আজ শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

Advertise

হানি ট্র্যাপ: ইজ্জত ও বিশ্বাসের ফাঁদ

রাজু আহমেদ  

বর্তমানে ইজ্জত হারানোর উজ্জ্বল সম্ভাবনার একটি বড় কারণ হলো হানি ট্র্যাপ। সরকারি কর্মকর্তা থেকে শুরু করে ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং খ্যাত-অখ্যাত ব্যক্তিরা এই ফাঁদে পড়ে যাচ্ছেন। সম্প্রতি গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার রহস্যেও হানি ট্র্যাপ চক্রের ভিডিও ধারণের কারণ উঠে এসেছে।

এই চক্রের মূলত এক বা একাধিক নারী থাকে। তবে বর্তমানে নারীর ছদ্মবেশী পুরুষও পুরুষদের ফাঁদে ফেলে ভিডিও ধারণ করে অর্থ ও সম্মান চেয়ে নেয়। ভুক্তভোগীরা সামাজিকভাবে হেনস্তা হন এবং মানসিকভাবে ভেঙে পড়ে। কখনো স্ত্রী বা প্রেমিকা, কখনো বান্ধবী বা বোনের মাধ্যমে এই চক্রের ফাঁদ তৈরি হয়।

হানি ট্র্যাপে দোষ কেবল বড়শির নয়, মাছেরও। যেমন মাছের লোভে বড়শিতে আটকা পড়ে, তেমনি কিছু লম্পট পুরুষ সম্পদ ও সম্মানের লোভ দেখিয়ে ফাঁদে ফেলেন। পরের লোভে ক্ষতিগ্রস্তদের জীবন ও ঘরও ভেঙে যেতে পারে। তাই সমাজকে এ ধরনের চক্র থেকে রক্ষা করতে মূল হুলোগুলোর শাস্তি নিশ্চিত করতে হবে।

কামনার উদ্‌গিরণ আদিমকাল থেকে মানুষে আছে, কিন্তু হানি ট্র্যাপ চক্রান্ত আইন ও ন্যায়ের বিরুদ্ধে। এতে শুধু ইজ্জত বা সম্পদ নয়, সংসারও ভেঙে যায় এবং জীবনও ঝুঁকির মুখে পড়ে। কেউ কেউ বিশ্বাস করেও ফাঁদে পড়ে স্বপ্ন ও ঘর বাঁধে। তাই স্বাভাবিক প্রেম-ভালোবাসার পথও বাধাগ্রস্ত হয়।

বিশ্বাসও এখন সহজে প্রতিষ্ঠিত হয় না। চোখের পানি দেখে অনেকেই প্রতারিত হন। কাছের মানুষ এবং দূরের মানুষের মধ্যে কে প্রকৃতপক্ষে আপন তা বোঝাও কঠিন। তাই প্রত্যেক পদক্ষেপে সতর্ক থাকা জরুরি। মানুষকে পুরোপুরি বিশ্বাস না করে যাচাই-বিশ্লেষণ করেই এগোতে হবে।

হানি ট্র্যাপে ফাঁদে পড়া পুরুষদের সামাজিক শাস্তি বা লজ্জা দেওয়া উচিত। কিন্তু মূল দোষীদের চিহ্নিত করে সমূলে উৎপাটন করা প্রয়োজন। এরা সমাজের ক্যান্সার। পুরুষের বিবেক সক্রিয় হলে এবং অপরাধীর শাস্তি নিশ্চিত হলে অনেক অধঃপতিত শ্রেণি থেকে জাতিকে মুক্তি দেওয়া সম্ভব।

সামনের দিনগুলো সহজ নয়। অপরাধ ও প্রতারণার নানা আঙিনা উন্মোচিত হবে। সাইবার নিরাপত্তাহীনতার কারণে অনেকের ইজ্জত যাবে। তাই সতর্ক থাকা, প্রতিটি পদক্ষেপ হিসেব করে নেওয়া এবং বিবেকের আলোকে চলা অপরিহার্য। শুধু হানি ট্র্যাপ নয়, ভার্চুয়াল আসক্তি ও অনিয়ন্ত্রিত নেশার আধিক্যও জাতিকে ক্ষতির পথে নিয়ে যাচ্ছে।

রাজু আহমেদ, কলাম লেখক। ইমেইল: raju69alive@gmail.com

মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। sylhettoday24.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে sylhettoday24.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।

আপনার মন্তব্য

লেখক তালিকা অঞ্জন আচার্য অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী ৪৮ অধ্যাপক ডা. শেখ মো. নাজমুল হাসান ২৭ অসীম চক্রবর্তী আজম খান ১১ আজমিনা আফরিন তোড়া ১০ আনোয়ারুল হক হেলাল আফসানা বেগম আবদুল গাফফার চৌধুরী আবু এম ইউসুফ আবু সাঈদ আহমেদ আব্দুল করিম কিম ৩২ আব্দুল্লাহ আল নোমান আব্দুল্লাহ হারুন জুয়েল ১০ আমিনা আইরিন আরশাদ খান আরিফ জেবতিক ১৮ আরিফ রহমান ১৬ আরিফুর রহমান আলমগীর নিষাদ আলমগীর শাহরিয়ার ৫৪ আশরাফ মাহমুদ আশিক শাওন ইনাম আহমদ চৌধুরী ইমতিয়াজ মাহমুদ ৭২ ইয়ামেন এম হক এ এইচ এম খায়রুজ্জামান লিটন একুশ তাপাদার এখলাসুর রহমান ৩৭ এনামুল হক এনাম ৫৩ এমদাদুল হক তুহিন ১৯ ওমর ফারুক লুক্স কবির য়াহমদ ৬৪ কাজল দাস ১০ কাজী মাহবুব হাসান কেশব কুমার অধিকারী খুরশীদ শাম্মী ১৮ গোঁসাই পাহ্‌লভী ১৪ চিররঞ্জন সরকার ৩৫ জফির সেতু জহিরুল হক বাপি ৪৪ জহিরুল হক মজুমদার জাকিয়া সুলতানা মুক্তা জান্নাতুল মাওয়া জাহিদ নেওয়াজ খান জুনাইদ আহমেদ পলক জুয়েল রাজ ১১২ ড. এ. কে. আব্দুল মোমেন ১২ ড. কাবেরী গায়েন ২৩ ড. নাদিম মাহমুদ ৩৭ ড. মাহরুফ চৌধুরী ১০ ড. শাখাওয়াৎ নয়ন ড. শামীম আহমেদ ৪৫ ডা. আতিকুজ্জামান ফিলিপ ২০ ডা. সাঈদ এনাম ডোরা প্রেন্টিস তপু সৌমেন তসলিমা নাসরিন তানবীরা তালুকদার তোফায়েল আহমেদ ৩২ দিব্যেন্দু দ্বীপ দেব দুলাল গুহ দেব প্রসাদ দেবু দেবজ্যোতি দেবু ২৭ নিখিল নীল পাপলু বাঙ্গালী পুলক ঘটক প্রফেসর ড. মো. আতী উল্লাহ ফকির ইলিয়াস ২৪ ফজলুল বারী ৬২ ফড়িং ক্যামেলিয়া ফরিদ আহমেদ ৪৩ ফারজানা কবীর খান স্নিগ্ধা বদরুল আলম বন্যা আহমেদ বিজন সরকার বিপ্লব কর্মকার ব্যারিস্টার জাকির হোসেন ব্যারিস্টার তুরিন আফরোজ ১৮ ভায়লেট হালদার মারজিয়া প্রভা মাসকাওয়াথ আহসান ১৯৪ মাসুদ পারভেজ মাহমুদুল হক মুন্সী মিলন ফারাবী মুজাহিদুল ইসলাম সেলিম মুনীর উদ্দীন শামীম ১০ মুহম্মদ জাফর ইকবাল ১৫৩ মো. মাহমুদুর রহমান মো. সাখাওয়াত হোসেন মোছাদ্দিক উজ্জ্বল মোনাজ হক ১৪ রণেশ মৈত্র ১৮৩ রতন কুমার সমাদ্দার রহিম আব্দুর রহিম ৫৫ রাজু আহমেদ ৩৮ রুমী আহমেদ রেজা ঘটক ৩৮ লীনা পারভীন শওগাত আলী সাগর