নিউজ ডেস্ক

১১ অক্টোবর, ২০১৫ ২১:২০

‘লার্নিং বাই শেয়ারিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ‘লার্নিং বাই শেয়ারিং’ শীর্ষক সেমিনারে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সুশান্ত কুমার দাস বলেছেন, জ্ঞান এমন এক সম্পদ যা বিতরণ করলে কখনো হ্রাস পায় না বরং বৃদ্ধি পায়। বিনিময়ের মাধ্যমে জ্ঞানের ভান্ডার সমৃদ্ধতর হয়। একজন আদর্শবান শিক্ষক জীবনভর জ্ঞান বিতরণ করেন যান। শিক্ষকের কাজই হলো আলো দিয়ে আলো জ্বালানো। মানুষে মানুষে ভাবাবিনিময়ের মাধ্যমে চিন্তার জগত উন্মোচিত হয়। তিনি বলেন, তরুণদের হতাশ হলে চলবে না। অন্ধকার গাঢ় হলে বুঝতে হবে আশার সুর্যোদয় সমাগত। তাই দৃঢ়তার সাথে নিজ নিজ কাজের পথে অটল থাকতে হবে। পথচ্যুত হলে কোন মহৎ অর্জন সম্ভব হবে না। আজ রোববার বিকেলে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমেরিকান কর্ণার মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে এ কথাগুলো বলেন তিনি। আমেরিকান কর্ণার, সিলেট এবং যুগান্তর স্বজন সমাবেশের যৌথ উদ্যোগে সিলেটে ‘লার্নিং বাই শেয়ারিং’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের সিনিয়র প্রভাষক ও যুগান্তর স্বজন সমাবেশের বিভাগীয় সমন্বয়কারী প্রণবকান্তি দেব। মূল প্রবন্ধে তিনি বলেন, অর্জন দিয়েই শুধু সফলতাকে বিচার করা যায় না। কখনো কখনো অর্জনের মুহুর্তগুলো ভাগ করে নেয়াতেই সাফল্য আসে। শিক্ষা হলো সমাজকে এগিয়ে নেয়ার সবচেয়ে মোক্ষম মাধ্যম। শিখন-পঠন-বিনিময়ের মাধ্যমে জ্ঞানের জানালা খোলে যায়। এসবের জন্য অনুশীলন ও অধ্যাবসায়ের কোনো বিকল্প নেই।
মবরুর আহমদ সাজুর সভাপতিত্বে সেমিনার সঞ্চালনা করেন প্রভাষক সুমন রায়। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আমেরিকান কর্ণারের পরিচালক মোস্তফা কামাল। উপস্থাপিত প্রবন্ধের উপর আলোচনা করেন প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমান, এসআইইউ এর ইংরেজী বিভাগের চেয়ারম্যান ও প্রক্টর প্রধান মাহবুব ইবনে সিরাজ ও যুগান্তর সিলেট ব্যুরো প্রধান রেজওয়ান আহমদ। সেমিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন। পরে মূল প্রবন্ধ উপস্থাপক প্রভাষক প্রণবকান্তি দেব এর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত