সিলেটটুডে ডেস্ক

২৫ এপ্রিল, ২০১৯ ১৭:৫৫

শুক্রবার সিলেটে মঞ্চস্থ হবে ‘দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’

শুক্রবার সিলেটের কবি নজরুল অডিটরিয়ামে মঞ্চস্থ হবে থিয়েটার সিলেট'র নাটক ‘দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’।

আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত উপন্যাস থেকে নাটককটি অনুবাদ, নাট্যনির্মাণ ও নির্দেশনা দিয়েছেন কামরুল হক জুয়েল। শুক্রবার, সন্ধ্যা ৭ টায় শুরু হবে নাটকটির প্রদর্শনী।

উপসাগরীয় স্রোতে বিশাল মাছের সঙ্গে এক বৃদ্ধ জেলের সংগ্রাম-কাহিনি । হাভানা বন্দরের রোদে পোড়া চোখ দুটো খুঁজে বেড়ায় জীবিকার সন্ধান। ৮৪ দিন পর ক্ষুধা-নিদ্রা আর পরিশ্রমে তার বড়শিতে ধরা দেয় বিশাল আকৃতির মার্লিন মাছ! যার সঙ্গে চলে দীর্ঘ কথোপকথন। সে মাছও যেন মৃদুস্বরে চ্যালেঞ্জ করে, ‘তোমার সঙ্গে আমি আমৃত্যু লড়ে যাব।’ বৃদ্ধ সান্তিয়াগো হারমানা পাত্র নয়, যে জানে-‘হার মেনে নেবার জন্য মানুষের জন্ম হয়নি, মানুষকে ধ্বংস করা যায় কিন্তু পরাস্ত করা যায় না ।’

মঞ্চের লালনীল আলোতে দেখা যাবে সামুদ্রিক তাণ্ডব, মানুষ আর প্রকৃতির সম্পর্ক, ভালোবাসা, বেঁচে থাকার সংগ্রাম কীভাবে নোনাজলে দোল খায়।

নাটকে একটা মাত্র মানবচরিত্রের বিপক্ষে দাঁড়িয়ে থাকে বিশাল সমুদ্র ক্ষুধানিদ্রা আর হেমিংওয়ের দার্শনিক বাকবিন্যাস।
প্রধান চরিত্রে অভিনয় করবেন: কামরুল হক জুয়েল
সামুদ্রিক মাছ ও কোরিওগ্রাফিতে আছেন: আবেদীন সৌরভ, আবদুল্লাহ সাদ, বাহাউদ্দিন নাসিম, সুপান্ত রায়, লিমন ও মিনহাজ মিজু।

মঞ্চ ও আলোক পরিকল্পনা : হুমায়ুন কবির জুয়েল
মঞ্চনির্মাণ : আবদুল্লাহ সাদ
পোশাক পরিকল্পনা : ফারজানা সুমি  
সংগীত : রাফি ইসলাম

আপনার মন্তব্য

আলোচিত