সংবাদ বিজ্ঞপ্তি

১৫ জুলাই, ২০২০ ১৭:৪৩

মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষিকা ও ছাত্রীদের হোস্টেল ভাড়া মওকুফ

মহামারি করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে শিক্ষিকা ও ছাত্রীদের হোস্টেল ভাড়া মওকুফ করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। গেল এপ্রিল মাস থেকে ধরে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভাড়া মওকুফ থাকবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী মানবিক দৃষ্টিকোণ থেকে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে বুধবার (১৫ জুলাই) এমন তথ্য জানানো হয়েছে

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা লোকমান আহমদ চৌধুরী জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ও ছাত্রীদের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় মহিলা হোস্টেল সুবিধা চালু আছে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে। করোনা পরিস্থিতিতে অনলাইনে পাঠদান ও পরীক্ষা গ্রহণ কার্যক্রম চলছে। কিন্তু সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

তিনি জানান, সিদ্ধান্ত অনুসারে গেল এপ্রিল মাস থেকে শিক্ষিকা ও ছাত্রীদের হোস্টেল ভাড়া দিতে হবে না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হোস্টেল ভাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব তহবিল থেকে পরিশোধ করবেন।

আপনার মন্তব্য

আলোচিত