আজ শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

Advertise

কিন্তু তারা শত কেজি বিস্ফোরক উদ্ধার করতে পারছে না কেন?

জহিরুল হক বাপি  

কখনও কখনও গরম কেটে বাতাস বেরিয়ে আসে। শরীর শীতল হতে পারতো, কিন্তু হয়না মনের জ্বলুনিতে।

কি হচ্ছে আমাদের চারপাশে? কি হচ্ছে তাতো দেখতেই পাচ্ছি। এখনতো আর এমন হওয়ার কথা না। কিন্তু হচ্ছে!

মনে হচ্ছে মচ্ছব শুরু হয়েছে। মচ্ছব যেমন চলছে সিনসিয়ারিটির, তেমনি চলছে অসততারও।

দুই দিন আগে ঝিনাইদহে জঙ্গি পাওয়া গেল। কয়েক জন পুলিশ আহত হলেন। গত কয়েক মাসে আহত নিহত পুলিশের সংখ্যা কম না। বিশেষ করে স্পেশাল বাহিনীগুলো মনে হয় বুলেটের আগায় ঘুমায়। যখন তখন ডাক আসতে পারে।

বিষাদের শঙ্খ বাজতে থাকে কি তখন?! এই দেখাই শেষ দেখা? এ স্পর্শই কি শেষ স্পর্শ? অথবা এইবার শেষ সুস্থ, পূর্ণাঙ্গ শরীরে ডিউটিতে যাওয়া?

পুলিশ বাহিনীর বিশেষায়িত গ্রুপগুলো ভালো কাজ দেখাচ্ছে। আগে একটা কথা প্রচলিত ছিল - পুলিশের কাছে মাইয়া বিয়া দিমু না। এমন হয়েছিল পুলিশের আচরণে।

পুলিশের প্রতি সাধারণ মানুষের মনোভাব বদলাতে শুরু করে ২০১৩ এর পর। মানুষ যেন দীর্ঘ দিন পর বুঝতে পারে পুলিশ তো আমাদের স্বজন। আমাদের নিরাপত্তার জন্যই তো তারা। পুলিশ মানুষকে এটা দেখাতে পেরেছিল মানুষও বিশ্বাস করতে, ভালোবাসতে শুরু করেছিল। কিন্তু আবার সব পিছে যাচ্ছে।

এক মণ দুধে এক ফোটা তেঁতুল বা বড় এক ডেগ বিরিয়ানি নষ্ট করার জন্য একটা তেইল্লাচুরাই যথেষ্ট। পুলিশ নষ্ট করছে কিছু তেল্লাচুরা।

ব্যক্তিগত দুইটা অভিজ্ঞতা বলি । একই মানুষের সাথে। সোয়াট, পুলিশ, র‍্যাব যখন বেশি একশনে যাচ্ছিল ঘন ঘন জঙ্গি নিধনে। তখন এক মুরুব্বীকে দেখেছি তাদের জন্য প্রচণ্ড সহমর্মী হতে। বারবার তাদের বৌ, সন্তান, মায়ের জন্য উৎকণ্ঠিত হতে। এ মুরুব্বী আজ পুলিশকে গালি দিলেন। পুলিশের রক্ত, পুলিশের প্রাণ পুলিশেই বিক্রি করে দিলেন মাত্র কয়েক টাকায়।

ধরলাম চাকরি হারানোর ভয়ে বনানী থানা মামলা নিতে চাইলো না, কিন্তু কোন ক্ষমতা ভয়ে আয়শাও বিচার পেল না।

গ্রামের ইউনিয়ন পরিষদের মেম্বার যদি থানার কর্মকর্তাদের চেয়ে বেশি ক্ষমতাবান হয়ে যেত তবে সিস্টেম ভেঙে পড়ার কথা এত দিনে। বিষয়টা টাকার। আজ যে পুলিশ টাকার জন্য ধর্ষণ মামলা নিচ্ছে না, এরে-তারে ধরে আনছে টাকার জন্য সেও কাল বিশেষায়িত বাহিনীতে বদলী হতে পারে। গুলি খেয়ে মারাও যেতে পারে। কিন্তু মারা যাওয়ার সময় টাকা পয়সা রেখে গেলেও পরিবারকে করে যায় নিস:ঙ্গ। তার মৃত্যুকে অনেক ভুক্তভোগী ভাববে - আল্লাহর বিচার।

জেলাখানায় যান, বেশিরভাগই ড্রাগস আর নারীঘটিত মামলা। টহল পুলিশ মানুষের জাইঙ্গার ভিতর থেকে লুকানো ইয়াবা বের করে ফেলে কিন্তু শত শত কেজি বিস্ফোরক উদ্ধার করতে পারছে না। কেন? অথচ এ বিস্ফোরকে মারা যাচ্ছে তাদের সহকর্মী বন্ধু। এ বিস্ফোরকগুলো যায় কিভাবে?

পুলিশবাহিনী কি গুটিকয়েক এমন অসৎ পুলিশের চাকরীর দায়ের বদলে নিজেদের সম্মান, গৌরব বিকিয়ে দেবে?

জহিরুল হক বাপি, লেখক ও চলচ্চিত্র নির্মাতা

মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। sylhettoday24.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে sylhettoday24.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।

আপনার মন্তব্য

লেখক তালিকা অঞ্জন আচার্য অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী ৪৮ অসীম চক্রবর্তী আজম খান ১১ আজমিনা আফরিন তোড়া ১০ আনোয়ারুল হক হেলাল আফসানা বেগম আবদুল গাফফার চৌধুরী আবু এম ইউসুফ আবু সাঈদ আহমেদ আব্দুল করিম কিম ৩২ আব্দুল্লাহ আল নোমান আব্দুল্লাহ হারুন জুয়েল ১০ আমিনা আইরিন আরশাদ খান আরিফ জেবতিক ১৭ আরিফ রহমান ১৬ আরিফুর রহমান আলমগীর নিষাদ আলমগীর শাহরিয়ার ৫৪ আশরাফ মাহমুদ আশিক শাওন ইনাম আহমদ চৌধুরী ইমতিয়াজ মাহমুদ ৭১ ইয়ামেন এম হক এ এইচ এম খায়রুজ্জামান লিটন একুশ তাপাদার এখলাসুর রহমান ৩৭ এনামুল হক এনাম ৪১ এমদাদুল হক তুহিন ১৯ এস এম নাদিম মাহমুদ ৩৩ ওমর ফারুক লুক্স কবির য়াহমদ ৬৩ কাজল দাস ১০ কাজী মাহবুব হাসান কেশব কুমার অধিকারী খুরশীদ শাম্মী ১৭ গোঁসাই পাহ্‌লভী ১৪ চিররঞ্জন সরকার ৩৫ জফির সেতু জহিরুল হক বাপি ৪৪ জহিরুল হক মজুমদার জাকিয়া সুলতানা মুক্তা জান্নাতুল মাওয়া জাহিদ নেওয়াজ খান জুনাইদ আহমেদ পলক জুয়েল রাজ ১০২ ড. এ. কে. আব্দুল মোমেন ১২ ড. কাবেরী গায়েন ২৩ ড. শাখাওয়াৎ নয়ন ড. শামীম আহমেদ ৪১ ডা. আতিকুজ্জামান ফিলিপ ২০ ডা. সাঈদ এনাম ডোরা প্রেন্টিস তপু সৌমেন তসলিমা নাসরিন তানবীরা তালুকদার তোফায়েল আহমেদ ৩১ দিব্যেন্দু দ্বীপ দেব দুলাল গুহ দেব প্রসাদ দেবু দেবজ্যোতি দেবু ২৭ নাজমুল হাসান ২৪ নিখিল নীল পাপলু বাঙ্গালী পুলক ঘটক প্রফেসর ড. মো. আতী উল্লাহ ফকির ইলিয়াস ২৪ ফজলুল বারী ৬২ ফড়িং ক্যামেলিয়া ফরিদ আহমেদ ৪২ ফারজানা কবীর খান স্নিগ্ধা বদরুল আলম বন্যা আহমেদ বিজন সরকার বিপ্লব কর্মকার ব্যারিস্টার জাকির হোসেন ব্যারিস্টার তুরিন আফরোজ ১৮ ভায়লেট হালদার মারজিয়া প্রভা মাসকাওয়াথ আহসান ১৯০ মাসুদ পারভেজ মাহমুদুল হক মুন্সী মিলন ফারাবী মুনীর উদ্দীন শামীম ১০ মুহম্মদ জাফর ইকবাল ১৫৩ মো. মাহমুদুর রহমান মো. সাখাওয়াত হোসেন মোছাদ্দিক উজ্জ্বল মোনাজ হক ১৪ রণেশ মৈত্র ১৮৩ রতন কুমার সমাদ্দার রহিম আব্দুর রহিম ৫৫ রাজু আহমেদ ১৬ রাজেশ পাল ২৮ রুমী আহমেদ রেজা ঘটক ৩৮ লীনা পারভীন শওগাত আলী সাগর শাওন মাহমুদ