সিলেটটুডে ডেস্ক

০২ ফেব্রুয়ারি , ২০১৭ ২০:৪৩

মাসব্যাপী ‘একুশে নাট্যোৎসব’ শুরু

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী একুশে নাট্যোৎসব।

সংস্কৃতি মন্ত্রণালয়ের আর্থিক পৃষ্ঠপোষকতায় ও বাংলা একাডেমির সহযোগিতায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) শুরু হয়েছে এ নাট্যোৎসব। চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার বিকালে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার ও আতাউর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন উত্সব আহ্বায়ক মীর জাহিদ হাসান এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে পরিবেশিত হয় পথনাটক থিয়েটার সার্কেলের (মুন্সিগঞ্জ) ‘মাগো ওরা বলে’ এবং মঞ্চনাটক প্রাচ্যনাটের ‘মহাবিদ্যা’।

এবার ঢাকা ও ঢাকার বাইরের ৩০টি নাট্যদল পথনাটক এবং ২৭টি নাট্যদল মঞ্চনাটক নিয়ে এ উত্সবে অংশগ্রহণ করবে। প্রতিদিন বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠান শুরু হবে।

আপনার মন্তব্য

আলোচিত