রেন্টিস তপু সৌমেন তসলিমা নাসরিন তানবীরা তালুকদার তোফায়েল আহমেদ ৩২ দিব্যেন্দু দ্বীপ দেব দুলাল গুহ দেব প্রসাদ দেবু দেবজ্যোতি দেবু ২৭ নিখিল নীল পাপলু বাঙ্গালী পুলক ঘটক প্রফেসর ড. মো. আতী উল্লাহ ফকির ইলিয়াস ২৪ ফজলুল বারী ৬২ ফড়িং ক্যামেলিয়া ফরিদ আহমেদ ৪৩ ফারজানা কবীর খান স্নিগ্ধা বদরুল আলম বন্যা আহমেদ বিজন সরকার বিপ্লব কর্মকার ব্যারিস্টার জাকির হোসেন ব্যারিস্টার তুরিন আফরোজ ১৮ ভায়লেট হালদার মারজিয়া প্রভা মাসকাওয়াথ আহসান ১৯৩ মাসুদ পারভেজ মাহমুদুল হক মুন্সী মিলন ফারাবী মুনীর উদ্দীন শামীম ১০ মুহম্মদ জাফর ইকবাল ১৫৩ মো. মাহমুদুর রহমান মো. সাখাওয়াত হোসেন মোছাদ্দিক উজ্জ্বল মোনাজ হক ১৪ রণেশ মৈত্র ১৮৩ রতন কুমার সমাদ্দার রহিম আব্দুর রহিম ৫৫ রাজু আহমেদ ২১ রুমী আহমেদ রেজা ঘটক ৩৮ লীনা পারভীন শওগাত আলী সাগর শাওন মাহমুদ শাখাওয়াত লিটন শাবলু শাহাবউদ্দিন