
২৯ জুলাই, ২০২০ ১২:৫৮
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিরীণ আখতারের স্বামী অবসরপ্রাপ্ত মেজর লতিফুল আলম চৌধুরী মারা গেছেন।
করোনাভাইরাস থেকে সেরে উঠলেও নিউমোনিয়ায় আক্রান্ত অবস্থায় চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি ছিলেন তিনি।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে লতিফুল আলমের মৃত্যু হয় বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূইয়া জানান।
তিনি বলেন, মুক্তিযোদ্ধা লতিফুল আলম চৌধুরী নিউমোনিয়ায় ভুগছিলেন। তার ডায়াবেটিস ছিল, স্মৃতিভ্রংশ হচ্ছিল অনেক দিন ধরে।
প্রক্টর জানান, ৭১ বছর বয়সী লতিফুল আলমের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে গত ১৩ জুলাই। চট্টগ্রাম সিএমএইচে ভর্তি হয়ে এক সপ্তাহ চিকিৎসা নেওয়ার পর তার করোনাভাইরাস নেগেটিভ আসে। কিন্তু নিউমোনিয়ার কারণে তাকে আইসিইউতে ভর্তি করতে হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে তিনি মারা যান।
রবিউল হাসান জানান, বুধবার বেলা ১১টায় চট্টগ্রাম ক্যান্টনমেন্টে লতিফুল আলম চৌধুরীর জানাজা হবে। জোহরের নামাজের পর নগরীর গরিবুল্লাহ শাহ এলাকায় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
লতিফুল আলম এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
আপনার মন্তব্য