নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০১৫ ১৪:৪৬

মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে সিকৃবিতে মানববন্ধন

অবরোধ ও হরতালের নামে দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য এবং পেট্রোল বোমা হামলায় মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে ও ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


অবরোধ ও হরতালের নামে দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য এবং পেট্রোল বোমা হামলায় মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে ও ষড়যন্ত্রকারীদের  বিচারের দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বৃহস্পতিবার দুপুর সারে ১২টায় এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। 
বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী স্বত:স্ফূর্তভাবে এ মানববন্ধনে অংশ নেন। 

মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভায় বিভিন্ন বক্তারা দেশব্যাপী এ নৈরাজ্যের কড়া সমালোচনা করেন ও উদ্বেগ প্রকাশ করেন। সন্ত্রাস ও পেট্রোলবোমাবাজদের  দ্রুত চিহ্নিত করে ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীও জানান তারা। 

প্রতিবাদ সভায় বক্তৃতা করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আবদুল বাসেত, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদার, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. আনোয়ার হোসেন, কর্মকর্তা একেএম ফজলুর রহমান, ছাত্রলীগের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক হৃত্বিক দেব, কর্মচারী সমিতির সভাপতি সুরুক মিয়া প্রমুখ।






আপনার মন্তব্য

আলোচিত