নিউজ ডেস্ক

০৩ ফেব্রুয়ারি , ২০১৫ ১৮:১৫

ছাতকে বিএনপি-ছাত্রলীগের সংর্ঘষ,আহত ১৫

সুনামগঞ্জে বিএনপি-ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরীসহ কমপক্ষে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ২০ রাউন্ড সটগানের ফাঁকা গুলি ছুড়ে বলে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানিয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও তিনি জানান। এদিকে সংঘর্ষ চলাকালে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের দুই পাশের সড়কে প্রায় আধঘন্টা যান চলাচল বন্ধ ছিলো।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী দাবি করেন, এ ঘটনায় বিএনপির ৬ জন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন, আবু তালেব, ফয়েজ আহমদ, মিসবাহ উদ্দিন, জাহাঙ্গীর আলম, পিংকু দত্ত, ফজলুর রহমান খাঁন এবং নুরুল আমিন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। এছাড়া সংঘর্ষে শিপলু নামের এক ছাত্রলীগের কর্মী আহত হয়েছেন বলে সূত্র জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১টার দিকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে গোবিন্দগঞ্জ পয়েন্ট প্রদক্ষিণ করে। এ সময় অপরদিক থেকে আসা ছাত্রলীগের একটি হরতাল বিরোধী মিছিলও বের হয়। এক পর্যায়ে মিছিলটি মুখোমুখি হলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। 

আপনার মন্তব্য

আলোচিত