সিকৃবি প্রতিনিধি

১২ অক্টোবর, ২০১৫ ১৭:৪৫

সিকৃবিতে এবার আন্দোলনে কর্মচারীরা

ছয় দফা দাবিতে এবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) কর্মচারী সমিতি কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতর থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।

সোমবার বেলা ১১টা থেকে ক্যাম্পাসের বটতলায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মচারী সমিতির দাবিগুলোর মধ্যে রয়েছে স্বতন্ত্র পে-স্কেল, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল, চাকুরির বয়সসীমা ৬৫ বছর, পদোন্নতি, পোষ্য কোটা চালুকরণ, সিনেট ও সিন্ডিকেট পরিষদে কর্মচারী প্রতিনিধি অন্তর্ভুক্তকরণ।

বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এতে সভাপতিত্ব করেন সিকৃবি কর্মচারী সমিতির সভাপতি সুরুক মিয়া। এসময় তিনি সরকারের কাছে কর্মচারীদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আহ্বান জানান।

আপনার মন্তব্য

আলোচিত