ডেস্ক রিপোর্ট

২১ জানুয়ারি, ২০১৬ ১১:২৭

ত্রিপুরায় শুরু হয়েছে পিলাক প্রত্ন ও পর্যটন উৎসব

ত্রিপুরার ঐতিহ্যবাহী পিলাক প্রত্ন ও পর্যটন উৎসব- ২০১৬ শুরু হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) বিকেলে রাজ্যের দক্ষিণ জেলার অন্তর্গত শান্তির বাজার মহকুমার পিলাক এলাকায় এ উৎসবের সূচনা করেন ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক।

প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন তিনি। 

উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, পিলাক ত্রিপুরার অন্যতম একটি ঐতিহাসিক স্থান এবং অন্যতম একটি পর্যটন কেন্দ্রও, এর সংস্কারের জন্য রাজ্য সরকার আর্কলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকে অর্থ দিয়েছিল। কিন্তু তারা এর সংস্কার করেনি। 

তিনি আরো বলেন, দেশি-বিদেশি পর্যটকদের কাছে ত্রিপুরার এই ঐতিহাসিক স্থানকে আরও আকর্ষণীয় করে ত‍ুলতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধীপতি হিমাংশু রায়, বিধায়ক যশবীর ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসক দেবাশীষ বসু উপস্থিত ছিলেন। 

উৎসবে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পীরা অংশ নেবেন। রয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের কাজ-কর্মের নিয়ে প্রদর্শনী স্টলও।

আপনার মন্তব্য

আলোচিত