নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০১৮ ১৫:১৪

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে অপপ্রচারে আরিফ, অভিযোগ কামরানের

সিলেট সিটি করপোরেশন নির্বচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান অভিযোগ করেছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন।

আজ (বুধবার) দুপুরে নগরীর বাগবাড়ি এলাকায় নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগকালে এমন অভিযোগ করেন কামরান।

এরআগে মঙ্গলবার আরিফুল হক চৌধুরী অভিযোগ করেছিলেন- পুলিশ তার এজেন্টদের তালিকা চাচ্ছে। এটি পুলিশের বাড়াবাড়ি উল্লেখ করে তিনি বলেছিলেন- সিলেটে কোনো অন্যায় সহ্য করা হবে না।
 
আরিফের এই অভিযোগ প্রমসঙ্গে বুধবার কামরানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি উল্টো আরিফের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আনেন। কামরান বলেন, অভিযোগ করাই বিএনপির সংস্কৃতি। এসবের কোনো সত্যতা নেই।

এসময় কামরান বলনে, নগরজুড়ে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ৩০ তারিখ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত।

তবে বুধবারও গণসংযোগকালে বিএনপির প্রার্থী আরিফুলহ চৌধুরীর দাবি, নির্বাচনকে ঘিরে সিলেটে উৎসবমুখর পরিবেশ বিরাজ করলেও নাগরিকদের মধ্যে শঙ্কাও রয়েছে।   নির্বাচন কমিশন ও সরকারকেই এই শঙ্কা দূর করতে হবে। নতুবা সুষ্ঠ নির্বাচন হবে বলে মন্তব্য করেন আরিফ।

নগরীর মদিনা মার্কেট এলাকায় গণসংযোগকালে আরিফ বলেন, সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে।

আপনার মন্তব্য

আলোচিত