প্রধান সম্পাদক : কবির য়াহমদ
৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
[email protected]
টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
© ২০১৪ - ২০২৩
১৮ ফেব্রুয়ারি , ২০১৫ ২৩:২৩
সিলেট নগরীতে ট্রাক ও পিকআপ ভ্যানে পেট্রোলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। নগরীর সুবিদবাজার ও উপশহর এবং দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার সাতমাইল নামক স্থানে এই পেট্রোলবোমা হামলা চালানো হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার দিকে এই পৃথক ঘটনাগুলো ঘটে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তার আগুন নেভানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়- রাত ৯টার দিকে নগরীর উপশহর সি ব্লক এলাকাস্থ একটি খেলার মাঠের পাশে পার্কিংরত একটি ট্রাকে পেট্রোলবোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে ট্রাকটির সামনের অংশ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে ফেলে।
এদিকে এর আগে রাত সাড়ে ৮টার দিকে টাইলস নিয়ে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন-১৮-০৯৫৬) সুবিদবাজার থেকে নবীগঞ্জে যাওয়ার পথে ফাজিলচিশত এলাকা সংলগ্ন তারাদিন রেস্টুরেন্টের সামনে পৌঁছামাত্রই পেট্রোলবোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে পিকআপটির সামনের অংশ পুড়ে যায়। স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়।
সর্বশেষ রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার সাতমাইল নামক স্থানে একটি ট্রাকে পেট্রোলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন।
খবর পেয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে আটক করতে পারেনি তারা।
আপনার মন্তব্য