নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি , ২০১৭ ০৪:০০

১১ ফেব্রুয়ারি সুরকুঞ্জ সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৭

সাংস্কৃতিক সংগঠন সুরকুঞ্জের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা।

১১ ফেব্রুয়ারি সকাল ১০টায় রাজধানীর জাগো আর্ট সেন্টারে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সুরকুঞ্জ আয়োজিত এ সাংস্কৃতিক প্রতিযোগিতায় থাকবে একাধারে নাচ,গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

আয়োজক সূত্রে জানা যায়, ছায়ানট, বাফা, জাগো, ধর্মরাজিক, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ, সিলেট সহ দেশের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠান ও বিভাগ থেকে প্রতিযোগীরা উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের স্বনামধন্য শিল্পী ও কলা কৌশলীবৃন্দ।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার স্বনামধন্য শিক্ষকবৃন্দ চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত থাকবেন।

২৪ ফেব্রুয়ারি শুক্রবার সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে সুরকুঞ্জ আয়োজিত এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে সুরকুঞ্জের প্রতিষ্ঠাতা অপূর্ব নারায়ণ চক্রবর্তী বলেন, সমাপনী অনুষ্ঠানে দেশের বিশিষ্ট রাজনীতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক সহ নানা পেশার মানুষজন উপস্থিত থাকবেন।

উল্লেখ্য ২০০১ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই সুরকুঞ্জ জাতীয় পর্যায়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনে তাদের পদচারণা অব্যাহত রেখে চলেছে।

আপনার মন্তব্য

আলোচিত