টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Advertise
রাজু আহমেদ | ১৪ আগস্ট, ২০২৫
বর্তমানে ইজ্জত হারানোর উজ্জ্বল সম্ভাবনার একটি বড় কারণ হলো হানি ট্র্যাপ। সরকারি কর্মকর্তা থেকে শুরু করে ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং খ্যাত-অখ্যাত ব্যক্তিরা এই ফাঁদে পড়ে যাচ্ছেন। সম্প্রতি গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার রহস্যেও হানি ট্র্যাপ চক্রের ভিডিও ধারণের কারণ উঠে এসেছে।
এই চক্রের মূলত এক বা একাধিক নারী থাকে। তবে বর্তমানে নারীর ছদ্মবেশী পুরুষও পুরুষদের ফাঁদে ফেলে ভিডিও ধারণ করে অর্থ ও সম্মান চেয়ে নেয়। ভুক্তভোগীরা সামাজিকভাবে হেনস্তা হন এবং মানসিকভাবে ভেঙে পড়ে। কখনো স্ত্রী বা প্রেমিকা, কখনো বান্ধবী বা বোনের মাধ্যমে এই চক্রের ফাঁদ তৈরি হয়।
হানি ট্র্যাপে দোষ কেবল বড়শির নয়, মাছেরও। যেমন মাছের লোভে বড়শিতে আটকা পড়ে, তেমনি কিছু লম্পট পুরুষ সম্পদ ও সম্মানের লোভ দেখিয়ে ফাঁদে ফেলেন। পরের লোভে ক্ষতিগ্রস্তদের জীবন ও ঘরও ভেঙে যেতে পারে। তাই সমাজকে এ ধরনের চক্র থেকে রক্ষা করতে মূল হুলোগুলোর শাস্তি নিশ্চিত করতে হবে।
কামনার উদ্গিরণ আদিমকাল থেকে মানুষে আছে, কিন্তু হানি ট্র্যাপ চক্রান্ত আইন ও ন্যায়ের বিরুদ্ধে। এতে শুধু ইজ্জত বা সম্পদ নয়, সংসারও ভেঙে যায় এবং জীবনও ঝুঁকির মুখে পড়ে। কেউ কেউ বিশ্বাস করেও ফাঁদে পড়ে স্বপ্ন ও ঘর বাঁধে। তাই স্বাভাবিক প্রেম-ভালোবাসার পথও বাধাগ্রস্ত হয়।
বিশ্বাসও এখন সহজে প্রতিষ্ঠিত হয় না। চোখের পানি দেখে অনেকেই প্রতারিত হন। কাছের মানুষ এবং দূরের মানুষের মধ্যে কে প্রকৃতপক্ষে আপন তা বোঝাও কঠিন। তাই প্রত্যেক পদক্ষেপে সতর্ক থাকা জরুরি। মানুষকে পুরোপুরি বিশ্বাস না করে যাচাই-বিশ্লেষণ করেই এগোতে হবে।
হানি ট্র্যাপে ফাঁদে পড়া পুরুষদের সামাজিক শাস্তি বা লজ্জা দেওয়া উচিত। কিন্তু মূল দোষীদের চিহ্নিত করে সমূলে উৎপাটন করা প্রয়োজন। এরা সমাজের ক্যান্সার। পুরুষের বিবেক সক্রিয় হলে এবং অপরাধীর শাস্তি নিশ্চিত হলে অনেক অধঃপতিত শ্রেণি থেকে জাতিকে মুক্তি দেওয়া সম্ভব।
সামনের দিনগুলো সহজ নয়। অপরাধ ও প্রতারণার নানা আঙিনা উন্মোচিত হবে। সাইবার নিরাপত্তাহীনতার কারণে অনেকের ইজ্জত যাবে। তাই সতর্ক থাকা, প্রতিটি পদক্ষেপ হিসেব করে নেওয়া এবং বিবেকের আলোকে চলা অপরিহার্য। শুধু হানি ট্র্যাপ নয়, ভার্চুয়াল আসক্তি ও অনিয়ন্ত্রিত নেশার আধিক্যও জাতিকে ক্ষতির পথে নিয়ে যাচ্ছে।
মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। sylhettoday24.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে sylhettoday24.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।
আপনার মন্তব্য