নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০১৭ ২১:৫৮

সুখিয়ার পরিবারের সাহায্যার্থে শিল্পী মৌনির ছবি নিলামে

হবিগঞ্জে নিহত সুখিয়া রবি দাসের পরিবারের সাহায্যার্থে লন্ডনে ফান্ড রাইজিং চলছে।

আমারএমপিডটকম ও সেকুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকের উদ্যোগের অংশ হিসেবে শিল্পী মৌনি মুক্তা চক্রবর্তীর আঁকা 'নারী, শৃঙ্খল ছিঁড়ে কণ্ঠে উঠাও নতুন ভোরের গান'' টাইটেলে প্লাই উডে এক্রেলিক রং এ আঁকা ছবিটি তিন ঘণ্টার জন্য নিলামে বিক্রয়ের জন্য তোলা হয়েছে।

লন্ডন সময় বিকেল ৬ টা ২০ মিনিটের মধ্যে সর্বোচ্চ দামদাতা হিসেবে পুষ্পিতা গুপ্ত এ ছবি কিনে নেন। এই টাকাটা Seeking justice and support for Sukhiya's family-তে ডোনেট করা হয়।

এছাড়াও সুখিয়া রবি দাস পরিবারকে সাহায্যের জন্যে ইতোমধ্যে ব্যাংক হিসাব খোলা হয়েছে। সিলেটটুডেকে এ তথ্য নিশ্চিত করেছেন আমারএমপি ডটকমের সোশ্যাল মিডিয়া কনসালটেন্ট সুশান্ত দাস গুপ্ত।

ইংল্যান্ডের একাউন্ট সম্পর্কিত তথ্য:
একাউন্ট নাম: Secular Bangladesh Movement UK; একাউন্ট নম্বর: 63890236, সর্টকোড: 202519
একাউন্ট নাম:  Amar MP, একাউন্ট নম্বর: 10910864, সর্টকোড: 110048
পেপাল: [email protected]

বাংলাদেশের একাউন্ট সম্পর্কিত তথ্য:
একাউন্ট নাম: Amar MP Social Voluntary Organization
একাউন্ট নম্বর: 0055-0210005505
Mutual Trust Bank
Habiganj Branch, Bangladesh.
বিকাশ নাম্বার: 01711070800

বসতভিটা থেকে উচ্ছেদ করে জমি দখল করতেই হত্যা করা হয় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার হরিজন সম্প্রদায়ের সুখিয়া রবি দাসকে। এরআগে  সুখিয়ার স্বামী আর কাকাকেও হত্যা করা হয়। দেশ-বিদেশে আলোচিত এ হত্যাকাণ্ডের পর অনেক মানুষ সুখিয়া রবি দাস পরিবারের সাহায্যার্থে এগিয়ে এসেছেন।

আপনার মন্তব্য

আলোচিত