আজ শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

Advertise

নারীর দাস জীবন এবং একজন সাদিয়া নাসরিন

ফরিদ আহমেদ  

“পুরুষকে আমি ভালবাসি আমার সমকক্ষ সঙ্গী হিসাবে; তবে তার রাজদণ্ড, সত্য বা আরোপিত, যেনো আমার দিকে প্রসারিত না হয়, যদি না কোনো ব্যক্তির যুক্তিবুদ্ধি দাবি করে আমার শ্রদ্ধানুগত্য; এমনকি তখনো আমার আনুগত্য হবে তার বুদ্ধির কাছে, পুরুষটির কাছে নয়।” - মেরি ওলস্টোনক্র্যাফট

বিশ শতকের অন্যতম সেরা নারীবাদী লেখক সিমোন দ্য বোভেয়ার তাঁর ‘দ্য দাজিয়েম অব সেক্স’ বইতে উল্লেখ করেছিলেন, ‘স্ত্রী লিঙ্গ তার প্রজাতির শিকার।’ পুরুষ যেখানে নিজেকে নিরন্তর মুক্ত করে নেয় নিরর্থক জৈবিক পুনরাবৃত্তির কবল থেকে, বিরামহীন চেষ্টা করে নিজের জন্য অধিকতর স্বাধীনতা সৃষ্টির। সেখানে নারীর করুণতম পরিণতি হচ্ছে ইতিহাসের সর্বযুগে তাকে বঞ্চিত করা হয়েছে আকাঙ্ক্ষা ও উচ্চাভিলাষের অধিকার থেকে, তাকে মানুষ হয়ে উঠতে দেওয়া হয়নি। পুরুষ যেখানে অতিক্রম করে গেছে তার শরীর, সেখানে নারী বন্দি হয়েছে নিজের শরীরের কাছে। পশুর মতো শুধু সন্তান জন্ম দেওয়াই হয়ে গেছে তার একমাত্র কর্তব্য। নারীর এই প্রকৃতিগতভাবে দুর্বল শরীরই তাকে পরাজিত করেছে পুরুষের কাছে। একই প্রজাতির দুই লিঙ্গের মধ্যে প্রতিযোগিতায়, প্রতিদ্বন্দ্বিতায় নারী হেরে গেছে তার প্রতিপক্ষ নরের কাছে। ঐতিহাসিক এক চরম পরাজয় মেনে নিতে হয়েছে দ্বিতীয় লিঙ্গকে, স্বীকার করে নিতে হয়েছে প্রথম লিঙ্গের অধীনতা, মান্য করে নিতে হয়েছে বিনা প্রতিরোধে তার আদেশ এবং নির্দেশ। পুরুষের গড়ে দেওয়া সীমাবদ্ধ এক সীমার মধ্যে সীমিত হয়েছে নারীর সকরুণ বিচলন।

ঋতুস্রাব, গর্ভধারণ, প্রসবের মতো প্রকৃতিপ্রদত্ত জৈব শিকলে আটকা পড়ে নারী হারিয়েছে তার আত্মনির্ভরতা এবং সৃষ্টিশীলতা। অন্ন এবং আশ্রয়ের জন্য তাদের নির্ভর করতে হয়েছে পুরুষের উপর। অন্যদিকে, এইসব থেকে বাধা-বন্ধনহীন পুরুষ সময় পেয়েছে অফুরন্ত, পেয়েছে প্রকৃতির অশেষ আশীর্বাদ। ফলে জৈব পর্যায়কে অতিক্রম করে সে হয়ে উঠেছে সৃষ্টিশীল এক ঈশ্বর। ক্রমান্বয়ে দখল করে নিয়েছে সমাজকে। সৃষ্টি করেছে সামাজিক নিয়ম-কানুনের। স্বাভাবিকভাবেই যা গিয়েছে তার অনুকূলে। এই অনুকূল সামাজিক নিয়ম-কানুনের কারণে সে হয়েছে আরো শক্তিশালী, আরো শক্তভাবে সে পরিয়ে দিয়েছে দাসত্বের শৃঙ্খল নারীর কোমল পায়ে। তাকে করে তুলেছে দাসীর সমতুল্য। পুরুষের জন্য যৌনতা বিলানো, তার মনোরঞ্জন করা এবং নরের ঔরসজাত সন্তানকে গর্ভে ধারণ এবং লালন করা ছাড়া নারীর আর অন্য কোনো ভূমিকা থাকবে না পুরুষ সৃষ্ট এবং পুরুষ নিয়ন্ত্রিত পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থায়।

পুরুষতন্ত্র তার নিজের টিকে থাকার স্বার্থে তৈরি করেছে বিপুল পরিমাণ আইন-কানুন এবং বিধিবিধান। এগুলোর আবার একটা বিরাট অংশ সৃষ্ট হয়েছে নারীদের পীড়ন করার জন্য, দমন করার জন্য এবং পুরুষের অধীনে যাতে নারী চিরকাল থাকে, সেটাকে নিশ্চিত করার জন্য। এই বিধিবিধানের বিরুদ্ধে নারী যাতে কখনো বিদ্রোহ না করে, সে কারণে পুরুষতন্ত্র এই সব বিধিবিধানে পরিয়েছে ধর্মের আবরণ। ঈশ্বর সৃষ্ট আইন বলে যুগে যুগে পুরুষ তার নিজের আইনকেই সুপ্রতিষ্ঠিত করেছে সমাজে, ফায়দা তুলে নিয়েছে সমাজের সব স্তর থেকে। বেগম রোকেয়া পরিষ্কার করেই এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বলেছেন এভাবে, 'আমাদের যথাসম্ভব অধঃপতন হওয়ার পর দাসত্বের বিরুদ্ধে কখনও মাথা তুলিতে পারি নাই। যখনই কোনো ভগ্নী মস্তক উত্তোলনের চেষ্টা করিয়াছেন, অমনি ধর্মের দোহাই বা শাস্ত্রের বচনরূপ অস্ত্রাঘাতে তাঁহার মস্তক চূর্ণ হইয়াছে। আমরা প্রথমতঃ যাহা সহজে মানি নাই, তাহা পরে ধর্মের আদেশ ভাবিয়া শিরোধার্য করিয়াছি।'

এইসব আইন এবং বিধিবিধান, কোনোটার সাথেই জড়িত ছিলো না নারী। কাজেই সুযোগ নেবার কোনো প্রশ্নই আসে না তার। সুযোগের বদলে বরং এগুলো আরো সীমাহীন শৃঙ্খল বয়ে এনেছে তার জন্য। পলেন দ্য লা বারে যেমন বলেছেন, ‘পুরুষেরাই প্রণয়ন করেছে সমস্ত আইন, তাই তারা পক্ষপাত দেখিয়েছে নিজেদের লিঙ্গের প্রতি, আর বিচারকেরা ওই সমস্ত বিধিবিধানকে উন্নীত করেছে নীতির স্তরে।'

২.

পিতৃতান্ত্রিক সমাজ কাঠামোর বিরুদ্ধে বিংশ শতাব্দীতে বিদ্রোহ ঘোষণা করেছিলেন পাশ্চাত্যের নারীবাদী নারীরা। পুরুষতন্ত্র নারীকে যে রূপে দেখতে পছন্দ করে, সেটাকে প্রত্যাখ্যান করে শুরু হয় নারী, পুরুষতন্ত্রের বিরুদ্ধে প্রথম যুদ্ধ। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নারীবাদী ঢেউ অতিক্রম করে সেই লড়াই এখন এসে পৌঁছেছে নারীবাদ-পরবর্তী পর্যায়ে। পাশ্চাত্যের দেশে দেশে নারী ফিরে পেয়েছে তার হারানো সম্মান, অর্জন করেছে পুরুষের সমান মর্যাদা, নারী পরিচয় ছাপিয়ে মানুষ পরিচয়ে  নিজেকে প্রতিষ্ঠিত করেছে সগৌরবে।

পাশ্চাত্যে নারীবাদের ব্যাপক অর্জন হবার পরেও, প্রাচ্যের নিথর সাগরে খুব সামান্যই আলোড়ন তুলতে পেরেছে নারীবাদ। বাংলাদেশে নারীবাদ মানে পুরুষের অনুগ্রহ থেকে প্রাপ্ত সামান্য খড়কুটোকেই বোঝানো হতো। এটুকু হলেই নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে বলে আত্মতৃপ্তির ঢেকুর তুলতো নারীবাদীরা বা নারীর অধিকার প্রতিষ্ঠায় নিয়োজিত থাকা প্রতিষ্ঠানগুলো। অথচ এই বাংলাদেশেই নারীবাদের সূচনা হয়েছে বহু আগেই। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেগম রোকেয়াদের মতো মানুষেরা এক ধরনের উদারনৈতিক নারীবাদের চর্চার মাধ্যমে সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। এদের বাইরে পণ্ডিত রমা বাইয়ের নাম উল্লেখ করা যেতে পারে। ভারতীয় উপমহাদেশে প্রকৃত নারীবাদের সূচনা তাঁর হাত দিয়েই শুরু হয়েছিলো। তিনি অবাঙালি ছিলেন, কিন্তু স্বামী বাঙালি হবার কারণে বাংলার সাথে তাঁর একটা নিবিড় সম্পর্ক ছিলো । প্রচলিত উদারনৈতিক যে সব নারীবাদী সেই সময়ে ছিলেন, তাদের চেয়ে অনেকখানি কড়া ধাঁচের নারীবাদ নিয়ে অগ্রসর হয়েছিলেন পণ্ডিত রমা বাই।

বাংলাদেশে নারীবাদের নিস্তরঙ্গ সমুদ্রে প্রথম ভয় জাগানো বড় ঢেউ, বিপুল আলোড়ন তোলেন তসলিমা নাসরিন। তিনিই বাংলাদেশের প্রথম র‍্যাডিক্যাল নারীবাদী। পুরুষতান্ত্রিক সমাজকে গুঁড়িয়ে দিয়ে নারী-পুরুষের সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ব্যাপারে উচ্চকণ্ঠে আওয়াজ তুলেছিলেন তিনিই প্রথম। আজ তাঁকে অনুসরণ করে বাংলাদেশে অসংখ্য নারী নারীর অধিকার প্রতিষ্ঠার কাজে নিজেদের আত্মনিয়োগ দান করেছেন। সাদিয়া নাসরিন তাঁদের মধ্যে অন্যতম একজন।

সাদিয়া নাসরিনের র‍্যাডিক্যাল নারীবাদী হওয়াটা এক ধরনের অনিবার্যই ছিলো। যে পরিবেশের মধ্য দিয়ে তিনি গিয়েছেন, সেখানে সমাজই তাঁকে ধাক্কা দিয়ে নারীবাদীতে পরিণত করেছে। আমাদের সমাজ পুরুষতান্ত্রিক, নারীর জন্য অবান্ধব এবং শত্রুভাবাপন্ন, এটা আমরা সবাই জানি। কিন্তু এর ভয়াবহতা কতোটুকু, একজন নারীকে ঠিক কোন পর্যায়ের বৈষম্য সহ্য করতে হয়, কোন স্তরের অপমান এবং অনিরাপত্তার মধ্য দিয়ে প্রতিনিয়ত যেতে হয়, সেটা আমাদের পুরুষদের পক্ষে বোঝা সম্ভব নয়। এরকম অবস্থার মধ্য দিয়ে যাওয়া যে কোনো সচেতন নারীরই নারীবাদে দীক্ষা নেওয়া ছাড়া আর কোনো গত্যন্তর থাকে না। সাদিয়া নাসরিনকেও এমন এক অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে, যেটা তাঁকে করে তুলেছে প্রতিবাদী এক নারী, পুরুষতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে তিনি নেমে গেছেন নিজের পিঠ দেওয়ালে ঠেকে যাবার পরে। তাঁর নিজের ভাষাতেই শুনি, কোন পরিস্থিতির ভিতর দিয়ে তাঁকে যেতে হয়েছে।

'সাত বছরের আর পাঁচ বছরের দুটো কন্যা শিশুকে দু’পাশে নিয়ে নামাজ পড়ছে সাত মাসের অন্তঃসত্ত্বা এক মা। শিশু দুটো নামাজ পড়তে জানে না। তাই মা যখন সুরা পড়ে তখন তারা পড়ে- “আল্লাহ একটা ভাই দাও”। মা রুকুতে গেলে তারাও রুকুতে গিয়ে বলে- “আল্লাহ একটা ভাই দাও।" পরমেশ্বরের কাছে সিজদা দিয়ে ভিক্ষা চায়- “আল্লাহ একটা ভাই দাও”।

সাত বছরের সেই শিশু কন্যাটি আমি। যে দেখেছে পরপর দুটো কন্যা জন্ম দেওয়ার অপরাধে বাবা-মাকে বিশাল একটা বাড়ির তলানিতে পড়ে থাকতে। “তোর কী আছে, দুটো মেয়ে ছাড়া? সকাল-বিকাল এই একটি প্রশ্ন কীভাবে তার লম্বা-চওড়া আব্বাকে সিংহ থেকে বেড়াল বানাতে থাকে তা দেখেছে ওই মেয়েটি খুব কাছে থেকে। দেখতে দেখতে বুঝেছে, এই সমাজে মেয়ে জন্ম নিয়তি মাত্র, মেয়ে শিশুর জন্য কেউ মালা চন্দন নিয়ে অপেক্ষা করে না, শুধু মেনে নেয়।

নারীবাদী হয়ে কেউ জন্মগ্রহণ করে না, ক্রমশ নারীবাদী হয়ে উঠে। আমিও তাই হয়েছি। নারীর প্রতি বৈষম্য, নিগ্রহ আর পীড়নের বিরুদ্ধে যখন থেকে বলতে শুরু করেছি, ঘাড় শক্ত করে হাঁটতে শুরু করেছি, যখন থেকে নারীকে ‘পরোক্ষ’ করে রাখার সব নিয়ম-কানুন নিয়ে প্রশ্ন করেছি, সমান অধিকারের জন্য লড়াই করেছি, তখন থেকেই লোকে আমাকে ‘নারীবাদী’ বলতে শুরু করেছে।'

সাদিয়ার যে অভিজ্ঞতা আমাদের সমাজ থেকে প্রাপ্ত, সেটা আলাদা কিছু নয়। প্রায় প্রতিটা মেয়েকেই প্রতি মুহূর্তে একই রকমের তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। এই সমাজে তাঁর জন্ম, তাঁর আগমন প্রার্থিত কিছু নয়, নয় স্বাগত জানানোর মতো আনন্দময় কিছু। বৈরী সমাজ বিরূপ এক মনোভাব নিয়ে অনিচ্ছায় বরণ করে কন্যা শিশুকে। আমার শ্বশুরের প্রথম চার সন্তানই কন্যা ছিলো। পঞ্চম সন্তানও যখন কন্যা হিসাবে মর্তে এলো, সেই খবর শুনে আমার দাদি শাশুড়ি আতুর ঘরের দরজায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন সুবিশাল শোক সহ্য করতে না পেরে।

৩.

তো এই নারীবাদী সাদিয়া নাসরিন এ বছর একটা বই প্রকাশ করেছেন। তাঁর বইয়ের নাম ‘দাস জীবনের মালিক নারী?’ এটা ছকে বাঁধা কোনো গ্রন্থ নয়। লেখক নানা সময়ে নারীর অধিকার আদায়ের জন্য নানা ধরনের প্রবন্ধ লিখেছেন বিভিন্ন পত্র-পত্রিকায়। এরকম বেশ কিছু প্রবন্ধকে একসাথে সংকলিত করে জন্ম নিয়েছে এই বই। প্রবন্ধগুলোর মধ্যে ধারাবাহিক কোনো ক্রমসংযোগ নেই, বিচ্ছিন্নভাবেই সেগুলো এসেছে বইতে। কিন্তু, বিচ্ছিন্নভাবে এলেও এরা আলাদা কিছু না। প্রতিটা প্রবন্ধের যে মূল বক্তব্য সেটাই এই আপাত বিচ্ছিন্ন প্রবন্ধগুলোর কেন্দ্রভূমি। একে আবর্তন করেই সেগুলো জড়ো হয়েছে, একটা সুনির্দিষ্ট বক্তব্য দাঁড় করিয়েছে একত্রীভূত হবার শক্তি থেকে। নারীবাদ কী, নারীর প্রতিবাদের ভাষা কী, কার বিরুদ্ধে নারীর লড়াই, নারীর শৃঙ্খলিত দশা, নারী নির্যাতন, নারীর নিজস্ব ঠিকানা, তার নিজস্ব অস্তিত্ব ইত্যাদি নানা বিষয় নিয়ে সাবলীলভাবে লিখে গিয়েছেন তিনি। এইসব লেখা বই আকারে কখনো বের হবে সেই চিন্তা থেকে লেখা হয়নি খুব সম্ভবত। যখন যে অভিজ্ঞতা লেখকের সামনে এসেছে, যখন যে ভাবনা তাকে আবেগী কিংবা কাতর করেছে কিংবা দ্রোহ এবং বিদ্রোহে পুড়িয়েছে, তাই কালো অক্ষরে প্রবন্ধের রূপ নিয়েছে। বই প্রকাশের সময় আপাত বিচ্ছিন্ন এই মুক্তোগুলোকে একটা সুতো দিয়ে মালার মতো গেঁথে দেওয়া হয়েছে। আর তাতেই তৈরি হয়ে গিয়েছে এমন এক বই, যা অবশ্যপাঠ্য বাংলাদেশের সকল নারীর জন্য।

শৃঙ্খলিত জীবন থেকে মুক্তির ইচ্ছা সবারই থাকে, থাকে না শুধু সাহস। এই বই বাংলাদেশের নারীদের মনে কিছুটা হলেও সাহস সঞ্চারিত করবে, সেটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। পুরুষের জন্যও এই লেখা আবশ্যিক পাঠ্য। বিজয়ী লিঙ্গ হিসাবে, সমাজ পুরুষবান্ধব হবার কারণে পুরুষ কখনোই নারীর কষ্ট, তার বৈষম্যের জায়গাটাকে উপলব্ধি করতে পারে না, দেখতে পায়না কাঁটার আঘাতে নারীর ক্ষত-বিক্ষত রক্তাক্ত অবস্থা। এই বই পাঠে কিছুটা হলেও চোখ খুলতে পারে তাদের। নারীর অধিকার আন্দোলনের সংগ্রাম শুধুমাত্র নারীর একার নয়, এটা পুরুষেরও সংগ্রাম। কারণ, নারী-পুরুষ এই দুই লিঙ্গ মিলেই গড়ে ওঠে মানুষ নামের প্রজাতিটি। এখানে একজনকে পিছনে ফেলে আরেকজন এগিয়ে গেলে এক লিঙ্গের জয় হবে ঠিকই, কিন্তু আসল পরাজয় ঘটবে মানুষের। সেরকম অবস্থা কখনো হোক, এটা নিশ্চয়ই আমরা কেউ চাই না।

আমরা না চাইলেও বাংলাদেশ প্রতি মুহুর্তে পিছিয়ে যাচ্ছে মধ্যযুগে। আধুনিক ধ্যান-ধারণা খুব দ্রুত লোপ পেয়ে পিছনের দিকে ধেয়ে চলেছি আমরা। ষাট এবং সত্তরের দশকে আমাদের নারীরা যতোখানি অগ্রসর ছিলো, চিন্তা-চেতনায় উন্নত ছিলো, শৃঙ্খলবিহীন ছিলো, আজকের যুগে এসে সেটা আর দেখতে পাওয়া যায় না। শিক্ষিত নারীরাও আজকাল যেসব বিশ্বাস পোষণ করেন, সেগুলো সমাজ প্রগতির জন্য শুধুমাত্র অন্তরায়ই নয়, প্রচণ্ড রকমের ক্ষতিকর বলা চলে। এই পরিস্থিতিতে সাদিয়া নাসরিনের দ্যর্থহীন উচ্চকণ্ঠ উচ্চারণ, তাঁর চিন্তার প্রাগসরতা, তাঁর সাহস এবং আত্ম-বিশ্বাস বাংলাদেশের অগণিত নারীর জন্য হয়ে উঠতে পারে জেগে ওঠার প্রেরণা। ভয়কে জয় করে সামনের দিকে পা ফেলতে গেলে আলোকবর্তিকা হাতে কাউকে সামনে থাকতে হয়। সাদিয়া নাসরিন আর তাঁর 'দাস জীবনের মালিক নারী?' সেই ভূমিকা নেবে বলেই আমার বিশ্বাস।

৪.

‘দাস জীবনের মালিক নারী?’ গ্রন্থের লেখকের লেখার হাত দারুণ। ঝরঝরে গদ্যে সাবলীলভাবে বক্তব্য পেশ করার ব্যাপারে তাঁর জুড়ি মেলা ভার। বেশিরভাগ লেখাই তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতাজাত হবার কারণে এবং এই বিষয়ে তাঁর নিজস্ব প্রবল আবেগ জড়িত থাকায়, পাঠকের কাছে তা খুব জোরালো এবং বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপিত হয়েছে। বিষয়বস্তুর উপর লেখকের দুর্দান্ত দখল থাকার কারণে প্রতিটা লেখাই হয়ে উঠেছে বলিষ্ঠ এবং বস্তুনিষ্ঠ। এটা পাঠকের কাছে বইটার গ্রহণযোগ্যতা তৈরিতে সাহায্য করবে। সুখপাঠ্য এই বইটাতে বেশ কিছু বানান ভুল এবং মুদ্রণ বিভ্রাট আছে। একটু সচেতন হলেই এগুলোকে নিশ্চয়ই এড়ানো যেতো। আগামী সংকলনে ভুলগুলোকে প্রকাশক শুদ্ধ করে নেবেন, সেই আশাবাদ রইলো।

বইটার বহুল প্রচার এবং সেই সাথে লেখকের সাফল্য কামনা করছি। প্রতিনিয়ত সোনা ফলুক তাঁর কলম থেকে। সেই সাথে অশ্রুধারা মোচন করে বাংলাদেশের মেয়েরা একেকজন বহ্নিশিখা হয়ে উঠুক, এই বাসনার কথাও জানিয়ে গেলাম।

নারী হওয়া নয় কিংবা নারী হয়ে থাকা নয়, নয় সম্ভোগের সামগ্রী হয়ে নীরব থাকা, তার বদলে প্রবল আক্রমণে পিতৃতন্ত্রকে সমূলে উচ্ছেদ করে মানুষ হবার ব্রত নিয়ে অগ্রসর হোক আজকের নারীরা।

ফরিদ আহমেদ, কানাডা প্রবাসী লেখক

মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। sylhettoday24.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে sylhettoday24.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।

আপনার মন্তব্য

লেখক তালিকা অঞ্জন আচার্য অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী ৪৮ অসীম চক্রবর্তী আজম খান ১১ আজমিনা আফরিন তোড়া ১০ আনোয়ারুল হক হেলাল আফসানা বেগম আবদুল গাফফার চৌধুরী আবু এম ইউসুফ আবু সাঈদ আহমেদ আব্দুল করিম কিম ৩২ আব্দুল্লাহ আল নোমান আব্দুল্লাহ হারুন জুয়েল ১০ আমিনা আইরিন আরশাদ খান আরিফ জেবতিক ১৭ আরিফ রহমান ১৬ আরিফুর রহমান আলমগীর নিষাদ আলমগীর শাহরিয়ার ৫৪ আশরাফ মাহমুদ আশিক শাওন ইনাম আহমদ চৌধুরী ইমতিয়াজ মাহমুদ ৭১ ইয়ামেন এম হক এ এইচ এম খায়রুজ্জামান লিটন একুশ তাপাদার এখলাসুর রহমান ৩৭ এনামুল হক এনাম ৪২ এমদাদুল হক তুহিন ১৯ এস এম নাদিম মাহমুদ ৩৩ ওমর ফারুক লুক্স কবির য়াহমদ ৬৩ কাজল দাস ১০ কাজী মাহবুব হাসান কেশব কুমার অধিকারী খুরশীদ শাম্মী ১৭ গোঁসাই পাহ্‌লভী ১৪ চিররঞ্জন সরকার ৩৫ জফির সেতু জহিরুল হক বাপি ৪৪ জহিরুল হক মজুমদার জাকিয়া সুলতানা মুক্তা জান্নাতুল মাওয়া জাহিদ নেওয়াজ খান জুনাইদ আহমেদ পলক জুয়েল রাজ ১০২ ড. এ. কে. আব্দুল মোমেন ১২ ড. কাবেরী গায়েন ২৩ ড. শাখাওয়াৎ নয়ন ড. শামীম আহমেদ ৪১ ডা. আতিকুজ্জামান ফিলিপ ২০ ডা. সাঈদ এনাম ডোরা প্রেন্টিস তপু সৌমেন তসলিমা নাসরিন তানবীরা তালুকদার তোফায়েল আহমেদ ৩১ দিব্যেন্দু দ্বীপ দেব দুলাল গুহ দেব প্রসাদ দেবু দেবজ্যোতি দেবু ২৭ নাজমুল হাসান ২৪ নিখিল নীল পাপলু বাঙ্গালী পুলক ঘটক প্রফেসর ড. মো. আতী উল্লাহ ফকির ইলিয়াস ২৪ ফজলুল বারী ৬২ ফড়িং ক্যামেলিয়া ফরিদ আহমেদ ৪২ ফারজানা কবীর খান স্নিগ্ধা বদরুল আলম বন্যা আহমেদ বিজন সরকার বিপ্লব কর্মকার ব্যারিস্টার জাকির হোসেন ব্যারিস্টার তুরিন আফরোজ ১৮ ভায়লেট হালদার মারজিয়া প্রভা মাসকাওয়াথ আহসান ১৯০ মাসুদ পারভেজ মাহমুদুল হক মুন্সী মিলন ফারাবী মুনীর উদ্দীন শামীম ১০ মুহম্মদ জাফর ইকবাল ১৫৩ মো. মাহমুদুর রহমান মো. সাখাওয়াত হোসেন মোছাদ্দিক উজ্জ্বল মোনাজ হক ১৪ রণেশ মৈত্র ১৮৩ রতন কুমার সমাদ্দার রহিম আব্দুর রহিম ৫৫ রাজু আহমেদ ১৬ রাজেশ পাল ২৮ রুমী আহমেদ রেজা ঘটক ৩৮ লীনা পারভীন শওগাত আলী সাগর শাওন মাহমুদ