সিলেটটুডে ডেস্ক

২১ জুলাই, ২০২০ ১৫:৩১

লিডিং ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জাতীয় বৃক্ষরোপণ ২০২০ কর্মসূচির অংশ হিসেবে সিলেটের লিডিং ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশে এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে লিডিং ইউনিভার্সিটি এ কর্মসূচি গ্রহণ করে।

সোমবার (২০ জুলাই) বিকাল ৩টায় দক্ষিণ সুরমায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলীর ছেলে সৈয়দ আব্দুল হাই।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব.) মো. শাহ আলম, পিএসসি, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের পিএস দেওয়ান সাকিব আহমেদ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এক বার্তায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) শ্রীযুক্ত বনমালী ভৌমিক জানান, প্রাকৃতিক ভারসাম্যতা বজায় রাখতে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজে সাজিয়ে তুলতে বর্ষা মৌসুমে লিডিং ইউনিভার্সিটি দশ হাজার বিভিন্ন প্রজাতির বনজ এবং ফলদ বৃক্ষরোপণ করার উদ্যোগ নিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত