নিউইয়র্ক সংবাদদাতা

২৮ অক্টোবর, ২০১৬ ১০:৩৩

নিউইয়র্কে বড়লেখা-জুড়ি সমিতির সাধারণ সম্পাদকের শিশুর মৃত্যু

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় মাত্র ৫ বছর বয়সী এক বাংলাদেশি শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

স্থানীয় সময় গত মঙ্গলবার (২৫ অক্টোবর) নিউ ইয়র্কশহর থেকে পৌনে ৪ শত মেইল দূরে বাফেলো নামক শহরে এ দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার দিন বিকেলে তাশফিক তোফা নামের বাংলাদেশি ওই শিশুটি নিকটস্থ মামার বাসা থেকে তার মায়ের হাত ধরে নিজেদের বাসায় ফিরছিল। মায়ের সঙ্গে রাস্তা পারাপারের সময় হঠাৎ তাশফিক তার মায়ের হাতে থেকে ছুটে দৌড় দেয়। এ সময় বিপরীত দিক থেকে একটি গাড়িকে তাদের দিকে ছুটে আসতে দেখেন তাঁরা। নিজেদের দিকে গাড়ি আসছে দেখে তোফা দৌড় দিলে গাড়ির নিচে পড়ে যায়।

এরপর ক্ষতবিক্ষত তোফাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁরা এক সময় নিউ ইয়র্কেই বসবাস করতেন। প্রায় ৪ বছর আগে স্থায়ীভাবে বসবাসের জন্য তাঁরা বাফেলোতে চলে যান।

বুধবার বাদ জোহর বাফেলো ইসলামিক সেন্টারে তাশফিক তোফার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় মুসলিম কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাশফিক তোফার বাবা তাশফিক তোফায়েলের দেশের বাড়ি বাংলাদেশে সিলেটের কুলাউড়ার বড়লেখা-জুড়ি এলাকায়। নিউ ইয়র্কে অবস্থানকালে তিনি বড়লেখা জুড়ি সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। তাশফিক তোফায়েল স্ত্রী, ৩ বছরের মেয়ে, এক ভাই ও ১ বোনসহ বাফেলোতে বসবাস করছেন।

আপনার মন্তব্য

আলোচিত