সিলেটটুডে ডেস্ক:

২৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:৪০

সিলেটে ‘অভিশপ্ত আগস্ট’ মঞ্চস্থ

৭৫ এর ১৫ আগস্ট কাল রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার নির্মম ঘটনার ওপর নির্মিত বাংলাদেশ পুলিশ নাট্যদলের নাটক ‘অভিশপ্ত আগস্ট’ সিলেটে মঞ্চায়িত হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এই নাটকটির ৩০তম পরিবেশনা মঞ্চস্থ হয়। সিলেট মহানগর পুলিশ (এসএমপি) অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।

এসময় মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, উপ পুলিশ কমিশনার (পিওএম) মো. কামরুল আমিন, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা, উপ পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকারসহ সকল অতিরিক্ত উপ পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আরআই পুলিশ লাইন্সসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।

প্রসঙ্গত , ‘অভিশপ্ত আগস্ট’ নাটকটির গবেষণা ও তথ্য সংকলন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ পরিদর্শক মো. জাহিদুর রহমান। নাটকটির প্রযোজনা করেছে বাংলাদেশ পুলিশ নাট্যদল।

এর আগে চলতি বছরের ৩১ জুলাই রাজধানীর বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি ড. বেনজীর আহমেদ। পর্যায়ক্রমে সারা দেশে নাটকটি মঞ্চস্থ করছে বাংলাদেশ পুলিশ নাট্যদল।

শনিবার (২৫ সেপ্টেম্বর ) সন্ধ্যায় নাটকটির ৩১তম পরিবেশনা সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত