এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স থেকে

০৯ অক্টোবর, ২০১৬ ১১:৩৪

ফ্রান্স আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে বহুল প্রত্যাশিত ফ্রান্স আওয়ামী লীগের ২০১৬-২০১৮ সালের জন্য ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) বিকেলে প্যারিসে লা চাপিলের একটি হলে বিপুল সংখ্যক নেতা কর্মীদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে এমএ কাশেমকে সভাপতি, মোহাম্মদ আবুল কাশেমকে সিনিয়র সহ সভাপতি, মুজিবুর রহমান মুজিবকে সাধারণ সম্পাদক, আলী হোসেনকে সাংগঠনিক সম্পাদক, আমিন খান হাজারীকে প্রচার করা হয়। কমিটি ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন।

ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এমএ কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিবের পরিচালনায় কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বরগুনা - ঝালকাঠি মহিলা আসনের এমপি নাসিমা ফেরদৌসি।

বক্তব্য রাখেন, ফ্রান্স আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন,সাবেক সভাপতি বেনজীর আহমদ সেলিম,সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আবুল কাশেম,মিজান চৌধুরী মিন্টু , ওয়াহিদ বার তাহের প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ আজ পরাজিত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ আজ মধ্য আয়ের দেশে পরিণত। তাই আমাদেরকে আরো ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানে এ সময় ফ্রান্স মহিলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ ও ৪টি থানার কমিটি ঘোষণা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত