সিলেটটুডে ডেস্ক

০২ মে, ২০১৯ ২৩:৩০

সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে একদল ফিনিক্সের সাংস্কৃতিক প্রতিবাদ

বৃহস্পতিবার বিকেল ৩ টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে নাট্য সংগঠন একদল ফিনিক্স আয়োজন করে সাম্প্রদায়িকতাও জঙ্গিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিবাদ।

"শুনহ মানুষ ভাই সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই" প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে একক ও দলীয় গান-কবিতায় সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিবাদ জানায় সিলেট উদীচী শিল্পী গোষ্ঠী, সাংস্কৃতিক ইউনিয়ন সিলেটসহ সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। একক গান পরিবেশন করেন গণসঙ্গীত শিল্পী অংশুমান দত্ত অঞ্জন, হিল্লোল শর্মা রনি। একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী অমিত ত্রিবেদী, নাজমুল হোসেন ইমন, আবুল হাসনাত স্বপন প্রমুখ।

সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদ, শ্রীলঙ্কার গীর্জাসহ কয়েকটিকে হোটেলে জঙ্গি হামলা বিশ্বের শান্তিকামী মানুষের মধ্যে তৈরি করেছে আতংক। জঙ্গিবাদ ধ্বংস করছে মানবতা। তৈরি করছে ধর্মীয় ভেদাভেদ,মানুষে মানুষে দ্বন্দ্ব। জঙ্গিবাদের কারণে মরছে মানুষ অথচ কারো কাছে এরা হিন্দু, কারো কাছে মুসলমান, কারো কাছে বৌদ্ধ তো কারো কাছে খৃষ্টান।

অথচ কোন ধর্মই জঙ্গিবাদের মত ঘৃণিত বিষয়কে সমর্থন করে না। সংস্কৃতি যুগ যুগ ধরে তার নিজস্ব ভাষায় প্রতিবাদ করছে সকল অন্যায়, অপরাধের বিরুদ্ধে। থিয়েটার একদল ফিনিক্সের এমন আয়োজনে সকল ধর্ম-বর্ণের মানুষকে একাত্ব হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে বলে জানান অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক - সামাজিক -সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এই আয়োজনের সাথে একাত্বতা জানিয়ে বক্তব্য প্রদান করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি ব্যারিস্টার আরশ আলী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, নাট্যজন ও চলচ্চিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সিলেট বিভাগীয় সমন্বয়কারী আনোয়ার হোসেন দুলাল, সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্ত, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন সিলেট বিভাগের সভাপতি সৈয়দ সাইদুল ইসলাম দুলাল, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা, বাপা'র সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, নাট্যজন শামসুল বাসিত শেরো, বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন, সিলেটের কো-অর্ডিনেটর ফরিদা নাসরিন, সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলিউর রহমান প্রমুখ।

সন্ত্রাস-জঙ্গিবাদের অন্ধকার দূর করে মানবতার আলোয় বিশ্বকে আলোকিত করার প্রত্যয়ে সন্ধ্যায় মশাল প্রজ্জ্বলন করা হয়।

আয়োজনের শেষভাগে থিয়েটার একদল ফিনিক্স মঞ্চায়ন করে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের নাটক ধুম্রজাল এর ১০ তম প্রদর্শনী।

আপনার মন্তব্য

আলোচিত