আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

Advertise

নূরলদীন, নূরলদীন!

মাসকাওয়াথ আহসান  

পায়ে শেকল বাঁধা এক নূরলদীনকে জ্যোৎস্না রাতে ঢাকার রাস্তায় রিক্সা চালাতে দেখেছিলাম একবার। রাজধানীর পথ ঘাট সম্পূর্ণ নতুন তার কাছে। সে অনুরোধ করেছিলো পথটা চিনিয়ে দিতে তাকে। তার বাড়ী কোথায় জিজ্ঞেস করতেই সে জানিয়েছিলো, রংপুরে। মনে পড়ে যায় সৈয়দ শামসুল হকের নূরলদীনের কথা।

“রংপুরে নূরলদীন একদিন ডাক দিয়েছিল
১১৮৯ সনে।”

সে অনেক আগের কথা। কিন্তু আমরা বাংলাদেশ আমলে নূর হোসেন নামের এক নূরলদীনকে দেখেছিলাম বুকে পিঠে “স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক” লিখে ডাক দিতে। ১১৮৯ সনের নূরলদীনের মতো এই নূর হোসেনকেও হত্যা করেছিলো শাসকের খুনে বাহিনী। ১৯৭১-এর মুক্তিযুদ্ধে ঘাতক পাকিস্তানী খুনে বাহিনী খুন করেছিলো আরেক নূরলদীনকে। এই রিকশাচালকটি যেন চতুর্থ নূরলদীন।

মঙ্গার দেশ থেকে ভাতের জন্য সে রাজধানীতে এসেছিলো। সারাদিনের ক্লান্ত পায়ে সে এমন করে রিক্সার প্যাডেল ঘুরাচ্ছিলো জ্যোৎস্না রাতে, সেগুলোকে শেকল বাঁধা পা বলেই ভ্রম হয়। তারমানে নূরলদীন মারা যায়; আবার জন্মায়; আবার মারা যায়। প্রতিটি জনমে ক্ষুধা-দারিদ্র্য-নির্যাতন-নিপীড়ন তার নিয়তি হয়। খুব স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে সেই যে ১১৮৯ সন থেকে নূরলদীন বাঁচার লড়াই করছে; এ লড়াই কী অন্তহীন!

“নষ্ট খেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার”

শত শত বছর ধরে শাসকেরা লুণ্ঠন করছে নূরলদীনের জীবন। রাজা যায়, রাজা আসে। প্রতিটি রাজনৈতিক পরিবর্তনকে ঘিরে তৈরি হয় এক একটি নতুন শাসকগোষ্ঠী। কিন্তু নূরলদীনের ভাগ্যের পরিবর্তন হয় না। আন্দোলন সংগ্রামে নূরলদীন ব্যবহৃত হয় শাসকের ফাঁসিতে জীবন দেবার জন্য; কিংবা বুলেটের সামনে বুক পেতে দেবার জন্য। কারণ নূরলদীনের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়; সে তখন ঘুরে দাঁড়ায়,

গোল হয়ে আসুন সকলে,
ঘন হয়ে আসুন সকলে,
আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে।
অতীত হঠাৎ হাতে হানা দেয় মরা আঙিনায়।

যে নূরলদীন বৃটিশের বিরুদ্ধে তীর ধনুক নিয়ে লড়াই করে প্রাণ দিয়েছিলো, সেই নূরলদীনই পাকিস্তানী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে রাইফেল নিয়ে লড়াই করে প্রাণ দিয়েছিলো। নূরলদীনের ঘাড়ে পা দিয়ে এক একটি নতুন স্বাধীনতার সুফল কুড়ায় এক একটি সুবিধাবাদী শকুনি গোষ্ঠী।

আবার বাংলার বুঝি পড়ে যায় মনে,
নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়;
নূরলদীনের কথা মনে পড়ে যায়।

শকুনেরা কী তবে পিছু ছাড়বে না নূরলদীনের। ঠিক আরো কতজন নূরলদীন জীবন দিলে “দ্রোহে”-র মাঝ দিয়ে নূরলদীনের জন্য একটি নতুন জীবন রচিত হবে। বেশী কিছু কোনদিনই চায় নি নূরলদীন। সামান্য ভাত-কাপড়-আশ্রয়। শুধু এইটুকু পেতে নিজভূমে পরবাসী নূরলদীনের এতো লড়াই। অথচ শাসকেরা সব সময়ই হৃষ্টপুষ্ট। তারা একইভাবে হেলিকপ্টার থেকে নামে, ফুলের মালা গলায় দিয়ে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আশ্বাস দেয়। বর্গীরা যেমন রাজার বেশে আসতো হানা দিতে; ঠিক তেমনি করে প্রতিটি রাজা আকারের শাসকই আসে নূরলদীনের কুঁড়ে ঘরে হানা দিতে।

“যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়;
নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়;
নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়;
নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন আমারই দেশে এ আমার দেহ থেকে রক্ত ঝরে যায়
ইতিহাসে, প্রতিটি পৃষ্ঠায়।”

বৃটিশ আমলে যে পুলিশ বিদ্রোহী নূরলদীনকে ধরে নিয়ে গিয়েছিলো ফাঁসি দিতে, পাকিস্তান আমলের যে মিলিটারির বুলেট মুক্তিযোদ্ধা নূরলদীনের বুক ঝাঁঝরা করে দিয়েছিলো; এরপর বাংলাদেশ কালে একই রকম পুলিশ-মিলিটারির ওচানো অস্ত্র, বুটের শব্দ; কিংবা রাত-বিরেতে রিকশা চালানোর সময় নূরলদীনের পথ রোধ করে তারা যেভাবে “ধমক” দেয়, যত্রতত্র লাঠির বাড়ি দেয়, কিংবা কোন একটি মামলার আসামী সাজিয়ে নিয়ে যায়; পুলিশের ঘুষিতে ঠোঁট ফেটে যেভাবে রক্ত গড়িয়ে পড়ে; এ যেন একই দৃশ্য ঘুরিয়ে ফিরিয়ে দেখা জন্ম-জন্মান্তরে। নূরলদীনের মাঝে বার বার দ্রোহের আগুন জ্বলে। সে যেন বিড় বিড় করে ডাকে ভাগ্যহত লাখো নূরলদীনকে।

“আসুন, আসুন তবে, আজ এই প্রশস্ত প্রান্তরে;
যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে,
তখন কে থাকে ঘুমে? কে থাকে ভেতরে?
কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে?
সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে।”

সেই জ্যোৎস্না রাতে রিকশাচালক নূরলদীনের ফেলে আসা গ্রামের স্মৃতিচারণের ক্ষণে তার চোখে অশ্রু দেখেছিলাম। প্রতিদিনই এরকম অসংখ্য নূরলদীনের অশ্রুজল এসে অবশেষে নদীতে মেশে; অথবা তৈরি করে অশ্রু নদী। আমার মনে হয়েছিলো নূরলদীনেরা পরাজিত মেঘদল; সেখান থেকে কান্নার বৃষ্টি ঝরে, অন্য নূরলদীনেরা তখন ঘুমিয়ে থাকে কিংবা থাকে ঘরের ভেতরে। কেউ এসে নূরলদীনের অশ্রুপাতের সঙ্গী হয় না।

আমি শুধু বলেছিলাম, নূরলদীন আপনাকে পথঘাট নিজেই চিনে নিতে হবে; কতদিন আর যাত্রীকে পথ চিনিয়ে দিতে বলবেন। কেউ কাউকে পথ চিনিয়ে দিতে পারে না। নিজের মুক্তির পথ নিজেকেই খুঁজতে হবে।

হঠাতই রিকশাচালক নূরলদীনের চেহারা বদলে যায়। উলটো হাতে চোখের পানি মুছে আত্মবিশ্বাসের সঙ্গে বলে, ঠিকই চিনে নিবো। এইতো আর কয়টা দিন।

অকস্মাতই মনে হলো, এই নূরলদীন সৈয়দ শামসুল হকের স্বপ্নের নায়ক নূরলদীন; সে এতো সহজে হেরে যাবার মানুষ নয়। রিকশাচালক নূরলদীন তার ছেলেটিকে লেখাপড়া শেখানোর স্বপ্নের কথা বলে। স্পষ্ট বোঝা যায় নূরলদীনের স্বপ্ন চুরি করা এতো সহজ নয়। নূরলদীন যে অপরাজেয়,তার জেগে ওঠার আহবান যে অনিবার্য।

“নূরলদীনের কথা যেন সারা দেশে
পাহাড়ী ঢলের মতো নেমে এসে সমস্ত ভাসায়,
অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায়
যে, আবার নূরলদীন একদিন আসিবে বাংলায়,
আবার নূরলদীন একদিন কাল পূর্ণিমায়
দিবে ডাক,”জাগো, বাহে, কোনঠে সবায়?”

মাসকাওয়াথ আহসান, সাংবাদিক, সাংবাদিকতা শিক্ষক

মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। sylhettoday24.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে sylhettoday24.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।

আপনার মন্তব্য

লেখক তালিকা অঞ্জন আচার্য অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী ৪৮ অসীম চক্রবর্তী আজম খান ১১ আজমিনা আফরিন তোড়া ১০ আনোয়ারুল হক হেলাল আফসানা বেগম আবদুল গাফফার চৌধুরী আবু এম ইউসুফ আবু সাঈদ আহমেদ আব্দুল করিম কিম ৩২ আব্দুল্লাহ আল নোমান আব্দুল্লাহ হারুন জুয়েল ১০ আমিনা আইরিন আরশাদ খান আরিফ জেবতিক ১৭ আরিফ রহমান ১৬ আরিফুর রহমান আলমগীর নিষাদ আলমগীর শাহরিয়ার ৫৪ আশরাফ মাহমুদ আশিক শাওন ইনাম আহমদ চৌধুরী ইমতিয়াজ মাহমুদ ৭১ ইয়ামেন এম হক এ এইচ এম খায়রুজ্জামান লিটন একুশ তাপাদার এখলাসুর রহমান ৩৭ এনামুল হক এনাম ৪১ এমদাদুল হক তুহিন ১৯ এস এম নাদিম মাহমুদ ৩৩ ওমর ফারুক লুক্স কবির য়াহমদ ৬২ কাজল দাস ১০ কাজী মাহবুব হাসান কেশব কুমার অধিকারী খুরশীদ শাম্মী ১৭ গোঁসাই পাহ্‌লভী ১৪ চিররঞ্জন সরকার ৩৫ জফির সেতু জহিরুল হক বাপি ৪৪ জহিরুল হক মজুমদার জাকিয়া সুলতানা মুক্তা জান্নাতুল মাওয়া জাহিদ নেওয়াজ খান জুনাইদ আহমেদ পলক জুয়েল রাজ ১০২ ড. এ. কে. আব্দুল মোমেন ১২ ড. কাবেরী গায়েন ২৩ ড. শাখাওয়াৎ নয়ন ড. শামীম আহমেদ ৪১ ডা. আতিকুজ্জামান ফিলিপ ১৯ ডা. সাঈদ এনাম ডোরা প্রেন্টিস তপু সৌমেন তসলিমা নাসরিন তানবীরা তালুকদার তোফায়েল আহমেদ ৩০ দিব্যেন্দু দ্বীপ দেব দুলাল গুহ দেব প্রসাদ দেবু দেবজ্যোতি দেবু ২৭ নাজমুল হাসান ২৪ নিখিল নীল পাপলু বাঙ্গালী পুলক ঘটক প্রফেসর ড. মো. আতী উল্লাহ ফকির ইলিয়াস ২৪ ফজলুল বারী ৬২ ফড়িং ক্যামেলিয়া ফরিদ আহমেদ ৪২ ফারজানা কবীর খান স্নিগ্ধা বদরুল আলম বন্যা আহমেদ বিজন সরকার বিপ্লব কর্মকার ব্যারিস্টার জাকির হোসেন ব্যারিস্টার তুরিন আফরোজ ১৮ ভায়লেট হালদার মারজিয়া প্রভা মাসকাওয়াথ আহসান ১৮৯ মাসুদ পারভেজ মাহমুদুল হক মুন্সী মিলন ফারাবী মুনীর উদ্দীন শামীম ১০ মুহম্মদ জাফর ইকবাল ১৫৩ মো. মাহমুদুর রহমান মো. সাখাওয়াত হোসেন মোছাদ্দিক উজ্জ্বল মোনাজ হক ১৪ রণেশ মৈত্র ১৮৩ রতন কুমার সমাদ্দার রহিম আব্দুর রহিম ৫৫ রাজু আহমেদ ১৫ রাজেশ পাল ২৮ রুমী আহমেদ রেজা ঘটক ৩৮ লীনা পারভীন শওগাত আলী সাগর শাওন মাহমুদ